Latest

Monday, March 7, 2022

ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার ।। Rights of Freedom in Indian Constitution ।। Free PDF Download

 ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার

ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার ।। Rights of Freedom in Indian Constitution ।। Free PDF Download

আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভারতীয় সংবিধানের indian constitution স্বাধীনতার অধিকার Rights of Freedom সম্পর্কে কিছু তথ্য । আশা করছি তোমাদের কাজে আসবে । তোমারা কমেন্ট করে জানাও তোমাদের আর কি দরকার বা কি লাগবে । আজকে দেখে নাও Rights of Freedom সম্পর্কে -

ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার(Rights of Freedom)

অনুচ্ছেদ ১৯ – বাক্‌ স্বাধীনতা ও অন্যান্য অধিকারের রক্ষাকবচ - এটি ভারতের নাগরিকদের নিম্নলিখিত ৬ টি অধিকার সুনিশ্চিত করেছে –

১। বাক্‌ স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা । ২। সমাবেশের স্বাধীনতা

৩। সংঘ গঠনের স্বাধীনতা ।                       ৪। চলাচলের স্বাধীনতা ।

৫। অধিবাস বা স্থায়ীভাবে বসবাসের স্বাধীনতা ।     ৬। বৃত্তি, পেশা, বাণিজ্য ও ব্যবসায়ের স্বাধীনতা ।      

  • সংবাদ মাধ্যমের স্বাধীনতাঃ- ভারতীয় সংবিধানে আলাদাভাবে সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলা হয়নি । কিন্তু এর ধারণা অনুচ্ছেদ ১৯- এ আছে । যে সমস্ত বিধি-নিষেধ একজন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য সেই সমস্ত বিধি-নিষেধ সংবাদমাধ্যমের ক্ষেত্রেও প্রযোজ্য ।

অনুচ্ছেদ ২০ -- কোন অপরাধের জন্য দোষী সাব্যস্ত করার ব্যাপারে সংরক্ষণ প্রদান –

  • কোন ব্যক্তিকে কোন অপরাধে অপরাধী বলে সাব্যস্ত করা যাবে না যদি না আসে কাজ করার জন্য অপরাধ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সেই কাজ করার সময় বলবৎ কোন আইন সে লঙ্ঘন করে থাকে, আবার অপরাধ করার সময় বলবৎ বিধি অনুযায়ী যে দণ্ড দেওয়া যেতে পারত তার চেয়ে বেশি দণ্ডও দেয়া যাবে না । কাজেই, আইন সভাকে ভূতাপেক্ষ দান্ডিক বিধি প্রণয়নে নিষেধ করা হয়েছে।
  • একই অপরাধের জন্য কোন ব্যক্তি কে একাধিকবার অভিযুক্ত ও দণ্ডিত করা যাবে না । (দ্বিতীয় শাস্তি)
  •  কোন অপরাধের জন্য অভিযুক্ত কোন ব্যক্তি কে তার নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না । আইন অনুযায়ী বিচার ব্যবস্থার দ্বারা রাষ্ট্রকেই প্রমাণ করতে হয় যে কোন ব্যক্তি দোষী তা না হলে ততক্ষণ পর্যন্ত তাকে নির্দোষ ধরা হয় । তাই তাকে কোন স্বীকারোক্তির জন্য বাধ্য করা যায় না ।

অনুচ্ছেদ ২১ -- জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার রক্ষাকবচ আইনসংগত পদ্ধতি ছাড়া কোন ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা নিষিদ্ধ ।

  • ব্যক্তিগত স্বাধীনতা বন্দি প্রদর্শন (হেবিয়াস কর্পাস) নামক একটি বিচার বিভাগীয় আজ্ঞা লেখ (রিট) দ্বারা সংবিধানের নিশ্চিত করা হয়েছে । (অনুচ্ছেদ ৩২ এবং ২২৬)
  • ২০০২ সালে ৮৬ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে একটি অনুচ্ছেদ ২১-ক যোগ করা হয়েছে, যাতে ৬ বছর থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদান রাষ্ট্রকে নিশ্চিত করতে বলা হয়েছে ।

(A) কর্মচারীদের স্বাস্থ্য রক্ষার অধিকার ।            (B) গোপনীয়তার অধিকার ।

(C) মর্যাদা সহকারে বাঁচার অধিকার ।        (D) বেতনদান ও অনৈতিক বরখাস্তের বিরুদ্ধে অধিকার ।

  • দ্রুত শুনানি গ্রহণের মাধ্যমে দ্রুত বিচার পাওয়ার অধিকার ।
  • নিষ্ঠুর শাস্তিদানের বিরুদ্ধে অধিকার ।
  • আশ্রয় লাভের অধিকার ।
  • নিখরচায় আইনি সাহায্য লাভের অধিকার ।

অনুচ্ছেদ ২২ – ব্যক্তিকে যথেচ্ছভাবে গ্রেপ্তার ও আটক নিষিদ্ধ - গ্রেপ্তার হয়েছে এমন ব্যক্তিকে তার গ্রেপ্তারের কারণ না জানিয়ে আটক রাখা যাবে না । কোন গ্রেপ্তার হওয়া ব্যক্তি কে তার পছন্দমতো আইনজীবীর সঙ্গে পরামর্শ করা ও তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না । গ্রেফতারকৃত ও আটক ব্যক্তিকে গ্রেপ্তারের স্থান থেকে ম্যাজিস্ট্রেটের আদালতে নিয়ে যেতে যে সময় লাগে সেই সময় বাদ দিয়ে গ্রেফতার থেকে ২৪ ঘণ্টার মধ্যে ওই ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতে হবে ও ম্যাজিস্ট্রেট এর আদেশ কোন ব্যক্তি কে উক্ত সময়সীমার বেশি আটক রাখা যাবে না ।

  • এই রক্ষাকবচ কোন বিদেশী শত্রু এবং নিবর্তনমূলক আটক এর বিধান আছে এমন আইনে গ্রেফতার বা আটক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না ।
  • নিবর্তনমূলক আটক কথাটির অর্থ হলো কোন ব্যক্তিকে বিনা বিচারে আটক রাখা । এই আইনের উদ্দেশ্য কোন অপরাধের জন্য কোন ব্যক্তিকে সাজা দেওয়া নয়, কোন ব্যক্তিকে কোন অপরাধ জনক কাজ থেকে নিবৃত্ত করা । সরকার নিবর্তনমূলক আটক বিধিতে কোন ব্যক্তি কে মাত্র দুই মাসের জন্য আটকে রাখতে পারে । তার বেশি আটক রাখার জন্য একটি উপদেষ্টা কমিটির কাছ থেকে রিপোর্ট নিতে হবে ।
  • নিবর্তনমূলক আটক সংক্রান্ত আইন অনুযায়ী একজন ব্যক্তিকে সর্বাধিক কতদিন আটক রাখা যেতে পারবে তা আইন দ্বারা স্থির করার ক্ষমতা সংসদের আছে ।
  • সমন্বয়ে গঠিত একটি কমিটির সুপারিশক্রমে রাষ্ট্রপতি তাদের নির্বাচিত করেন ।

আজকের PDF টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন - To Download PDF Click Here ।