Latest

Monday, March 14, 2022

Life Science GK Bengali PDF Part - 42 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৪২

 Life Science GK Bengali PDF Part - 42

Life Science GK Bengali PDF Part - 42

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 42 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৪২ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের অভিযোজন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Life Science GK Bengali Avijojon

৪৬) কোন্ গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে ?

উঃ- ফণীমনসা ।

৪৭) জরায়ুজ অঙ্কুরোদ্‌গম দেখা যায় এমন একটি গাছের নাম কী ?

উঃ- গরান।

৪৮) জলে বসবাসকারী একটি স্তন্যপায়ী প্রাণীর নাম কী ?

উঃ- তিমি।

৪৯) একটি স্তন্যপায়ী খেচর প্রাণীর উদাহরণ দাও ।

উঃ- বাদুড় ।

৫০) দুটি মরুবাসী প্রাণীর উদাহরণ দাও ।

উঃ- উট এবং মোলক ।

৫১) কোন্ প্রাণী ত্বকের সাহায্যে জল শোষণ করে ?

উঃ- মোলক ।

৫২) ভৃগর্ভ অভিযোজন দেখা যায় এমন দুটি প্রাণীর উদাহরণ দাও।

উঃ- সাপ ও ছুঁচো ।

৫৩) গুহা অভিযোজন দেখা যায় এমন দুটি প্রাণীর উদাহরণ দাও ।

উঃ- বাদুড় এবং স্যালামাণ্ডার ।

৫৪) মাছের শ্বাস - অঙ্গের নাম কী ?

উঃ- ফুলকা ।

৫৫) মাছের গমন - অঙ্গ কী ?

উঃ- পাখনা ।

৫৬) কোন্ পাখনার সাহায্যে মাছ দিক পরিবর্তন করে ?

উঃ- পুচ্ছ পাখনা ।

৫৭) একটি মুখ্য জলজ প্রাণীর নাম করো ।

উঃ- মাছ ।

৫৮) একটি গৌণ জলজ প্রাণীর নাম করো ।

উঃ- তিমি ।

৫৯) কোন্ পাখনাগুলির সাহায্যে মাছ জলের মধ্যে একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকতে পারে ?

উঃ- বক্ষ পাখনা ও শ্রোণী পাখনার সাহায্যে ।

৬০) মাছের গমনে অংশগ্রহণকারী পেশির নাম কী ?

উঃ- মায়োটোম পেশি ।

Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here