Latest

Thursday, March 3, 2022

Preamble of the Indian Constitution ।। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ।। Free Pdf Download

 Preamble of the Indian Constitution

Preamble of the Indian Constitution


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Preamble of the Indian Constitution ।। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ।। Free Pdf Download ।

বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভারতের সংবিধানের প্রস্তাবনা prostabona নিয়ে কিছু তথ্য । Indian Constitution আশা করছি তোমাদের কাজে আসবে । Indian Constitution

সংবিধানের প্রস্তাবনা

  • এটি সংবিধানের একটি মুখবন্ধ । প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ নয় । প্রস্তাবনার মধ্যে নিহিত ভাবের ভিত্তিতে সংবিধানের বিশ্লেষণ ও ব্যাখ্যা হয়ে থাকে ।
  • পণ্ডিত নেহেরু যে উদ্দ্যেশ সংকল্প’ এর কথা বলেছিলেন এবং সংবিধান সভা যা অনুমোদন করেছিল, সেটাই পরবর্তীকালে প্রস্তাবনায় রূপ লাভ করে ।

প্রস্তাবনায় বলা হয়ঃ

“ আমরা ভারতের জনগন ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং এর সকল নাগরিক যাতে; সামাজিক বিচার, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তার, অভিব্যক্তি, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা; প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিত ভাবে লাভ করেন এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা, জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাস ও ভাতৃভাব জাগ্রত হয়; সেজন্য সত্যনিষ্ঠার সাথে সংকল্প করে আজ ২৬ শে নভেম্বর ১৯৪৯ তারিখে এতদ্দ্বারা এই সংবিধান গ্রহন করছি, বিধিবদ্ধ করছি ও আমাদের অর্পণ করছি এই সংবিধানে ।”

  • সংবিধানের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছিল ।
  • ‘সমাজতান্ত্রিক’, ধর্মনিরপেক্ষ, এবং ‘জাতীয় সংহতি’- প্রস্তাবনার এই তিনটি ১৯৭৬ সালের ৮২ তম সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে ।
  • সার্বভৌম কথাটির অর্থ হল ভারত অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যাপারে নীতি নির্ধারণের ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন । সমাজতান্ত্রিক মানে অর্থ ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ । ধর্মনিরপেক্ষ মানে সকল ধর্মের প্রতি নিরপেক্ষ থাকা । গণতান্ত্রিক মানে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা রাষ্ট্র পরিচালনা । সাধারণ মানে সেখানে রাজা বা রাজতন্ত্রের কোনো স্থান নেই ।
  • প্রস্তাবনা আদালতে উত্থাপন ও প্রয়োগ করা যায় না ।

আজকের PDF টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন - To Download PDF Click Here.


ভারতীয় সংবিধানে গণপরিষদ সম্পর্কে জানুন ।