Latest

Monday, March 14, 2022

Geography GK in Bengali PDF Part - 5 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ৫

 Geography GK in Bengali PDF Part - 5

Geography GK in Bengali PDF Part - 5


হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 5 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ৫ ।

বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -

দেখে নাও আজকের Geography GK in Bengali কার্স্ট ভূমিরূপ থেকে -

) কার্স্ট কোন দেশিয় শব্দ ?

উঃ- জার্মান শব্দ

) কার্স্ট শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?

উঃ- ইন্দো-ইউরোপীয় শব্দ 'kar' থেকে যার অর্থ হল শিলা

) কার্স্ট ভূমিরূপ গঠনের জন্য শিলাস্তরটি কোন পাথরের হওয়া প্রয়োজন ?

উঃ- চুনাাথরের

) টেরারোসা শব্দের অর্থ কী ?

উঃ- 'Terra' শব্দের অর্থ 'মৃত্তিকা' 'Rossa' শব্দের অর্থ লাল

) চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে অসংখ্য ছোটো ছোটো গর্তের সৃষ্টি হয় এগুলিকে কী বলে ?

উঃ- সোয়ালো হোল

) অধিক ঢাল যুক্ত চুনাপাথর অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ায় শিলাপৃষ্ট বরাবর যে অগভীর রৈখিক গর্তের সৃষ্টি হয় তাকে কী বলে ?

উঃ- ফ্রান্সে ল্যাপিস জার্মানিতে করেন বলে

) দ্রবণ কার্যের ফলে অনাবৃত চুনাপাথরের দারণ বা সন্ধিস্থল বরাবর যে গভীর দীর্ঘ গর্তের সৃষ্টি হয় তাকে কী বলে ?

উঃ- গ্রাইক

) গ্রাইকের মধ্যবর্তী প্রায় সমতল আয়তকার উঁচু শিলাখন্ডকে কী বলে ?

উঃ- ক্লিন্ট

) গ্রাইক ক্লিন্ট বিশিষ্ট কার্স্ট ভূমিকে কী বলে ?

উঃ- পেভমেন্ট

 ১০) ঢালু ভূ-ভাগের শীর্ষ থেকে নিম্ন ঢাল পর্যন্ত প্রসারিত অনুদৈর্ঘ্য দ্রবণ জনিত গর্তকে কী বলে ?

উঃ- রিলেনকারেন

১১) ভূমিভাগের ঢাল বৃদ্ধি পেলে রিলেনকারেন কিসে পরিণত হয় ?

উঃ- রিনেনকারেন -

১২) রিনেনকারেনের মাঝখানে ঢালু ভূভাগে ধাপের সৃষ্টি হলে সেখানে সমতল তলদেশ বিশিষ্ট যে মসৃণ ছোটো ছোটো গর্তের সৃষ্টি হয় তাকে কী বলে ?

উঃ- ট্রিটকারেন

১৩) বড়ো আকারের গ্রাইককে কী বলে ?

উঃ- বোগাজ

১৪) কার্স্ট ভূমিরূপের আদর্শ বিকাশ কোথায় দেখা যায় ?

উঃ- যুগোস্লাভিয়ার অ্যাড্রিয়াটিক সাগরের তীরবর্তী অঞ্চলে

১৫) চুনাপার গঠিত অঞ্চলে ভৌমজলের দ্রবণ কার্যের ফলে যে লাল ধরণের মৃত্তিকার সৃষ্টি হয় তাকে কী বলে ?

উঃ- টেরারোসা


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।


ভূগোল জেনারেল নলেজ পর্ব - ৪ দেখতে ক্লিক করুন ।