Geography GK in Bengali PDF Part - 4
১৬) কোন স্তরকে জলচাপযুক্ত অ্যাকুইফার বা আর্তেসিয়ান
অ্যাকুইফার বলে ?
উঃ- আবদ্ধ জলবাহী স্তরকে।
১৭) মাটির রন্ধ্র গুলি চুলের মতো যে সরু নল
দ্বারা যুক্ত থাকে তাদের কী বলে ?
উঃ- কৈশিক নল।
১৮) ডার্সির তত্ত্ব অনুযয়ী ভৌমজলের স্বাভাবিক
প্রবাহমাত্রা বা গতিবেগ কোন সূত্র দ্বারা প্রকাশ করা হয় ?
উঃ-
V=Ki
১৯) ভৌমজল যখন ভূপৃষ্ঠের একটি নির্দিষ্ট রেখা
বরাবর নির্গত হয় তাকে কী বলে ?
উঃ- প্রস্রবণ রেখা।
২০) ভারতের একটি অবিরাম শীতল প্রস্রবণের উদাহরণ
কী ?
উঃ- দেরাদুনের সহস্রধারা।
২১) ভূতত্ত্ববিদ ব্রায়ান প্রস্রবণকে যে দুই
ভাগে ভাগ করেছেন সেগুলি কী কী ?
উঃ- (১) অভিকর্ষজ প্রস্রবণ , (২) অ-অভিকর্ষজ
প্রস্রবণ।
২২) একটি চ্যুতি প্রস্রবণের উদাহরণ কী ?
উঃ- হিমাচল প্রদেশের কুলু জেলার মনিকরণের উষ্ণ
প্রস্রবণ।
২৩) একটি ভ্যাক্লুসীয়ান প্রস্রবণ বা দ্রবণ
প্রস্রবণের উদাহরণ দাও।
উঃ- মুসৌরির কেম্পটি জলপ্রপাতের উৎসস্থল।
উঃ- সবিরাম প্রস্রবণ।
২৫) প্রবেশ্য স্তরের মধ্যে কূপ খোলা হলে তাকে
কী বলে ?
উঃ- আর্তেজীয় কূপ ।
২৬) আর্তেজীয় কূপ কোথায় প্রথম খনন করা হয়
?
উঃ- ফ্রান্সের আর্তোয়েস প্রদেশে।
২৭) পৃথিবীর একটি বিখ্যাত উষ্ণ প্রস্রবণের
নাম কী?
উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়োলোস্টন পার্কের
ওল্ড ফেথফুল গীজার।
২৮) প্রস্রবণের জলে খনিজ পদার্থের পরিমাণ কত
হলে তাকে স্বাদু জলের প্রস্রবণ বলে ?
উঃ- প্রতি লিটার জলে এক গ্রাম বা তার কম খনিজ
থাকলে।
২৯) যে প্রস্রবণ থেকে ভূ-গর্ভের জল নিয়মিত
ভাবে সর্বদা বের হয় তাকে কী বলে ?
উঃ- অবিরাম প্রস্রবণ।
৩০) বীরভূমের বক্রেশ্বরে যে আর্তেজীয় কূপ
আছে তা কী ধরণের আর্তেজীয় কূপ ?
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।
ভূগোল জেনারেল নলেজ পর্ব - ৩ দেখতে ক্লিক করুন ।