Life Science GK Bengali PDF Part - 43
![]() |
Life Science GK Bengali PDF Part - 43 |
৬১) কোন
অঙ্গের সাহায্যে মাছ জলের চাপ , তাপ ও গভীরতা বুঝতে পারে ?
উঃ-
স্পর্শেন্দ্রিয় রেখা বা পার্শ্বরেখা ।
৬২) এমন
একটি জলচর প্রাণীর নাম করো যাকে জলে দ্রবীভূত অক্সিজেন ছাড়াও বায়ুর অক্সিজেন
গ্রহণ করতে হয় ?
উঃ- কই ।
৬৩) একটি
মুখ্য খেচর প্রাণীর নাম করো ।
উঃ- পায়রা
।
৬৪) একটি
গৌণ খেচর প্রাণীর নাম করো ।
উঃ- উডুক্কু
মাছ , উড়ুক্কু
ব্যাঙ ।
৬৫) পায়রার
সামনের পা কীসে রূপান্তরিত হয়েছে ?
উঃ- ডানায়
।
৬৬) পায়রার
তীক্ষ্ম দৃষ্টির কারণ কী ?
উঃ- চোখে
পেকটেনের উপস্থিতি ।
৬৭) পায়রার
অস্থিগুলির বৈশিষ্ট্য কী ?
উঃ- হালকা ও
বায়ুপূর্ণ ।
৬৮) ওড়ার সময় পায়রার দেহাকৃতি কীরূপ হয় ?
উঃ- মাকু আকৃতির ।
৬৯) পায়রার
দেহে তৈলগ্রন্থি কোথায় অবস্থিত ?
উঃ- পায়ুছিদ্রের ওপরের দিকে পুচ্ছের গোড়ায় ।
৭০) কোন্ মেরুদণ্ডী প্রাণীর দেহে মূত্রথলী থাকে না ?
উঃ- পাখিদের
।
৭১) পাখির
বায়ুথলির কাজ কী ?
উঃ- শরীর
হালকা রাখা ও প্রয়োজনে শ্বাসক্রিয়া চালানো ।
৭২) কীল
অস্থি কী ? অথবা
, কীল
অস্থি কোন্ প্রাণীতে দেখা যায় ?
উঃ- পায়রার স্টারনাম বা উরফলকটি নৌকার মতো আকৃতি ধারণ করে একে কীল অস্থি বলে।
৭৩) মাছের
ডোবা ও ভাসায় সাহায্য করে কোন্ কোন্ অঙ্গ ?
উঃ- পটকা
এবং বক্ষ ও শ্রোণী পাখনা ।
৭৪) একটি
পটকাবিহীন মাছের উদাহরণ দাও ।
উঃ- হাঙর ।
৭৫) পায়রার
ডানার পালককে কী বলে ?
এদের সংখ্যা কত ?
উঃ- রেমিজেস
বলে । সংখ্যা- ২৩ টি ।
৭৬) পায়রার
পুচ্ছ পালককে কী বলে ?
এদের সংখ্যা কত ?
উঃ- পায়রার
পুচ্ছ পালককে রেকট্রিসেস বলে । এদের সংখ্যা – ১২ টি ।
৭৭) পায়রার
বায়ুথলির সংখ্যা কটি ?
উঃ- ৯ কি।
৭৮) পায়রার
দেহের ভারসাম্য বজায় রাখার জন্য কোন্ অঙ্গটি সুগঠিত ?
উঃ- লঘু
মস্তিষ্ক ।
৭৯) পায়রার
পৌষ্টিকতন্ত্রের অন্তর্গত কোন্ কোন্ অংশ অনুপস্থিত ?
উঃ- দাঁত , পাকস্থলী ও
পিত্তাশয় ।
৮০)
পায়রায় জননতন্ত্রের অন্তর্গত কোন্ কোন্ অংশ অনুপস্থিত ?
উঃ-
পুংজননতন্ত্রের অন্তর্গত শিশ্ন এবং স্ত্রীজননতন্ত্রের অন্তর্গত ডান ডিম্বাশয় ।
৮১) মাছের পটকা না থাকলে কী অসুবিধা হত ?
উঃ- জলের মধ্যে বিভিন্ন গভীরতায় ডুবতে ও ভাসতে পারত না ।
৮২) কোন্
অঞ্চলের গাছের কাণ্ড ও পাতায় অতিরিক্ত পরিমাণে কিউটিন জমা থাকে ?
উঃ- মরুভূমি
অঞ্চলের উদ্ভিদে অর্থাৎ ,
জাঙ্গল উদ্ভিদে ।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।