Latest

Monday, March 28, 2022

ভারতীয় সংবিধানে পার্লামেন্ট বা সংসদ ।। Parliament in the Indian Constitution ।। Free PDF Download

 ভারতীয় সংবিধানে পার্লামেন্ট বা সংসদ

ভারতীয় সংবিধানে পার্লামেন্ট বা সংসদ


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, ভারতীয় সংবিধানে পার্লামেন্ট বা সংসদ ।। Parliament in the Indian Constitution ।। Free PDF Download


পর্ব- ১

v অনুচ্ছেদ ৭৯ অনুযায়ী ভারতের সংসদ রাষ্ট্রপতি, রাজ্যসভার লোকসভার সমন্বয়ে গঠিত । যদিও রাষ্ট্রপতি সংসদের কোন কক্ষেরই সদস্য নন, তিনি সংসদের অবিচ্ছেদ্য অংশ ।

লোকসভা (Lok Sabha) :

v সর্বাধিক আসন সংখ্যা ৫৫০ + ২ ( ৫৩০- রাজ্য সদস্য, ২০- কেন্দ্রশাসিত অঞ্চল সদস্য )

v বর্তমান সদস্য সংখ্যা ৫৪৫

v লোকসভার স্বাভাবিক আয়ু ৫ বছর, কিন্তু রাষ্ট্রপতি তার আগেও লোকসভা ভেঙে দিতে পারেন ।

v অনুচ্ছেদ ৩৫২ অনুসারে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করলে সংসদ তার স্বাভাবিক কার্যকাল বাড়াতে পারে । কিন্তু সংসদ একসঙ্গে এক বছরের বেশি লোকসভার কার্যকাল বাড়াতে পারেনা ।

 

v লোকসভার সদস্য হবার যোগ্যতা –

(ক) ভারতের নাগরিক হতে হবে ।

(খ) অন্তত ২৫ বছর বয়স হতে হবে ।

(গ) কোন লাভজনক পদে থাকা চলবে না ।

(ঘ) মানসিক ভারসাম্যহীন বা দেউলিয়া হওয়া চলবে না ।

(ঙ) কোন লোকসভা কেন্দ্রের নথিভুক্ত ভোটার হতে হবে ।

 

স্পিকার (Speaker) :

v একজন সদস্যকে অযোগ্য বিবেচনা করা হবে –

 

() যদি তিনি স্বেচ্ছায় দলের সদস্য পদ ছেড়ে দেন ।

(খ) যদি তিনি দলের ‘হুইপ’ অমান্য করেন ।

(গ) যদি ৬০ দিনের বেশি লোক সভায় অনুপস্থিত থাকেন ।

 

v ‘প্রটেম স্পিকার’ সদস্যদের শপথবাক্য পাঠ করান ।

v লিখিতভাবে স্পিকারের কাছে ইস্তফা দিতে পারেন ।

v লোকসভার স্পিকার সভাপতিত্ব করেন (তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার) । সদস্যগণ নিজেদের মধ্যে তাকে নির্বাচিত করেন ।

v লোকসভা ভেঙে যাওয়ার পরেও স্পিকার পরবর্তী লোকসভা গঠন না হওয়া পর্যন্ত তাঁর কাজ চালিয়ে যাবেন ।

v সাধারণত, স্পিকার পদে নির্বাচিত হওয়ার পর দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিরপেক্ষভাবে কাজ করেন । প্রথমে তিনি ভোট দেবেন না, কিন্তু সমান সমান ভোট হলে তাঁর নির্ণয়ক ভোট থাকবে এবং সেই ভোট তিনি প্রয়োগ করবেন ।

v ভারতের একীকৃত সঞ্চিত ফান্ড থেকে তাঁর বেতন দেয়া হয় ।

v স্পিকার তার পদত্যাগপত্র ডেপুটি স্পিকারের কাছে পাঠান ।

v স্পিকারকে সংখ্যাগরিষ্ঠ সদস্যগণ ১৪ দিনের নোটিশে অপসারিত করতে পারেন (এই সময় তিনি অধিবেশনে সভাপতিত্ব করতে পারেন না) । তার অপসারণের পর পরবর্তী স্পিকার দায়িত্বভার বুঝে না নেওয়া পর্যন্ত তিনি কাজ চালিয়ে যেতে পারেন ।

 

রাজ্যসভা (Rajya Sabha) :

v সর্বাধিক আসন সংখ্যা ২৫০ যার মধ্যে সাহিত্য, বিজ্ঞান, কলা ও সমাজ সেবা বিষয়ে বিশেষ জ্ঞান অথবা ব্যবহারিক অভিজ্ঞতা আছে এমন ১২ জনকে রাষ্ট্রপতি সদস্য হিসেবে মনোনীত করেন ।

v বর্তমান সংসদ আইন পাস করে ২৩৩ টি আসন রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলি থেকে বরাদ্দ করা হয়েছে । তাই বর্তমানে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা ২৪৫ ।

v সমস্ত রাজ্য এবং দিল্লি ও পন্ডিচেরি এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিগণ রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেন ।

v প্রত্যেক রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্ব দ্বারা রাজ্যের প্রতিনিধিত্ব স্থির করা হয় । (রাজ্যের প্রতিনিধিত্ব জনসংখ্যার ভিত্তিতে স্থির হয় )

v রাজ্যসভায় তপশিলি জাতি ও উপজাতিদের কোন আসন বরাদ্দ নেই ।

v রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতাঃ

(ক) ভারতের নাগরিক হতে হবে ।

(খ) ৩০ বছর নূন্যতম বয়স হতে হবে ।

(গ) যেখান থেকে তিনি নির্বাচিত হতে চান, সেই রাজ্যের লোকসভার সদস্য হতে হবে ।

(ঘ) অন্যান্য যোগ্যতা যা সংসদ সময়ে সময়ে নির্ধারণ করবে ।

v রাজ্যসভার সদস্যদের কার্যকাল ৬ বছর । প্রতি দুই বছরে এক-তৃতীয়াংশ সদস্য অবসর গ্রহণ করেন ।

v উপরাষ্ট্রপতি হলেন পদাধিকারবলে রাজ্যসভার সভাপতি । যখন তিনি রাষ্ট্রপতির অনুপস্থিতে উক্ত পদে শূন্য তার জন্য রাষ্ট্রপতি হিসেবে কার্য সম্পাদন করেন সেই সময় বাদে অন্য সময় তিনি রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন ।

v রাজ্যসভার সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজন ডেপুটি চেয়ারম্যান কে নির্বাচিত করেন ।

v রাজ্যসভায় অর্থবিল ও বাজেট বিল ছাড়া অন্য যে কোন বিল উত্থাপন করা যায় ।

আজকের PDF টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন - Download PDF Click Here ।