Latest

Wednesday, March 2, 2022

Geography GK Prithibi & Sourojogot Part - 2 || ভূগোল জেনারেল নলেজ পৃথিবী ও সৌরজগৎ পর্ব - ২ || Free PDF Download

 Geography GK Prithibi & Sourojogot Part - 2

Geography GK Prithibi & Sourojogot Part - 2


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK Prithibi & Sourojogot Part - 2 || ভূগোল জেনারেল নলেজ পৃথিবী ও সৌরজগৎ পর্ব - ২ || Free PDF Download ।

আজ আমরা ভূগোলের সৌরজগৎ ও পৃথিবী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যা তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষাই অবশ্যই সাহায্য করবে।চলো দেরি না করে দেখেনি আজকের প্রশ্ন - উত্তর...


১১) সৌরজতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি ?

উঃ- প্লুটো (প্লুটো কে গ্রহ হিসেবে না ধরা হলে নেপচুন) ।

১২) নীল গ্রহ কাকে বলা হয় ?

উঃ- পৃথিবীকে।

১৩) সৌরজগতের সবচেয়ে বড়ো প্রাকৃতিক উপগ্রহটির নাম কি ?

উঃ- গ্যানিমেড (বৃহস্পতির উপগ্রহ)।

১৪) কোন উপগ্রহ গুলিকে গ্যালিলিও উপগ্রহ বলা হয় ?

উঃ- আয়ো, ইউরোপা, ক্যালিস্টো, গ্যানিমেড (এগুলি বৃহস্পতির উপগ্রহ)।

১৫) সূর্য ছাড়া অপর একটি কাছের নক্ষত্রের নাম কি ?

উঃ- আলফা সেন্টরাই।

১৬) গ্যাস দানব নামে পরিচিত কোন দুটি গ্রহ?

উঃ- বৃহস্পতি ও শনি (হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত)।

১৭) তুষার দৈত্য নামে পরিচিত কোন দুটি গ্রহ ?

উঃ- ইউরেনাস ও নেপচুন।

১৮) সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির কত সময় লাগে ?

উঃ- প্রায় ১২ বছর।

১৯) সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের কত সময় লাগে ?

উঃ- ৮৮ দিন।

২০) সৌরজগৎ - এ বামাবর্তে ঘোরে কোন গ্রহ ?

উঃ- শুক্র।


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।