Life Science GK Bengali PDF Part - 41
![]() |
Life Science GK Bengali |
নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 41 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৪১ ।
বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের অভিযোজন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।
প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Life Science GK Bengali Avijojon
৩১) জলজ অভিযোজন কাকে বলে ?
উঃ- জলে বাস করার জন্য যে অভিযোজন দেখা যায় তাকে জলজ অভিযোজন বলে ।
৩২) জলজ উদ্ভিদের বায়ুগহ্বরের প্রয়োজনীয়তা কী ?
উঃ- জলজ গাছটিকে জলে ভাসিয়ে রাখা ।
৩৩) জলজ উদ্ভিদে মূলত্র থাকে না কেন ?
উঃ- জলজ উদ্ভিদের মূলকে বেশি বাধার সম্মুখীন হতে হয় না বলে।
৩৪) জাঙ্গল উদ্ভিদের মূল দীর্ঘ হয় কেন ?
উঃ- অনেক নিচের স্তর থেকে জল সংগ্রহ করতে হয় বলে।
৩৫) পর্ণকাণ্ড কাকে বলে ?
উঃ- কাণ্ড চ্যাপ্টা , রসালো , সবুজ রঙের এবং সালোকসংশ্লেষে সক্ষম হলে , তাকে পর্ণকাণ্ড বলে , ( উদাহরণ : ফণীমনসার কাণ্ড ) ।
৩৬) জাঙ্গল উদ্ভিদের পত্ররন্ধ্র কেমন হয় ?
উঃ- পত্ররন্ধ্র বহিঃত্বকের অনেক নীচে থাকে এজাতীয় পত্ররন্ধ্রকে নিমজ্জিত পত্ররন্ধ্র বলে ।
৩৭) জাঙ্গল উদ্ভিদের পত্ররন্ধ্র নিমজ্জিত হওয়ার কারণ কী ?
উঃ- বাষ্পমোচন হ্রাস করার জন্য ।
৩৮) পতঙ্গের কয় জোড়া পা থাকে ?
উঃ- তিন জোড়া ।
৩৯) অতিরিক্ত শ্বাস অঙ্গবিশিষ্ট দুটি মাছের উদাহরণ দাও।
উঃ- কই ও মাগুর ।
৪০) একটি জলজ ভাসমান উদ্ভিদের উদাহরণ দাও।
উঃ- কচুরিপানা ।
৪১) একটি আংশিক নিমজ্জিত জলজ উদ্ভিদের নাম কী ?
উঃ- পদ্ম ।
৪২) একটি সম্পূর্ণ নিমজ্জিত জলজ উদ্ভিদের উদাহরণ দাও ।
উঃ- ঝাঁঝি ।
৪৩) ফণীমনসা কী ধরনের উদ্ভিদ ?
উঃ- জাঙ্গল বা জেরোফাইটিক উদ্ভিদ ।
৪৪) সুন্দরী কী ধরনের উদ্ভিদ ?
উঃ- লবণাম্বু বা হ্যালোফাইটিক উদ্ভিদ ।
৪৫) পর্ণকাণ্ডবিশিষ্ট একটি গাছের উদাহরণ কী ?
উঃ- ফণীমনসা ।
Life Science GK Bengali
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।