Life Science GK Bengali PDF Part - 34
![]() |
Life Science GK Bengali |
৩১)
আমাদের দেহে অবস্থিত একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও ।
উঃ- অগ্ন্যাশয় ।
৩২) আয়োডিন কোন্ হরমোনের উপাদান ?
উঃ- থাইরক্সিন ।
৩৩) কোন্ হরমোনের অভাবে বহুমূত্র রোগ
হয় ?
উঃ- ADH বা অ্যান্টি ডাই - ইউরেটিক হরমোন ।
৩৪) কোন্ হরমোনের অভাবে মধুমেহ রোগ হয় ?
উঃ- ইনসুলিন ।
৩৫) উদ্ভিদের একটি রাসায়নিক
সমন্বয়সাধনকারীর নাম লেখো ।
উঃ-
হরমোন ( যেমন : অক্সিন ) ।
৩৬) কোন হরমোনের অভাবে ক্রেটিনিজম
রোগ হয় ?
উঃ- থাইরক্সিন ।
৩৭) কোন্ হরমোনের অভাবে বামনত্ব রোগ হয় ?
উঃ- STH বা সোমাটোট্রফিক
হরমোন ।
৩৮) কোন্ হরমোনের অধিক ক্ষরণে
অতিকায়ত্ব রোগ হয় ?
উঃ- STH ।
৩৯) কোন্ হরমোনের অধিক ক্ষরণে গয়টার
বা গলগণ্ড রোগ হয় ?
উঃ- থাইরক্সিন ।
৪০) একটি হরমোনের নাম করো যা
অ্যাডরিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে ।
উঃ- ACTH ।
৪১) কোন্ হরমোন থাইরয়েড গ্রন্থিকে
উদ্দীপিত করে ?
উঃ- TSH .
৪২) একটি পুং - যৌন হরমোনের নাম লেখো
।
উঃ- টেস্টোস্টেরন ।
৪৩) ICSH- এর পুরো নাম কী ?
উঃ- ইন্টারস্টিসিয়াল সেল স্টিম্যুলেটিং হরমোন ।
৪৪) FSH- এর পুরো নাম কী ?
উঃ- ফলিকল্ স্টিম্যুলেটিং হরমোন ।
৪৫) LH- এর পুরো নাম কী ?
উঃ- লিউটিনাইজিং হরমোন ।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।