Geography GK in Bengali PDF Part - 9
হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 9 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ৯ ।
বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -
দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -
বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -
61.
পৃথিবীতে সর্বাধিক পাট উৎপাদন করে কোন কোন দেশ ?
উঃ- ভারতবর্ষ।
62.
চন্দন কাঠের জন্য কোন প্রদেশ বিখ্যাত ?
উঃ- কর্ণাটক চন্দন কাঠের জন্য বিখ্যাত।
63.
গীর অঞ্চল কোথায় আছে ?
উঃ- ভারতবর্ষের গুজরাটে। এখানে 200- র মত সিংহ-সিংহী আছে।
64.
পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের উপর দিয়ে প্রবাহিত ঘূর্ণবাত কে কি বলে ?
উঃ- হ্যারিকেন।
65.
সবচেয়ে দ্রুতগামী ঝড়ের নাম কি ?
উঃ- টর্নেডো। ঘণ্টায় গতিবেগ প্রায় 330 কিমি।
66.
চিনুক কি ?
উঃ- একটি স্থানীয় বায়ু।
67.
কোন মেঘ থেকে সর্বাধিক বৃষ্টি হয় ?
উঃ- কিউমুলোনিম্বাস মেঘ থেকে।
68.
বৃষ্টিপাত কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?
উঃ- বৃষ্টিপাত মাপক যন্ত্র বা রেন গেজ ।
69.
বিকেল চারটের সময় কোথায় বৃষ্টিপাত হয় ?
উঃ- নিরক্ষীয় অঞ্চলে।
70.
ইংল্যান্ডের মুদ্রার নাম কি ?
উঃ- পাউন্ড।
71.
আমেরিকার মুদ্রার নাম কি ?
উঃ- ডলার।
72. কোন্ রাজ্যকে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট এই দুটি রাজ্যের সৃষ্টি করা হয় ?
উঃ- বোম্বাই।
73.
কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে ( Indian Standard Time) নির্দেশ করেছে ?
উঃ- ৮২.৫° পূর্ব দ্রাঘিমা।
74. ভারত বর্ষ পৃথিবীর মধ্যে শতকরা কত অংশের
মতো অভ্র উৎপাদন করে ?
উঃ- শতকরা 75 ভাগ এর উপর ।
75.
আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উঃ- সপ্তম।
76.
কোন্ বছর মাদ্রাজের নাম পাল্টে তামিলনাড়ু রাখা হয় ?
উঃ- ১৯৬৯ সলের ১৪ জানুয়ারী।
77.
সিকিম কোন্ বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় ?
উঃ- ১৯৭৫ সালে।
78.
ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোন্ টি ?
উঃ- অরুণাচল প্রদেশ।
79.
পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি ?
উঃ- সাহারা
।
80. পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি ?
উঃ- রোমের ভ্যাটিকান সিটি ।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।