Latest

Wednesday, March 9, 2022

ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের স্থগিত করণ ও রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি ।। The Constitution of India ।। Free PDF Download

 ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের স্থগিত করণ ও রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি

ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের স্থগিত করণ ও রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের স্থগিত করণ ও রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি ।। The Constitution of India ।। Free PDF Download

মৌলিক অধিকারের স্থগিতকর(Suspendability of Fundamental Right)

  • সংবিধানের অনুচ্ছেদ ৩৫২ অনুসারে যুদ্ধ বা বাহ্যিক আক্রমণের কারণে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করলে অনুচ্ছেদে ১৯ এ বর্ণিত মৌলিক অধিকার গুলি স্থগিত হয়ে যায় ।
  • অন্যান্য মৌলিক অধিকারকে স্থগিত করার জন্য অনুচ্ছেদ ৩৫৯ অনুসারে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা আছে ।
  • ১৯৭৮ সালের ৪৪ তম সংশোধনী অনুযায়ী, কোনো আদেশ জারি করে অনুচ্ছেদ ২০ ও ২১ দ্বারা স্থগিত রাখা যায় না ।
  • রাষ্ট্রপতি আদেশ জারি করে জরুরি অবস্থার ঘোষণা বলবৎ থাকাকালীন সময়ে মৌলিক অধিকার গুলি কার্যকর করার জন্য আদালতে আবেদন করার অধিকার স্থগিত রাখতে পারেন (অনুচ্ছেদ ২০-২১ ব্যতিরেকে) ।

রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি(Directive Principle of State Policy)

  • এগুলি সংবিধানের ভাগ ৪-এ অনুচ্ছেদ ৩৬ থেকে ৫১ পর্যন্ত অংশে উল্লেখ আছে ।
  • এগুলি রাষ্ট্র যে আদর্শগুলি রূপায়নের চেষ্টা করবে তার কথা উল্লেখ করেছে ।
  • এই অংশটি সংবিধানের যে অংশে মৌলিক অধিকারের কথা বলা আছে তার সঙ্গে সুদৃঢ় ও সম্পর্ক যুক্ত এবং একে সংবিধানের ‘জাগ্রত বিবেক’ বলে অভিহিত করা হয় ।
  • আয়ারল্যান্ডের সংবিধান থেকে রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি গ্রহণ করা হয়েছিল । এগুলি আসলে সমাজবাদী, উদারপন্থী, গণতান্ত্রিক ও গান্ধীবাদী নীতির একটি অপূর্ব সংমিশ্রণ ।
  • এগুলো শুধুমাত্র দৈনন্দিন প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য কিন্তু নির্দেশাবলী, আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় ।
  • তামিলনাড়ুর বনাম এল. আবু কভুর মামলায় সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে যে যদিও রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি গুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, কিন্তু আদালত এগুলিকে উপেক্ষা করতে পারে না ।

আজকের PDF টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন -  Download PDF Click Here ।