ভারতীয় সংবিধানে প্রধানমন্ত্রী
মস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, ভারতীয় সংবিধানে প্রধানমন্ত্রী ।। Prime Minister in the Indian Constitution ।। Free PDF Download ।
- একজন প্রকৃত কার্যনির্বাহক ।
- অন্যান্য সংসদের সমান বেতন পান (কিছু বিশেষ ভাতাও পান) ।
- তিনি পদাধিকারবলে প্ল্যানিং কমিশন, ন্যাশনাল ডেভলপমেন্ট কাউন্সিল, ন্যাশনাল ইন্ট্রিগেশন কাউন্সিল ও ইন্টার স্টেট কাউন্সিলের চেয়ারম্যান হন ।
- ভারতের সংবিধান অনুযায়ী সরকারের প্রধান, মন্ত্রিপরিষদের প্রধান এবং রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা তথা সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা।
- রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদের অধিবেশন আহ্বান করতে ও স্থগিত রাখতে পারেন ।
- প্রধানমন্ত্রী নির্দিষ্ট সময়ের আগেই লোকসভা ভেঙে দেয়ার সুপারিশ করতে পারেন ।
- প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ নিয়োগ করতে পারেন ।
- তিনি মন্ত্রীদের কার্যভার গ্রহণ করেন । তিনি কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন এবং রাষ্ট্রপতিকে বলে তাকে বরখাস্ত করতে পারেন ।
- উচ্চপদস্থ আধিকারিক দের নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতিকে সাহায্য করেন ।
- বিভিন্ন যুদ্ধ, বহিরাক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের কারণে জরুরি অবস্থা ঘোষণার জন্য রাষ্ট্রপতিকে সুপারিশ করতে পারেন তিনি ।
- যে কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করার ব্যাপারে তিনি রাষ্ট্রপতিকে পরামর্শ দান করেন ।
- তিনি লোকসভা ও রাজ্যসভার নেতৃত্ব দেন ।
- অবশ্যই ভারতের নাগরিক হতে।
- লোকসভা বা রাজ্যসভার সদস্য হতে।
- প্রধানমন্ত্রী নির্বাচিত ব্যক্তি যদি বাছাইয়ের সময় লোকসভার বা রাজ্যসভার সদস্য না হন তবে তাদের অবশ্যই ছয় মাসের মধ্যে কোনও একটির সদস্য হতে হবে।
- তারা বা তিনি লোকসভার সদস্য হলে বয়স ২৫ বছরের বেশি হতে হবে, আর রাজ্যসভার সদস্য হলে ৩০ বছরের বেশি বয়সের হতে হবে।
- ভারত সরকার বা কোনও রাজ্যের সরকারের অধীনে বা স্থানীয় বা অন্য কোন কর্তৃপক্ষের অধীনে উল্লিখিত সরকারের কোনও নিয়ন্ত্রণাধীন কোনও লাভজনক পদ গ্রহণ করবেন না। তবে প্রার্থী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলে তাদের অবশ্যই কোনও বেসরকারী বা সরকারী সংস্থা থেকে তাদের পদ খালি করতে হবে এবং কেবল তাদের মেয়াদ শেষ হলেই পদটি গ্রহণ করতে পারে।
ভারতের প্রধানমন্ত্রীগণ (Prime Ministers Of India)
নাম | জন্ম- মৃত্যু | সময়কাল |
---|---|---|
১। জওহরলাল নেহেরু | ১৮৮৯-১৯৬৪ | ১৫ই আগস্ট ১৯৪৭- ২৭ শে মে ১৯৬৪ |
২। গুলজারি লাল নন্দা | ১৮৯৮-১৯৯৮ | ২৭ শে মে, ১৯৬৪ – ৯ই জুন ১৯৬৪ |
৩। লাল বাহাদুর শাস্ত্রী | ১৯০৪-১৯৬৬ | ৯ই জুন ১৯৬৪ – ১১ জানুয়ারি ১৯৬৬ |
গুলজারি লাল নন্দা | ১৮৯৮-১৯৯৮ | ১১ জানুয়ারি ১৯৬৬ – ১৪শে জানুয়ারি ১৯৬৬ |
৪। ইন্দিরা গান্ধী | ১৯১৭-১৯৮৪ | ২৪ শে জানুয়ারি, ১৯৬৬ – ২৪শে মার্চ ১৯৭৭ |
৫। মোরারজি দেশাই | ১৮৯৬ – ১৯৯৫ | ২৪শে মার্চ ১৯৭৭ - ২৮শে জুলাই, ১৯৭৯ |
৬। চরণ সিং | ১৯০২ – ১৯৮৭ | ২৮শে জুলাই, ১৯৭৯ – ১৪ জানুয়ারি, ১৯৮০ |
ইন্দিরা গান্ধী | ১৯১৭-১৯৮৪ | ১৪ জানুয়ারি, ১৯৮০ – ৩১শে অক্টোবর, ১৯৮৪ |
৭। রাজীব গান্ধী | ১৯৪৪ – ১৯৯১ | ৩১শে অক্টোবর, ১৯৮৪ – ২রা ডিসেম্বর, ১৯৮৯ |
৮। বিশ্বনাথ প্রতাপ সিং | ১৯৩১ – ২০০৮ | ২রা ডিসেম্বর, ১৯৮৯ – ১০ই নভেম্বর ১৯৯০ |
৯। চন্দ্র শেখর | ১৯২৭- ২০০৭ | ১০ই নভেম্বর ১৯৯০ – ২১শে জুন ১৯৯১ |
১০। পি. ভি. নরসিমা রাও | ১৯২১ – ২০০৪ | ২১শে জুন ১৯৯১ – ১৬ই মে ১৯৯৬ |
১১। অটল বিহারী বাজপেয়ী | ১৯৩৪ – ২০১৮ | ১৬ই মে ১৯৯৬ – ১লা জুন ১৯৯৬ |
১২। এইচ. ভি দেব গৌড়া | ১৯৩৩ | ১লা জুন ১৯৯৬ – ২১ শে এপ্রিল ১৯৯৭ |
১৩। ইন্দ্রকুমার গুজরাল | ১৯১৯ – ২০১২ | ২১ শে এপ্রিল ১৯৯৭ – ১৯ শে মার্চ ১৯৯৮ |
১৪। অটল বিহারী বাজপেয়ী | ১৯৩৪ – ২০১৮ | ১৯ শে মার্চ ১৯৯৮ – ২২ শে মে ২০০৪ |
১৫। ডঃ মনমোহন সিং | ১৯৩২ - | ২২ শে মে ২০০৪ – ২৬ শে মে ২০১৪ |
১৬। নরেন্দ্র মোদী | ১৯৫০ - | ২৬শে মে ২০১৪ – বর্তমান । |