Latest

Friday, March 4, 2022

Geography GK Prithibi & Sourojogot Part - 4 || ভূগোল জেনারেল নলেজ পৃথিবী ও সৌরজগৎ পর্ব - ৪ || Free PDF Download

 Geography GK Prithibi & Sourojogot Part - 4

Geography GK Prithibi & Sourojogot Part - 4



নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK Prithibi & Sourojogot Part - 4 || ভূগোল জেনারেল নলেজ পৃথিবী ও সৌরজগৎ পর্ব - ৪ || Free PDF Download ।

আজ আমরা ভূগোলের সৌরজগৎ ও পৃথিবী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যা তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষাই অবশ্যই সাহায্য করবে।চলো দেরি না করে দেখেনি আজকের প্রশ্ন - উত্তর...



৩৬) পৃথিবী নিজের অক্ষের চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘোরে ?

উঃ- পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে।

৩৭) কোথায় পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি ?

উঃ- নিরক্ষরেখায় ( ১৭০০ কিমি/ ঘন্টা)।

৩৮) পৃথিবীর আবর্তন বেগ কোথায় সবচেয়ে কম?

উঃ- দুই মেরু অঞ্চলে ( প্রায় নেই)।

৩৯) ভারতের নির্মিত (কৃত্রিম) প্রথম উপগ্রহ কোনটি ?

উঃ- আর্যভট্ট।

৪০) ঋতু পরিবর্তন হয় পৃথিবীর কোন গতির কারণে ?

উঃ- বার্ষিক গতির কারণে।

৪১) জোয়ার ভাটা হয় পৃথিবীর কোন গতির কারণে ?

উঃ- আহ্নিক গতির কারণে।

৪২) ফেরেলের সূত্র অনুযায়ী বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে কোন দিক বেঁকে যায় ?

উঃ- ডান দিকে।

৪৩) ফেরেলের সূত্র অনুযায়ী বায়ু প্রবাহ দক্ষিণ গোলার্ধে কোন দিকে বেঁকে যায় ?

উঃ- বাম দিকে।

৪৪) পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত ?

উঃ- প্রায় ৯৬ কোটি কিমি ।

৪৫) পৃথিবী কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে ?

উঃ- প্রায় ৬৬ ১/২° কোণে ।

৪৬) পৃথিবী এক সেকেন্ডে কতখানি পথ অতিক্রম করে ?

উঃ- ৩০ কিমি।

৪৭) নিরক্ষরেখার মান কত?

উঃ- ০° ।

৪৮) কোথায় সূর্য সারাবছর লম্বভাবে কিরণ দেয় ?

উঃ- নিরক্ষরেখার উপর।

৪৯) মহাবিষুব কোন দিনটিতে হয় ?

উঃ- ২১ শে মার্চ (বসন্তকালীন)।

৫০) জলবিষুব কোন দিনটিতে হয় ? 

উঃ- ২৩ শে সেপ্টেম্বর (শরৎকালীন)।


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।