Important Data About Railway Transportation of India
বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Important Data About Railway Transportation of India ।। ভারতীয় রেল পরিবহন সম্পর্কে গরুত্বপূর্ণ তথ্য ।
প্রিয় ছাত্র ছাত্রী এবং বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে general knowladge তথা ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি । Railway Transportation of India এর গুরুত্বপূর্ণ তথ্য গুলি পড়ে নাও প্রয়োজনে নীচের লিঙ্ক থেকে PDF সংগ্রহ করে নাও -
রেলওয়ে
- ভারতের রেল চলাচল প্রক্রিয়া এশিয়ার সর্ববৃহৎ এবং পৃথিবীতে চতুর্থ । এটি দেশের বৃহত্তম একক সরকারি বিভাগ ।
- ১৮৫৩ সালের ১৬ই এপ্রিল ভারতে প্রথম রেল চলাচল হয় ৩৪ কিলোমিটার রেলপথ বিশিষ্ট মুম্বাই থেকে থানের মধ্যে ২০০৩ সালের ১৬ই এপ্রিল ভারতীয় রেলে এর ১৫০ বর্ষ উদযাপন করেছে । এই ঘটনাকে স্মরণে রাখার জন্য ১৬ টি জনশতাব্দী আন্তশহর এক্সপ্রেস ট্রেন ঘোষণা করা হয়েছিল ।
- দ্বিতীয় ট্রেনটি ১৮৫৪ সালে হাওড়া ও হুগলির মধ্যে চলেছিল ।
- ভারতীয় রেলওয়ের সদরদপ্তর নতুন দিল্লিতে অবস্থিত ।
- ভারতীয় রেলের প্রথম বৈদ্যুতিক ট্রেন ‘দাক্ষিণাত্যের রানী’ বা ‘ডেকান কুইন’ । ১৯২৯ সালে মুম্বাই ও পুনের মধ্যে চলেছিল ।
- রাশিয়ার পর ভারতের বিদ্যুৎ চালিত রেল চলাচল হল দ্বিতীয় বৃহত্তম ।
- ভারতের দ্রুততম ট্রেন হল ভোপাল - নতুন দিল্লি শতাব্দী এক্সপ্রেস, যার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার ।
- সমস্ত রেলপথ মিলে ভারতে প্রায় ১,১৫,০০ কিমি রেলপথ আছে ।
- ভারতে মোট ৭৫০০ রেলস্টেশন আছে ।
- ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন হল উত্তরপ্রদেশের গোরক্ষপুর ।
- ভারতের দীর্ঘতম রেলপথটি ‘বিবেক এক্সপ্রেস’, আসামের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত। এটির ৪২৮৩ কিলোমিটার পথ অতিক্রম করতে ৮৩ ঘন্টা সময় লাগে ।
- ২৪ অক্টোবর, ১৯৮৪ সালে পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতের প্রথম মেট্রোরেল চালু হয় । প্রথমে দমদম ও বেলগাছিয়ার মধ্যে এই ট্রেন চলে ।
- ভারতীয় রেলে ৪ ধরনের লাইন বা গেজ আছে – (১) ব্রড গেজ (1.67 মিটার চওড়া), (২) মিটারগেজ (1.00 মিটার চওড়া ), (৩) ন্যারো গেজ (0.৭৬২ মিটার চওড়া), (৪) লাইট গেজ (০.৬১০ মিটার চওড়া) ।
- মোট রেলপথের প্রায় ৯০ শতাংশ ব্রডগেজ । এর পর 7.9% মিটারগেজ এবং বাকিটা ন্যারোগেজ ও লাইট গেজ ।
- ভারতীয় রেলপথ 17 টি বিভাগে বিভক্ত । প্রত্যেকটি বিভাগের একটি করে জেনারেল ম্যানেজার আছে যারা নানা ব্যাপারে রেলওয়ে বোর্ডের কাছে দায়বদ্ধ থাকে ।
- উত্তর রেল এর রেলওয়ে জোন গুলি অর্থাৎ অঞ্চল গুলির মধ্যে 10.995 কিমি রেলপথ নিয়ে সর্ববৃহৎ ।
- উত্তর-পূর্ব সীমান্ত রেলপথ 3860 কিমি দীর্ঘ রেলপথ নিয়ে ক্ষুদ্রতম ।
- কোঙ্কন রেলওয়েঃ- এটি মহারাষ্ট্র, গোয়া এবং কর্নাটকের মধ্যে দূরত্ব কমাতে একটি প্রকল্প । মহারাষ্ট্রের রোহা- স্টেশন থেকে কর্নাটকের ম্যাঙ্গালোর পর্যন্ত এর মোট রেলপথ 738 কিলোমিটার ।
রেলওয়ে জোন | সদর দপ্তর | রেলওয়ে জোন | সদর দপ্তর |
---|---|---|---|
মধ্য | মুম্বাই ভিটি | পশ্চিম | মুম্বাই চার্চগেট |
পূর্ব | কলকাতা | পূর্ব উপকূল | ভুবনেশ্বর |
উত্তর | নতুন দিল্লী | পূর্ব- মধ্য | হাজিপুর |
উত্তর- পূর্ব | গোরক্ষপুর | উত্তর- মধ্য | এলাহাবাদ |
উত্তর- পূর্ব সীমান্ত | মালি গাঁও | উত্তর পশ্চিম | জয়পুর |
দক্ষিণ | চেন্নাই | দক্ষিন পশ্চিম | বেঙ্গালুরু(জুবলি) |
দক্ষিন- মধ্য | সেকেন্দ্রাবাদ | পশ্চিম- মধ্য | জব্বলপুর |
দক্ষিন – পূর্ব | কলকাতা | দক্ষিন-পূর্ব-মধ্য | বিলাসপুর |
কলকাতা মেট্রো | কলকাতা | ||
রেলওয়ে নির্মাণ কারখানা
চিত্তরঞ্জন
লোকোমোটিভ ওয়ার্কসঃ এটি
পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে অবস্থিত এবং এখানে ইলেকট্রিক রেল ইঞ্জিন নির্মিত হয় ।
ডিজেল
লোকোমোটিভ ওয়ার্কসঃ এটি উত্তরপ্রদেশের
বারানসিতে অবস্থিত এবং এখানে ডিজেল ইঞ্জিন নির্মাণ হয় ।
ইন্টিগ্রাল
কোচ ফ্যাক্টরিঃ এটি তামিলনাড়ুর
পেরামবুদুর-এ অবস্থিত এবং এখানে রেলের কোচ তৈরি হয় ।
হুইল অ্যান্ড
অ্যাক্সেল প্লান্টঃ এটি ইয়ালানকা
(বেঙ্গালুরু, কর্ণাটক) তে অবস্থিত এবং এখানে রেলের চাকা ও অ্যাক্সেল তৈরি হয় ।
ডিজেল
কম্পনেন্ট ওয়ার্কসঃ এটি
পাঞ্জাবি পাতিয়ালা তে অবস্থিত এবং এখানে ডিজেল ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরি হয় ।
রেল কোচ
ফ্যাক্টরি(১৯৮৮): এটি
পাঞ্জাবের কাপুরথালা- তে অবস্থিত এবং এখানে রেলের কোচ তৈরি হয়।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Click Here .