Latest

Sunday, March 6, 2022

Important Data About Railway Transportation of India ।। ভারতীয় রেল পরিবহন সম্পর্কে গরুত্বপূর্ণ তথ্য

 Important Data About Railway Transportation of India

Important Data About Railway Transportation of India



বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Important Data About Railway Transportation of India ।। ভারতীয় রেল পরিবহন সম্পর্কে গরুত্বপূর্ণ তথ্য

প্রিয় ছাত্র ছাত্রী এবং বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে general knowladge তথা ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি । Railway Transportation of India এর গুরুত্বপূর্ণ তথ্য গুলি পড়ে নাও প্রয়োজনে নীচের লিঙ্ক থেকে PDF সংগ্রহ করে নাও -

রেলওয়ে

  •  ভারতের রেল চলাচল প্রক্রিয়া এশিয়ার সর্ববৃহৎ এবং পৃথিবীতে চতুর্থ । এটি দেশের বৃহত্তম একক সরকারি বিভাগ ।
  • ১৮৫৩ সালের ১৬ই এপ্রিল ভারতে প্রথম রেল চলাচল হয় ৩৪ কিলোমিটার রেলপথ বিশিষ্ট মুম্বাই থেকে থানের মধ্যে ২০০৩ সালের ১৬ই এপ্রিল ভারতীয় রেলে এর ১৫০ বর্ষ উদযাপন করেছে । এই ঘটনাকে স্মরণে রাখার জন্য ১৬ টি জনশতাব্দী আন্তশহর এক্সপ্রেস ট্রেন ঘোষণা করা হয়েছিল ।
  • দ্বিতীয় ট্রেনটি ১৮৫৪ সালে হাওড়া ও হুগলির মধ্যে চলেছিল ।
  •  ভারতীয় রেলওয়ের সদরদপ্তর নতুন দিল্লিতে অবস্থিত ।
  •  ভারতীয় রেলের প্রথম বৈদ্যুতিক ট্রেন ‘দাক্ষিণাত্যের রানী’ বা ‘ডেকান কুইন’ । ১৯২৯ সালে মুম্বাই ও পুনের মধ্যে চলেছিল ।
  •  রাশিয়ার পর ভারতের বিদ্যুৎ চালিত রেল চলাচল হল দ্বিতীয় বৃহত্তম ।
  •  ভারতের দ্রুততম ট্রেন হল ভোপাল - নতুন দিল্লি শতাব্দী এক্সপ্রেস, যার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার ।
  •     সমস্ত রেলপথ মিলে ভারতে প্রায় ১,১৫,০০ কিমি রেলপথ আছে ।
  •     ভারতে মোট ৭৫০০ রেলস্টেশন আছে ।
  •     ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন হল উত্তরপ্রদেশের গোরক্ষপুর ।
  •     ভারতের দীর্ঘতম রেলপথটি ‘বিবেক এক্সপ্রেস’, আসামের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত। এটির ৪২৮৩ কিলোমিটার পথ অতিক্রম করতে ৮৩ ঘন্টা সময় লাগে ।
  •  ২৪ অক্টোবর, ১৯৮৪ সালে পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতের প্রথম মেট্রোরেল চালু হয় । প্রথমে দমদম ও বেলগাছিয়ার মধ্যে এই ট্রেন চলে ।
  • ভারতীয় রেলে ৪ ধরনের লাইন বা গেজ আছে – (১) ব্রড গেজ (1.67 মিটার চওড়া), (২) মিটারগেজ (1.00 মিটার চওড়া ), (৩) ন্যারো গেজ (0.৭৬২ মিটার চওড়া), (৪) লাইট গেজ (০.৬১০ মিটার চওড়া) ।
  •  মোট রেলপথের প্রায় ৯০ শতাংশ ব্রডগেজ । এর পর 7.9% মিটারগেজ এবং বাকিটা ন্যারোগেজ ও লাইট গেজ ।
  •  ভারতীয় রেলপথ 17 টি বিভাগে বিভক্ত । প্রত্যেকটি বিভাগের একটি করে জেনারেল ম্যানেজার আছে যারা নানা ব্যাপারে রেলওয়ে বোর্ডের কাছে দায়বদ্ধ থাকে ।
  •  উত্তর রেল এর রেলওয়ে জোন গুলি অর্থাৎ অঞ্চল গুলির মধ্যে 10.995 কিমি রেলপথ নিয়ে সর্ববৃহৎ ।
  • উত্তর-পূর্ব সীমান্ত রেলপথ 3860 কিমি দীর্ঘ রেলপথ নিয়ে ক্ষুদ্রতম ।
  • কোঙ্কন রেলওয়েঃ- এটি মহারাষ্ট্র, গোয়া এবং কর্নাটকের মধ্যে দূরত্ব কমাতে একটি প্রকল্প । মহারাষ্ট্রের রোহা- স্টেশন থেকে কর্নাটকের ম্যাঙ্গালোর পর্যন্ত এর মোট রেলপথ 738 কিলোমিটার ।

রেলওয়ে জোন সদর দপ্তর রেলওয়ে জোন সদর দপ্তর
মধ্য মুম্বাই ভিটি পশ্চিম মুম্বাই চার্চগেট
পূর্ব কলকাতা পূর্ব উপকূল ভুবনেশ্বর
উত্তর নতুন দিল্লী পূর্ব- মধ্য হাজিপুর
উত্তর- পূর্ব গোরক্ষপুর উত্তর- মধ্য এলাহাবাদ
উত্তর- পূর্ব সীমান্ত মালি গাঁও উত্তর পশ্চিম জয়পুর
দক্ষিণ চেন্নাই দক্ষিন পশ্চিম বেঙ্গালুরু(জুবলি)
দক্ষিন- মধ্য সেকেন্দ্রাবাদ পশ্চিম- মধ্য জব্বলপুর
দক্ষিন – পূর্ব কলকাতা দক্ষিন-পূর্ব-মধ্য বিলাসপুর
কলকাতা মেট্রো কলকাতা

রেলওয়ে নির্মাণ কারখানা

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসঃ  এটি পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে অবস্থিত এবং এখানে ইলেকট্রিক রেল ইঞ্জিন নির্মিত হয় ।

ডিজেল লোকোমোটিভ ওয়ার্কসঃ  এটি উত্তরপ্রদেশের বারানসিতে অবস্থিত এবং এখানে ডিজেল ইঞ্জিন নির্মাণ হয় ।

ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিঃ  এটি তামিলনাড়ুর পেরামবুদুর-এ অবস্থিত এবং এখানে রেলের কোচ তৈরি হয় ।

হুইল অ্যান্ড অ্যাক্সেল প্লান্টঃ  এটি ইয়ালানকা (বেঙ্গালুরু, কর্ণাটক) তে অবস্থিত এবং এখানে রেলের চাকা ও অ্যাক্সেল তৈরি হয় ।

ডিজেল কম্পনেন্ট ওয়ার্কসঃ  এটি পাঞ্জাবি পাতিয়ালা তে অবস্থিত এবং এখানে ডিজেল ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরি হয় ।

রেল কোচ ফ্যাক্টরি(১৯৮৮):  এটি পাঞ্জাবের কাপুরথালা- তে অবস্থিত এবং এখানে রেলের কোচ তৈরি হয়।


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Click Here .