Latest

Sunday, March 6, 2022

ভারতীয় সংবিধানে সাম্যের অধিকার ।। Rights of Equality in Indian Constitution ।। Free PDF Download

 ভারতীয় সংবিধানে সাম্যের অধিকার 

ভারতীয় সংবিধানে সাম্যের অধিকার


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভারতীয় সংবিধানে সাম্যের অধিকার ।। Rights of Equality in Indian Constitution ।। Free PDF Download

আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভারতীয় সংবিধান indian constitution সাম্যের অধিকার Rights of Equality সম্পর্কে । তাই বন্ধুরা চলো মন দিয়ে দেখে নাও সাম্যের অধিকার কি বলছে - Rights of Equality

ভারতীয় সংবিধানে সাম্যের অধিকার

  • অনুচ্ছেদ ১৪ আইনের দৃষ্টিতে সমানতা - আইনের দৃষ্টিতে ও আইনের দ্বারা সকল নাগরিকের অধিকার সমানভাবে সংরক্ষিত হবে । রাষ্ট্র কোন ভাবেই তা অস্বীকার করতে পারবে না । কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নন ।
  • যদিও ভারতের সংবিধান আইনের চোখে সমানাধিকার- এর কয়েকটি ব্যতিক্রম অনুমতি দিয়েছে-(১) রাষ্ট্রপতি বা রাজ্যপাল তাদের পদের ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য সম্পাদনের জন্য আদালতের কাছে দায়বদ্ধ থাকবে না । (২) রাষ্ট্রপতি বা রাজ্যপাল স্বপদে বহাল থাকাকালিন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় না । (৩) দুই মাসের আগাম নোটিশ না দিয়ে রাষ্ট্রপতি বা রাজ্যপাল পদে আসীন থাকাকালীন তাদের পদে থাকার আগে বা পদে থাকার পর কোন দেওয়ানী মামলাও দায়ের করা যায় না ।
  • এছাড়া বিদেশি রাষ্ট্রনায়ক ও রাষ্ট্রদূতের ক্ষেত্রেও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কিছু ব্যতিক্রম আছে ।
  • অনুচ্ছেদ ১৫ – ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থান- এর ভিত্তিতে রাষ্ট্র কোন নাগরিকের বিরুদ্ধে বৈষম্য করতে পারবে না । রাষ্ট্র মহিলা ও শিশু, অনুন্নত শ্রেণি এবং তপশীল জাতি ও উপজাতিদের অথবা অর্থনৈতিক দিক বা শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া নাগরিকদের উন্নতির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারবে ।
  • অনুচ্ছেদ ১৬ -- সরকারি চাকরি বা সহকারী পদে নিয়োগের ক্ষেত্রে সকলের সুযোগ থাকবে ।
  • কিন্তু এর ফলে রাষ্ট্রকে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা ও নির্বাচন পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়নি ।
  • কোন রাজ্যের অধীনে কর্ম নিয়োগের ক্ষেত্রে কর্মপ্রার্থীদের সেই রাজ্যের অধিবাসী হতে হবে বলে কোন বিশেষ শ্রেণীর চাকরির ক্ষেত্রে শর্ত আরোপ করা যেতে পারে ।
  • রাষ্ট্র যদি মনে করে রাষ্ট্রের অধীনে কোন চাকরিতে সমাজের অনগ্রসর শ্রেণির নাগরিকদের পর্যাপ্ত প্রতিনিধি নেই, রাষ্ট্র তাহলে তাদের জন্য কোন পদ বা চাকরি সংরক্ষণ করতে পারে ।
  • রাষ্ট্র তপশিলি জাতি ও উপজাতির উন্নয়নের জন্য পদ সংরক্ষণ করতে পারে ।
  • অনুচ্ছেদ ১৭ -- অস্পৃশ্যতা বিলুপ্তকরন -অস্পৃশ্যতা ও এই সংক্রান্ত সমস্ত রকম আচরণ নিষিদ্ধ।
  • অনুচ্ছেদ ১৮ -- উপাধি প্রদান নিষিদ্ধ- সংবিধানে রাষ্ট্রকর্তৃক সামরিক বা বিদ্যাবিষয়ক উপাধি প্রদান নিষিদ্ধ করা হয়েছে ।
  • রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী এবং অন্যান্য সম্মান উপাধি হিসেবে বিবেচিত হয় না, যে উপাধির প্রসঙ্গ সংবিধানের ১৮(১) অনুচ্ছেদ-এ আছে ।
  • ২ নং ধারায় বিদেশি রাষ্ট্রের দ্বারা কোন ভারতীয় নাগরিককে উপাধি প্রদান নিষিদ্ধ করা হয়েছে ।
  • ৩ নং উপধারা অনুযায়ী, কোন বিদেশি যদি রাষ্ট্রের অধীনে কোন লাভজনক পদে আসীন থাকে তাহলে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া তিনি কোন বিদেশী রাষ্ট্রের কাছ থেকে কোন উপাধি গ্রহণ করতে পারবেন না । এই ব্যবস্থা সরকারের প্রতি তাঁর আনুগত্য নিশ্চিত করে ও সরকারি কার্যে বিদেশি রাষ্ট্রের প্রভাব খাটানোর সম্ভাবনা রোধ করে ।
  • এই নিষেধাজ্ঞা অমান্য করার জন্য কোন শাস্তি ব্যবস্থা রাখা হয়নি । অনুচ্ছেদ ১৮ শুধুমাত্র নির্দেশমূলক । যদিও এই নিষেধাজ্ঞা অমান্য করার সংক্রান্ত বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা পার্লামেন্টের কাছে আছে ।

আজকের PDF টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন - To Download PDF Click Here ।



ভারতীয় সংবিধানের তপশীল সমূহ সম্পর্কে জানুন ।