Preamble of the Indian Constitution
নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Preamble of the Indian Constitution ।। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ।। Free Pdf Download ।
বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভারতের সংবিধানের প্রস্তাবনা prostabona নিয়ে কিছু তথ্য । Indian Constitution আশা করছি তোমাদের কাজে আসবে । Indian Constitution
সংবিধানের প্রস্তাবনা
- এটি সংবিধানের একটি মুখবন্ধ । প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ নয় । প্রস্তাবনার মধ্যে নিহিত ভাবের ভিত্তিতে সংবিধানের বিশ্লেষণ ও ব্যাখ্যা হয়ে থাকে ।
- পণ্ডিত নেহেরু যে উদ্দ্যেশ সংকল্প’ এর কথা বলেছিলেন এবং সংবিধান সভা যা অনুমোদন করেছিল, সেটাই পরবর্তীকালে প্রস্তাবনায় রূপ লাভ করে ।
প্রস্তাবনায় বলা হয়ঃ
“ আমরা ভারতের জনগন ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং এর সকল নাগরিক যাতে; সামাজিক বিচার, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তার, অভিব্যক্তি, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা; প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিত ভাবে লাভ করেন এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা, জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাস ও ভাতৃভাব জাগ্রত হয়; সেজন্য সত্যনিষ্ঠার সাথে সংকল্প করে আজ ২৬ শে নভেম্বর ১৯৪৯ তারিখে এতদ্দ্বারা এই সংবিধান গ্রহন করছি, বিধিবদ্ধ করছি ও আমাদের অর্পণ করছি এই সংবিধানে ।”
- সংবিধানের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছিল ।
- ‘সমাজতান্ত্রিক’, ধর্মনিরপেক্ষ, এবং ‘জাতীয় সংহতি’- প্রস্তাবনার এই তিনটি ১৯৭৬ সালের ৮২ তম সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে ।
- সার্বভৌম কথাটির অর্থ হল ভারত অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যাপারে নীতি নির্ধারণের ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন । সমাজতান্ত্রিক মানে অর্থ ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ । ধর্মনিরপেক্ষ মানে সকল ধর্মের প্রতি নিরপেক্ষ থাকা । গণতান্ত্রিক মানে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা রাষ্ট্র পরিচালনা । সাধারণ মানে সেখানে রাজা বা রাজতন্ত্রের কোনো স্থান নেই ।
- প্রস্তাবনা আদালতে উত্থাপন ও প্রয়োগ করা যায় না ।
আজকের PDF টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন - To Download PDF Click Here.