Latest

Thursday, March 17, 2022

Geography GK in Bengali PDF Part - 8 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ৮

 Geography GK in Bengali PDF Part - 8

Geography GK in Bengali PDF Part - 8


হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 7 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ৮

বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -

দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -


41. গ্রীনল্যান্ড থেকে কানাডা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে ?

উঃ- ডেভিস প্রণালী দ্বারা।

42. মানচিত্রে ভূমিকম্পের স্থান গুলিকে যে রেখা টেনে চিহ্নিত করা হয়েছে তাকে কি বলা হয় ?

উঃ- হোমোসেইম্যাল রেখা।

43. পৃথিবীর কোন শহর সবথেকে উঁচু ?

উঃ- ওয়েনচুয়ান। সমুদ্রপৃষ্ঠ থেকে 51000 মিটার উঁচুতে অবস্থিত।

44. 'মধ্য সূর্যের দেশ' কোন দেশকে বলা হয় ?

উঃ- নরওয়েকে।

45. অস্ট্রেলিয়ার কোন মাসে বেশি গরম পড়ে ?

উঃ- ডিসেম্বর , জানুয়ারি মাসে।

46. 'শান্ত প্রভাতের দেশ' পৃথিবীর কোন দেশকে বলা হয় ?

উঃ- কোরিয়া।

46. পৃথিবীর মধ্যে কোন শহরে লোক বসতি বেশি ?

উঃ- টোকিও শহরে।

47. পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মোটর গাড়ি উৎপাদন কারখানা কোথায় ?

উঃ- ডেট্রয়েট ।

48. পৃথিবীর বৃহত্তম পার্ক কোথায় অবস্থিত ?

উঃ- কানাডার আলবেরতায় - উড বাফেলো ন্যাশনাল পার্ক।

49. ভারতের দীর্ঘতম বনাঞ্চল কোন রাজ্যে অবস্থিত ?

উঃ- মধ্যপ্রদেশ।

50. পৃথিবীর কোন দেশ সর্বাপেক্ষা বেশি কফি উৎপাদন করে ?

উঃ- ব্রাজিল।

51. কোন দেশে প্রথম চা উৎপন্ন হয় ?

উঃ- চীন দেশে।

52. প্রাচ্যের মুক্তা কোন শহরকে বলা হয় ?

উঃ- সিঙ্গাপুরকে ।

53. কোন দেশের রাজধানী সবচেয়ে প্রাচীন ?

উঃ- সিরিয়ার রাজধানী দামাস্কাস।

54. আম্রবৃষ্টি কোথায় হয় ?

উঃ- ভারতের তামিলনাড়ু অঞ্চলে।

55. মৌসুমী শব্দের অর্থ কি ?

উঃ- ঋতু । এটি একটি আরবী শব্দ।

56. নারকেল ছোবড়ার দ্রব্য উৎপাদনের জন্য কেরালার কোন জায়গা বিখ্যাত ?

উঃ- অ্যালেম্পি ও কালানুর।

57. প্রাচ্যের ম্যানচেস্টার কোন শহরকে বলে ?

উঃ- ওসাকা (জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর। ইস্পাত, রাসায়নিক পদার্থ এবং বস্ত্রশিল্পের জন্য ওসাকা  উল্লেখযোগ্য)।

58. পৃথিবীর দীর্ঘতম সুড়ঙ্গ রেলপথ কোথায় অবস্থিত ?

উঃ- লেবেডেনস্কি- সোভিয়েত যুক্তরাষ্ট্র।

59. আর্জেন্টিনার তৃণভূমি অঞ্চলকে কি বলে ?

উঃ- পম্পাস।

60. শ্রীলঙ্কার কোন শহরকে ‘রত্নের শহর’ বলা হয় ?

উঃ- রত্নপুরাকে।


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।


ভূগোল জেনারেল নলেজ পর্ব - ৭ দেখতে ক্লিক করুন ।