Geography GK in Bengali PDF Part - 19
হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 19 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৯ ।
বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -
দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -
বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -
261. লোহিত ও ল্যাটেরাইট মৃত্তিকায় কোন্ প্রকার উদ্ভিদ
জন্মাতে দেখা যায় ?
উত্তরঃ- ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ ।
262. দুটি মিশ্র অরণ্যের উদ্ভিদের নাম লেখো ।
উত্তরঃ- দেবদারু / ওক / বার্চ / ম্যাপল ।
263. কোন্ অরণ্য অঞ্চলকে “ভারতের সাভানা অঞ্চল” বলা
হয় ?
উত্তরঃ- শুষ্ক পর্ণমোচী অরণ্য ।
264. বৃক্ষরূপী জলনির্গমণ প্রণালীর একটি উদাহরণ দাও
।
উত্তরঃ- গোদাবরী নদীর অববাহিকা ।
265. কোন্ নদীর অববাহিকার আয়তন ভারতে সবচেয়ে বেশি
?
উত্তরঃ- গঙ্গানদী ।
266. কোন্ নদী ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক
সীমান্ত তৈরি করেছে ?
উত্তরঃ- বিতস্তা ( ঝিলাম ) ।
267. বাংলাদেশে কোন্ কোন্ নদীর মিলিত প্রবাহ মেঘনা নামে
পরিচিত ?
উত্তরঃ- পদ্মা ও যমুনা ।
268. ভারতের কোন্ নদী কর্কটক্রান্তি রেখাকে দু - বার
অতিক্রম করেছে ?
উত্তরঃ- মাহি ও সুবর্ণরেখা ।
269. নর্মদা নদী কোন্ কোন্ পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত
হয়েছে ?
উত্তরঃ- বিন্ধ্য ও সাতপুরা ।
270. ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম লেখো ।
উত্তরঃ- সম্বর হ্রদ ।
271. ভারতে সেচ - প্লাবিত জমিতে কোন্ রাজ্য প্রথম স্থান অধিকার করে ?
উত্তরঃ- পাঞ্জাব ।
272. ৫৫ % জলাশয়ের মাধ্যমে জলসেচ কোথায় বেশি প্রচলিত
?
উত্তরঃ- দক্ষিণ ভারতে ।
273. খাম্বাত উপসাগরে এসে মিশেছে এমন দুটি নদীর নাম
লেখো ।
উত্তরঃ- নর্মদা ও তাপি বা তাপ্তী নদী ।
274. কলকাতায় অবস্থিত একটি লেকের নাম লেখো ।
উত্তরঃ- রবীন্দ্র সরোবর লেক ।
275. ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোন্টি
?
উত্তরঃ- ভাক্রা - নাঙ্গাল ।
276. ভারতের উচ্চতম বাঁধটির নাম কী ?
উত্তরঃ- ভাক্রা - নাঙ্গাল ।
277. শতদ্রু কোন্ গিরিপথের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ
করেছে ?
উত্তরঃ- শিপকিলা ।
278. কোথায় গঙ্গানদী দুটি শাখায় বিভক্ত হয়েছে ?
উত্তরঃ- মুরশিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে ।
279. শতদ্রু নদী কোথা থেকে ভারতে প্রবেশ করেছে ?
উত্তরঃ- শিপকিলা গিরিপথের কাছে ।
280. ভাকা - নাঙ্গাল বাঁধ কোন্ নদীর ওপর নির্মাণ করা
হয়েছে ?
উত্তরঃ- শতদ্রু নদী ।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।
ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৮ দেখতে ক্লিক করুন ।