Life Science GK Bengali PDF Part - 37
![]() |
Life Science GK Bengali |
৭৬) দেহের প্রায় সর্বত্র
পাওয়া যায় এমন একটি হরমোনের নাম করো ।
উঃ- প্রোস্টাগ্ল্যানডিন ।
৭৭) ডাবের জলে কোন্ প্রাকৃতিক
হরমোন পাওয়া যায় ?
উঃ- কাইনিন ।
৭৮) ভুট্টায় যে কাইনিন পাওয়া যায় তার নাম কী ?
উঃ- জিয়াটিন ।
৭৯) একটি হরমোনের নাম করো যা
উদ্ভিদ দেহে পাওয়া যায় ?
উঃ- অক্সিন ।
৮০) বীজবিহীন ফল সৃষ্টি করে
কোন্ হরমোন ?
উঃ- অক্সিন ।
৮১) উদ্ভিদের ট্রপিক চলন
নিয়ন্ত্রণ করে কোন্ হরমোন ?
উঃ- অক্সিন ।
৮২) কৃষিক্ষেত্রে আগাছা দমনে
সাহায্য করে কোন্ কৃত্রিম হরমোন ?
উঃ- 2 , 4 - D বা ডাই
ক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড ।
৮৩) বীজপত্রে এবং পরিপক্ক বীজে পাওয়া যায় কোন্ হরমোন ?
উঃ- জিব্বারেলিন ।
৮৪) উদ্ভিদের জরা রোধে
সাহায্য করে কোন্ হরমোন ?
উঃ- কাইনিন ।
৮৫) কোন্ হরমোন প্রয়োগ করে
দ্বিবর্ষজীবী উদ্ভিদে প্রথম বছর ফুল ফোটানো হয় ?
উঃ- জিব্বারেলিন ।
৮৬) T3 ও T4 এর
পুরো নাম লেখো ।
উঃ- T3 – ট্রাই - আয়োডো থাইরোনিন , T4- থাইরক্সিন ।
৮৭) উদ্ভিদের কোশ বিভাজনে
সাহায্য করে কোন্ হরমোন ?
উঃ- কাইনিন ।
৮৮) লেটুস শাকের বীজের দ্রুত
অঙ্কুরোদ্গমের জন্য কোন্ হরমোন প্রয়োগ করা হয় ?
উঃ- জিব্বারেলিন ।
৮৯) উদ্ভিদের অপরিণত অঙ্গের
মোচন রোধ করার জন্য কোন্ হরমোন স্প্রে করে হয় ?
উঃ- কৃত্রিম অক্সিন ।
৯০) গোনাডোট্রফিক হরমোন কোথা
থেকে ক্ষরিত হয় ?
উঃ- পিটুইটারি গ্রন্থির
অগ্রভাগ থেকে ।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।