Geography GK Prithibi & Sourojogot Part - 3
নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK Prithibi & Sourojogot Part - 3 || ভূগোল জেনারেল নলেজ পৃথিবী ও সৌরজগৎ পর্ব - ৩ || Free PDF Download ।
আজ আমরা ভূগোলের সৌরজগৎ ও পৃথিবী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যা তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষাই অবশ্যই সাহায্য করবে।চলো দেরি না করে দেখেনি আজকের প্রশ্ন - উত্তর...
উঃ- ফোবস (phobas) ও ডেইমস (deimos)।
২২) কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সব থেকে বেশি ?
উঃ- শনি (৮২) ।
২৩) শনির বৃহত্তম উপগ্রহটির নাম কী?
উঃ- ট্রাইটন (Triton)।
২৪) প্লুটোর উপগ্রহের নাম কি?
উঃ- চারন (charon)।
২৫) আয়তনের দিক থেকে পৃথিবী সৌরজগতের কততম গ্রহ ?
উঃ- পঞ্চম।
২৬) পৃথিবীর সর্ব প্রথম সফল মহাকাশচারী কে ?
উঃ- ইউরি গ্যাগারিন
২৭) নীল আর্মস্ট্রং ও এডুইন অলড্রিন কবে চাঁদের মাটিতে পা রেখেছিলেন ?
উঃ-১৯৬৯ খ্রিস্টাব্দের ২১ শে জুলাই।
২৮) বিশ্বের প্রথম মহাকাশচারীর নাম কী ?
উঃ- ভ্যালেন্তিনা তেরেশস্কোভা।
২৯) বিশ্বের প্রথম মহাকাশচারীর নাম কী ?
উঃ- রাকেশ শর্মা।
৩০) প্রথম এভারেস্ট আরোহণ করেন কোন মহিলা ?
উঃ- ক্যাপ্টেন শিপ্রা মজুমদার।
৩১) পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উঃ- মাউন্ট এভারেস্ট।
৩২) পৃথিবীর সব থেকে গভীরতম খাতটির নাম কী ?
উঃ- মারিয়ানা খাত।
৩৩) পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত ?
উঃ- ১২৭৫৭ কিমি।
৩৪) পৃথিবীর মেরু ব্যাস কত ?
উঃ- ১২৭১৪ কিমি।
৩৫) হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় ?
উঃ- ৭৬ বছর অন্তর।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।