CONSTITUENT ASSEMBLY OF INDIAN CONSTITUTION
নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি CONSTITUENT ASSEMBLY OF INDIAN CONSTITUTION || ভারতীয় সংবিধানে গণপরিষদ।। Free Pdf Download ।
নমস্কার বন্ধুরা যে কোনও প্রথম সারির প্রতিযোগিতামূলক পরিক্ষায় ভারতের সংবিধান থেকে প্রশ্ন আসে । গণপরিষদে সংবিধানের খসড়া রচিত ও গৃহীত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করলাম - constituent assembly of indian constitution .
উঃ এম এন রায় ।
২। “The Constitution of free India must be farmed, without outside interference, by a Constituent Assembly elected on the basis of adult franchise”- কে ঘোষণা করেন ?
উঃ জওহরলাল নেহেরু ।
৩। কোন ঘোষণার দ্বারা ব্রিটিশ সরকার গণপরিষদ গঠনের দাবী মেনে নেয় ?
উঃ অগস্ট অফার ।
৪। কোন পরিকল্পনা দ্বারা গণপরিষদ গঠিত হয়েছিল ?
উঃ ক্যাবিনেট মিশন পরিকল্পনা ।
৫। গণপরিষদ কতজন সদস্য নিয়ে গড়ে ওঠে ?
উঃ ৩৮৯ জন ।
৬। গণপরিষদে কত জন নির্বাচিত সদস্য ছিল ?
উঃ ২৯৬ জন ।
৭। মুখ্য কমিশনের প্রদেশ গুলি থেকে কতজন নির্বাচিত সদস্য গণপরিষদে ছিলেন ?
উঃ ৪ জন ।
৮। গণপরিষদে কংগ্রেসের কতজন নির্বাচিত সদস্য ছিল ?
উঃ ২০৮ জন ।
৯। বিভাজনের পূর্বে গণপরিষদে মুসলিম লিগের কতজন সদস্য ছিল ?
উঃ ৭৩ জন ।
১০। গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয় ?
উঃ ৯ই ডিসেম্বর ১৯৪৬ ।
১১। গণপরিষদের অস্থায়ী সভাপতি কে নির্বাচিত হন ?
উঃ সচ্চিদানন্দ সিনহা ।
১২। ডঃ রাজেন্দ্রপ্রসাদ কবে গণপরিষদের স্থায়ী সভাপতি হন ?
উঃ ১১ ই ডিসেম্বর, ১৯৪৬ ।
১৩। গণপরিষদের উপ্সভাপতি কে ছিলেন ?
উঃ এইচ সি মুখার্জী ।
১৪। গণপরিষদের সদস্যদের নির্বাচন পদ্ধতি কি ছিল ?
উঃ অপ্রত্যক্ষ (Indirect) ।
১৫। “Objectives Resolution” কে উত্থাপন করেন ?
উঃ জওহরলাল নেহেরু ।
১৬। গণপরিষদে কটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ ১১ টি ।
১৭। গণপরিষদে ‘Objectives Resolution’ কবে উত্থাপিত হয় ?
উঃ ১৩ ই ডিসেম্বর ১৯৪৬ ।
১৮। গণপরিষদের খসড়া কমিটি কবে গঠন করা হয় ?
উঃ ২৯ আগস্ট, ১৯৪৭ ।
১৯। গণপরিষদের খসড়া কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত ?
উঃ ৭ জন ।
২০। সংবিধানের প্রথম খসড়া কবে প্রকাশিত হয় ? উঃ ১৯৪৮ এর ফ্রেব্রুয়ারিতে ।
উঃ ১৯৪৮ এর ফ্রেব্রুয়ারিতে ।
২১। সংবিধানের দ্বিতীয় খসড়া কবে প্রকাশিত হয় ?
উঃ ১৯৪৮ এর অক্টোবরে ।
২২। কাকে ‘ভারতীয় সংবিধানের জনক’ আখ্যা দেওয়া হয় ?
উঃ ডঃ বি আর আম্বেদকর ।
২৩। ‘The Constituent Assembly was a one party body in an essentially one-party country. The Assembly was the Congress and the Congress was India.’ – উক্তিটি কার ?
উঃ ঐতিহাসিক গ্র্যানভিলে অস্টিন ।
২৪। গণপরিষদকে ‘a body of Hindustans’ নামে কে অভিহিত করেছেন ?
উঃ ভিসকাউন্ট সাইমন ।
২৫। কবে জাতীয় পতাকা গৃহীত হয় ?
উঃ ২২ জুলাই ১৯৪৭ ।
২৬। সংবিধানে উল্লিখিত নাগরিকতা ও নির্বাচন – এই দুটি কবে থেকে কার্যকর হয় ?
উঃ ২৬ নভেম্বর ১৯৪৯ ।
২৭। সংবিধান কবে গৃহীত হয় ?
উঃ ২৬ নভেম্বর ১৯৪৯ ।
২৮। কবে জাতীয় সংগীত গৃহীত হয় ?
উঃ ২৪ জানুয়ারি , ১৯৫০ ।
২৯। ভারতের সংবিধান কবে কার্যকর হয় ?
উঃ ২৬ জানুয়ারি ১৯৫০ ।
আজকের pdf টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Click Here ।