Latest

Thursday, March 10, 2022

Geography GK in Bengali PDF Part - 1 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১

 Geography GK in Bengali PDF Part - 1

Geography GK in Bengali PDF Part - 1





হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 1 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১

বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -  
দেখে নাও আজকের Geography GK in Bengali ভূমিরূপ প্রক্রিয়া থেকে -


১) ভৌত ও রাসায়নিক পদ্ধতিতে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তনকে কী বলে ?

উঃ- ভূমিরূপ প্রক্রিয়া।

২) ভূমিরূপ প্রক্রিয়াকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয় ও কী কী ?

উঃ- দুইভাগে - ১) পার্থিব প্রক্রিয়া ও ২) মহাজাগতিক প্রক্রিয়া।

৩) পার্থিব প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী ?

উঃ- দুইভাগে - ১) অন্তর্জাত প্রক্রিয়া ও ২) বহির্জাত প্রক্রিয়া।

৪) অন্তর্জাত প্রক্রিয়ার শক্তির উৎস কী ?

উঃ- ভূ - অভ্যন্তরের তেজস্ক্রিয় পদার্থের ভাঙন থেকে উৎপন্ন তাপ এবং গুরুমন্ডলের অভিকর্ষজনিত পার্থক্য।

৫) 'গ্রেড' শব্দটি কে কবে প্রথম ব্যবহার করেন ?

উঃ- G.K Gilbert ১৮৭৬ সালে।

৬) বহির্জাত প্রক্রিয়া কী ধরণের প্রক্রিয়া - আকস্মিক / ধীর / দ্রুত।

উঃ- ধীর প্রক্রিয়া।

৭) ভূমিকম্প ও আগ্নেয়োচ্ছ্বাস ঘটে কোন প্রক্রিয়ায় ?

উঃ- অন্তর্জাত প্রক্রিয়ায়।

৮) কোনো বস্তুকে বাইরে থেকে চাপ দিলে যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় তাকে কী বলে ?

উঃ- পীড়ন।

৯) যে প্রক্রিয়ায় নদীর ক্ষয়জাত ও পরিবাহিত সমস্ত পদার্থের পুঞ্জীভবন ও সঞ্চয় ঘটে তাকে কী বলে ?

উঃ- আরোহণ।

১০) নদীর জল অনেকগুলি শাখায় ভাগ হয়ে বিভিন্ন খাতে বইতে থাকলে তাকে কী বলে ?

উঃ- প্রতিসারি প্রবাহ।

১১) বহির্জাত প্রক্রিয়ার মুখ্য উপাদান গুলি কী কী ?

উঃ- পর্যায়ন , আরোহণ , অবরোহণ ও আবহবিকার।

১২) গড় সমুদ্রপৃষ্ঠের সাপেক্ষে উঁচু ও নীচু স্থানগুলির মধ্যে উচ্চতাগত সাম্যবস্থার বজায় থাকাকে কী বলে ?

উঃ- সমস্থিতি।

১৩) বর্তমানে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত ?

উঃ- ৮৮৫০ মিটার (ন্যাশনাল জিওগ্রাফি সোসাইটি প্রদত্ত তথ্যানুসারে)।

১৪) অন্তর্জাত প্রক্রিয়ার ফল হল ______।

উঃ- ভূ-সংক্ষোভ বা ভূ-বিপর্যয়।

১৫) বিশ্বব্যাপী সমুদ্রের জলধারণ ক্ষমতার হ্রাস-বৃদ্ধির ফলে সমুদ্র পৃষ্ঠের উত্থাপন পতনের পরিবর্তনকে কী বলে ?

উঃ- ইউস্ট্যাটিক সঞ্চলন।


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here