Latest

Friday, March 4, 2022

ভারতীয় সংবিধানের অনুকৃত বৈশিষ্ট্য ।। An imitation of the Indian Constitution ।। Free PDF Download

 ভারতীয় সংবিধানের অনুকৃত বৈশিষ্ট্য

ভারতীয় সংবিধানের অনুকৃত বৈশিষ্ট্য


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভারতীয় সংবিধানের অনুকৃত বৈশিষ্ট্য ।। An imitation of the Indian Constitution ।। Free PDF Download ।

আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভারতীয় সংবিধানের অনুকৃত বৈশিষ্ট্য সম্পর্কে । অর্থাৎ অন্যান্য দেশের সংবিধান থেকে ভারতের সংবিধানে indian constitution কি কি বৈশিষ্ট্য গ্রহন করা হয়েছে সেই সম্পর্কে । চলো বন্ধুরা দেখে নাও - indian constitution.

  • ভারতীয় সংবিধানের ৭৫ শতাংশকেই ১৯৩৫ সালের ভারত শাসন আইনের পরিমার্জিত সংস্করণ বলা যায় । কেন্দ্র-রাজ্য সম্পর্ক, জরুরি অবস্থা ঘোষণা সহ বেশকিছু মূল কাঠামো উক্ত আইনের উপর ভিত্তি করে লেখা হয়েছিল ।
  • দেশীয় উৎস ছাড়াও নানা বিদেশী রাষ্ট্রের সংবিধান থেকে সংবিধান প্রণেতারা কিছু বিষয় গ্রহণ করেছিলেন -

ইংল্যান্ডের সংবিধান থেকে গৃহীতঃ-

১। নিয়মতান্ত্রিক প্রধান - রাষ্ট্রপতি (রানীর মত)

২।  মন্ত্রী মণ্ডলীয় পদ্ধতি         

৩। প্রধানমন্ত্রী পদ               

৪। সংসদীয় সরকার ব্যবস্থা

৫। দুই কক্ষ বিশিষ্ট সংসদ      

৬। নিম্নকক্ষ অধিক শক্তিশালী  

৭। মন্ত্রিপরিষদ নিম্নকক্ষের কাছে দায়বদ্ধ 

 ৮। লোকসভার অধ্যক্ষ

৯। একক নাগরিকত্ব ।

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীতঃ-

১। লিখিত সংবিধান             

২। রাষ্ট্রপতি শাসন তান্ত্রিক প্রধান ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক

৩। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি           

৪। মৌলিক অধিকার            

৫। সুপ্রিমকোর্ট

৬। প্রাদেশিক ব্যবস্থা বা রাজ্য গঠন             

৭। আইন আইনগত পুনর্বিবেচনা করার স্বাধীনতা

৮। প্রস্তাবনা                            

৯। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ ।

পূর্ববর্তী সোভিয়েত ইউনিয়ন থেকে গৃহীতঃ-

১। মৌলিক কর্তব্য              

২। পঞ্চবার্ষিকী পরিকল্পনা ।

অস্ট্রেলিয়ার সংবিধান থেকে গৃহীতঃ-

১। সমবর্তী সূচি       

২। প্রস্তাবনার ভাষা    

৩। ব্যবসা-বাণিজ্যের ও আদান প্রদানের ব্যবস্থা ।

জাপানের সংবিধান থেকে গৃহীতঃ-

১। সুপ্রিমকোর্টের কার্যপ্রণালী সংক্রান্ত আইন ।

জার্মানির ওয়েইমার সংবিধান থেকে গৃহীতঃ-

১। জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার খর্ব হওয়া ।

দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে গৃহীতঃ-

১। সংবিধান সংশোধনের পদ্ধতি ।

কানাডার সংবিধান থেকে গৃহীতঃ-

১। যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সঙ্গে কেন্দ্র প্রবণতা

২। কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন এবং কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা ।

আয়ারল্যান্ডের সংবিধান থেকে গৃহীতঃ-

১। রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতির ধারণা                

২। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি

৩। রাষ্ট্রপতি দ্বারা রাজ্যসভার সদস্যদের মনোনয়ন ।


আজকের PDF টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন - To Download PDF Click Here.