Life Science GK Bengali PDF Part - 31
![]() |
Life Science GK Bengali |
৪১)
অশ্রুগ্রন্থি নিঃসৃত অশ্রুতে জীবানুনাশক কোন্ উৎসেচক থাকে ?
উঃ-
লাইসোজাইম ।
৪২)
প্রেসবায়োপিয়া কী ?
উঃ-
বার্ধক্যজনিত ক্ষীণ দৃষ্টিকে প্রেসবায়োপিয়া বলে।
৪৩) আমাদের
ঘ্রাণস্নায়ু কততম করোটিয় স্নায়ু ? উঃ- প্রথম করোটিয় স্নায়ু ।
৪৪) রেটিনা
বা অক্ষিপটে বস্তুর প্রতিচ্ছবি কীভাবে পড়ে ?
উঃ-
উল্টোভাবে ।
৪৫)
বহিকর্ণের বিভিন্ন অংশগুলির নাম কী ?
উঃ- কর্ণছত্র , কর্ণকুহর ও কর্ণপটহ ।
৪৬) কর্ণপটহ
থেকে অন্তঃকর্ণ পর্যন্ত শব্দতরঙ্গ কার মাধ্যমে সঞ্চারিত হয় ?
উঃ- মধ্যকর্ণে অবস্থিত মেলিয়াস , ইনকাস ও
স্টেপিস এর মাধ্যমে ।
৪৭) আমরা
কোন্ শব্দ শুনতে পাই ?
উঃ- যে শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে ২০ থেকে ২০০০
বারের মধ্যে সেই শব্দ আমরা শুনতে পাই ।
৪৮) চোখের
কোন্ স্তর আলোেক প্রতিফলন রোধ করে ?
উঃ- কৃষ্ণমণ্ডল বা কোরয়েড ।
৪৯)
অর্ধবৃত্তাকার নালীগুলির স্ফীত সংযোগস্থলকে কী বলে ?
উঃ-
অ্যাম্পুলা।
৫০)
স্বাদকোরককে কী রকম গ্রাহক বলে ?
উঃ- রসায়ন গ্রাহক বা কেমোরিসেপ্টর ।
৫১)
ব্যাসিলার পর্দা কী ?
উঃ- ককলিয়ার ভেতর যে পর্দার উপর শ্রুতিগ্রাহক
যন্ত্র ( কর্টি গড়যন্ত্র ) অবস্থিত থাকে , তাকে ব্যাসিলার পর্দা বলে ৷
৫২)
কর্ণছত্র বা পিনা নেই এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম করো ।
উঃ- তিমি ।
৫৩) ত্বকের
রং নির্ধারণ করে কোন হরমোন ?
উঃ- মেলানিন
নামক এক প্রকার হরমোন।
৫৪) কানের
কোন অংশ শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ?
উঃ- অটোলিথ।
৫৫) চোখের
লেন্সের পিছনের অংশটি যে তরল দ্বারা পূর্ণ থাকে তাকে কি বলে ?
উঃ-
ভিট্রিয়াস হিউমার।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।