Latest

Saturday, March 26, 2022

Geography GK in Bengali PDF Part - 16।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৬

 Geography GK in Bengali PDF Part - 16

Geography GK in Bengali PDF Part - 16


হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 16 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৬ ।

বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -

দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -


201. ‘সিজিগি’ শব্দের অর্থ কী ?

উত্তরঃ- যোগবিন্দু ।

202. সূর্যের আকর্ষণে সৃষ্ট জোয়ারকে কী বলে ?

উত্তরঃ- সৌর জোয়ার ।

203. পূর্ণিমা তিথিতে ‘সিজিগি’ অবস্থাকে কী বলে ?

উত্তরঃ- প্রতিযোগ ।

204. যে - কোনো দুটি জোয়ারের সময়ের ব্যবধানকে কী বলে ?

উত্তরঃ- জোয়ার অন্তর ।

205. বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন্ যন্ত্রের সাহায্যে ?

উত্তরঃ- রেনগজ ( Rain Gauge ) ।

206. বায়ুমুখী ঢালের বিপরীত দিকের প্রায় বৃষ্টিহীন অনুবাত ঢালকে কী বলে ?

উত্তরঃ- বৃষ্টিচ্ছায় অঞ্চল ।

207. বৃষ্টি পরিমাপের একক কী ?

উত্তরঃ- সেমি বা মিমি একক ।

208. উত্তর প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম উল্লেখ করো ।

উত্তরঃ- আলাস্কা স্রোত ।

209. উত্তর প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম উল্লেখ করো ।

উত্তরঃ- বেরিং স্রোত ।

210. উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম উল্লেখ করো ।

উত্তরঃ- ল্যাব্রাডর স্রোত ।

211. উত্তর আটলান্টিক মহাসাগরের একটি উঘ্ন স্রোতের নাম উল্লেখ করো ।

উত্তরঃ- উষ্ণ উপসাগরীয় স্রোত ।

212. দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম উল্লেখ করো ।

উত্তরঃ- পূর্ব অস্ট্রেলীয় বা নিউ সাউথ ওয়েলস্ স্রোত ।

213. দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম করো ।

উত্তরঃ- ব্রাজিল স্রোত ।

214. দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম বলো ।

উত্তরঃ- বেঙ্গুয়েলা স্রোত ।

215. দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম উল্লেখ করো ।

উত্তরঃ- পেরু বা হামবোল্ড স্রোত ।

216. মোট সমুদ্রস্রোতের প্রায় কত শতাংশ বহিঃস্রোত ?

উত্তরঃ- মোট সমুদ্রস্রোতের ১০ % ।

217. যে - কোনো দুটি অধঃক্ষেপণের নাম লেখো ।

উত্তরঃ- বৃষ্টি ও তুষারপাত ।

218. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতে পাহাড়ের কোন্ ঢালে বৃষ্টিপাত হয় ?

উত্তরঃ- প্রতিবাত ঢালে ।

219. ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো ।

উত্তরঃ- শিলং ।

220. নির্দিষ্ট ওজনের বায়ুতে যত পরিমাণে জলীয় বাষ্প আছে, তাকে কী বলে ?

উত্তরঃ- বিশেষ বা নির্দিষ্ট আর্দ্রতা । 


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।


ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৫ দেখতে ক্লিক করুন ।