Latest

Thursday, March 10, 2022

Life Science GK Bengali PDF Part - 38 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৩৮

 Life Science GK Bengali PDF Part - 38

Life Science GK Bengali PDF Part - 38
Life Science GK Bengali

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 38 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৩৮ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের হরমোন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম । 

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।

৯১) GTH- এর পুরো নাম কী ?

উঃ- গোনাডোট্রফিক হরমোন ।

৯২) STH- এর পুরো নাম কী ?

উঃ- সোমাটোট্রফিক হরমোন ।

৯৩) ACTH- এর পুরো নাম কী ?

উঃ-  অ্যাড্রিনোকটিকোট্রফিক হরমোন ।

৯৪) TSH- এর পুরো নাম কী ?

উঃ- থাইরয়েড স্টিম্যুলেটিং হরমোন ।

৯৫) অক্সিনের একটি কাজ উল্লেখ করো ।

উঃ- উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করা ।

৯৬) গলগণ্ড হয় কেন ?

উঃ- থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণের ফলে গলগণ্ড হয় ।

৯৭) উদ্ভিদদেহে সমন্বয়সাধনের কাজ কীসের সাহায্যে ঘটে ?

উঃ- হরমোনের সাহায্যে ।

৯৮) মানবদেহের কোন গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয় ?

উঃ- থাইরয়েড গ্রন্থি ।

৯৯) ইনসুলিন হরমোনের অভাবজনিত রোগটির নাম লেখো ।

উঃ- মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস ।

 

১০০) পার্থেনোকাপি কাকে বলে ?

উঃ- অক্সিন হরমোনের প্রভাবে নিষেক ছাড়াই বীজবিহীন ফল সৃষ্টি হওয়ার পদ্ধতিকে পর্থেনোকার্পি বলে ।

১০১) অগ্ন্যাশয় ছাড়া অপর মিশ্র গ্রন্থিটির নাম কী ?

উঃ- শুক্রাশয় ।

১০২) লেডিগের আন্তরকোশ নিঃসৃত হরমোনের নাম কী ?

উঃ- টেস্টোস্টেরন ।

১০৩) এমন একটি উদ্ভিদ হরমোনের নাম করো যা বাষ্পমোচন কমায় ।

উঃ- অ্যাবসিসিক অ্যাসিড ( ABA )

১০৪) অগ্ন্যাশয়ের একটি বহিঃক্ষরা কাজ উল্লেখ করো ।

উঃ- অগ্ন্যাশয়ের বহিঃক্ষরা অংশ অগ্ন্যাশয়রস ক্ষরণ করে খাদ্য পরিপাকে সাহায্য করে ।

১০৫) টেস্টোস্টেরন হরমোন কোথা থেকে ক্ষরিত হয় ?

উঃ- শুক্বাশয়ের লেডিগের আন্তরকোশ থেকে ।


Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here