Life Science GK Bengali PDF Part - 32
![]() |
Life Science GK Bengali |
১) ‘হরমোন'
( Hormone ) শব্দটির প্রবর্তক কারা ?
উঃ- বিজ্ঞানী বেইলিস ( Baylis ) ও
স্টারলিং ( Starling ) ।
২) প্রথম আবিষ্কৃত হরমোনটির নাম
কী ?
উঃ- সিক্ৰিটিন ।
৩) ফাইটোহরমোন কাকে বলে ?
উঃ- উদ্ভিদ হরমোনগুলিকে
ফাইটোহরমোন বলে ।
৪) জিব্বারেলিনের রাসায়নিক নাম
কী ?
উঃ- জিব্বারেলিক অ্যাসিড বা GA ।
৫) একটি নাইট্রোজেনযুক্ত আম্লিক
উদ্ভিদ হরমোনের নাম লেখো ।
উঃ- অক্সিন ।
৬) একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের
নাম করো ।
উঃ- কাইনিন ।
৭) MCPA- এর পুরো
নাম কী ?
উঃ- মিথাইল ক্লোরোফেনক্সাইসেটিক
অ্যাসিড।
৮) 2 , 4 - D- এর পুরো নাম কী ?
উঃ- 2 , 4 ডাই
ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড ।
৯) একটি টারপেনয়েড জাতীয় উদ্ভিদ
হরমোনের নাম করো ।
উঃ- জিব্বারেলিন ।
১০) একটি নাইট্রোজেনবিহীন আম্লিক
উদ্ভিদ হরমোনের নাম লেখো ।
উঃ- জিব্বারেলিন ।
১১) GA3 - এর সম্পূর্ণ
নাম কী ?
উঃ- জিব্বারেলিক অ্যাসিড ।
১২) কোন্ ছত্রাক থেকে প্রথম
জিব্বারেলিন আবিষ্কৃত হয় ?
উঃ- জিব্বারেল্লা ফুজিকোরই নামক
ছত্রাক থেকে । ১৩) একটি অ্যান্টি - অক্সিনের নাম লেখো ।
উঃ- ট্রাইআয়োডো বেনজোয়িক
অ্যাসিড ( TIBA ) ।
১৪) একটি অ্যান্টিজিব্বারেলিনের
নাম করো ।
উঃ- ক্লোরোকোলাইন ক্লোরাইড ( CCC ) ।
১৫) উদ্ভিদের অপরিণত অঙ্গের মোচন
রোধ করার জন্য কোন কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয় ?
উঃ- 2, 4 – D ও NAA
( ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড ) নামক কৃত্রিম অক্সিন ।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।