Latest

Monday, March 28, 2022

Geography GK in Bengali PDF Part - 18।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৮

 Geography GK in Bengali PDF Part - 18

Geography GK in Bengali PDF Part - 18


হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 18 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৮ ।

বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -

দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -


241. যে মৃত্তিকায় লোহা ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে এবং যার রং বাদামি , লাল বা হলুদ হয় , তাকে কী বলে ?

উত্তরঃ- পেডালফার মৃত্তিকা ।

242. যে মৃত্তিকায় চুনের ভাগ বেশি ও রং কালো তাকে কী বলা হয় ?

উত্তরঃ- পেডোক্যাল মৃত্তিকা ।

243. গঠন হিসেবে খাদার বা নবীন পলিমাটিকে কী কী ভাগে ভাগ করা যায় ?

উত্তরঃ- দোআঁশ মাটি , এঁটেল মাটি ও বেলে মাটি ।

244. যে মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান হয় তাকে কী বলে ?

উত্তরঃ- দোঁয়াশ মাটি ।

245. বেলেমাটিতে কোন্ কোন্ ফসলের চাষ হয় ?

উত্তরঃ- তরমুজ , শশা , আলু ইত্যাদি ।

246. কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কী ?

উত্তরঃ- রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা ।

247. কোন্ মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই ভূমিরূপের সৃষ্টি করে ?

উত্তরঃ- ল্যাটেরাইট মৃত্তিকা ।

248. পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের তরাই অঞ্চলে কী মৃত্তিকা দেখা যায় ?

উত্তরঃ- ভাবর ।

249. উচ্চ গাঙ্গেয় সমভূমির জলাভূমির মৃত্তিকাকে কী বলে ?

উত্তরঃ- ধাঙ্কার ।

250. কৃষ্ণ মৃত্তিকায় কীসের পরিমাণ বেশি থাকে ?

উত্তরঃ- চুন ও কাদা ।

251. পার্বত্য অঞ্চলের মৃত্তিকার রং কী ?

উত্তরঃ- কালো / ধূসর বাদামি ।

252. ল্যাটেরাইট মৃত্তিকা প্রকৃতপক্ষে কোন্ শ্রেণির মৃত্তিকা ?

উত্তরঃ- লোহিত মৃত্তিকা ।

253. কোন্ মৃত্তিকার জলধারণ ক্ষমতা সর্বাধিক ?

উত্তরঃ- কৃষ্ণ মৃত্তিকা ।

254. স্বাভাবিক উদ্ভিদের নিয়ন্ত্রকগুলি কী কী ?

উত্তরঃ- ভূপ্রকৃতি , জলবায়ু ও মৃত্তিকা ।

255. ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলজুড়ে চিরহরিৎ অরণ্য অবস্থান করছে ।

উত্তরঃ- ১২ % ।

256. শীতকালে কোন্ জাতীয় অরণ্যের বৃক্ষের পাতা নির্দিষ্ট সময়ে U ঝরে যায় ?

উত্তরঃ- পর্ণমোচী ।

257. ঘাস , গুল্ম , লতা এবং ছোটো ছোটো পাতাঝরা উদ্ভিদকে কোন্ শ্রেণির উদ্ভিদ বলে ?

উত্তরঃ- শুষ্ক পর্ণমোচী ।

258. পার্বত্য অঞ্চলের সবচেয়ে উঁচু অংশে কোন্ প্রকার অরণ্য দেখতে পাওয়া যায় ?

উত্তরঃ- আল্পীয় অরণ্য ।

259. ভারতের কোন্ অঞ্চলের উদ্ভিদ শঙ্কু আকৃতির হয় ?

উত্তরঃ- সরলবর্গীয় এবং আল্পীয় অরণ্য ।

260. পডসল মৃত্তিকায় কোন্ প্রকার উদ্ভিদ জন্মায় ?

উত্তরঃ- সরলবর্গীয় ।



আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।


ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৭ দেখতে ক্লিক করুন ।