Life Science GK Bengali PDF Part - 30
![]() |
Life Science GK Bengali |
২১)
শ্রবণেন্দ্রিয় কোনটি ?
উঃ- কর্ণ।
২২) শ্রবণ
ছাড়া কর্ণের আর একটি কাজ কি ?
উঃ- দেহের
ভারসাম্য রক্ষা করা।
২৩)
মধ্যকর্ণে অবস্থিত অস্থি তিনটির নাম কি ?
উঃ-
মেলিয়াস, ইনকাস
ও স্টেপিস।
২৪) কোন
স্নায়ুর মাধ্যমে শব্দতরঙ্গ মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে প্রেরিত হয় ?
উঃ- অডিটরি
স্নায়ু।
২৫) আমাদের
দেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি ?
উঃ-
স্টেপিস।
২৬) শ্ৰুতি
গ্রাহক যন্ত্রটি কোথায় অবস্থিত ?
উঃ- কর্ণের ককলিয়ার মধ্যে ।
২৭) অটোলিথ
কোথায় অবস্থিত ?
উঃ- কর্ণের অর্ধবৃত্তাকার নালির মধ্যে ।
২৮) ঘ্রাণেন্দ্রিয় কোন্টি ?
উঃ- নাসিকা
।
২৯) নাসিকার
কোন্ অংশটি ঘ্রাণ গ্রাহকরূপে কাজ করে ?
উঃ-
অলফ্যাক্টরি এপিথিলিয়াম ৷
৩০) কর্ণ
থেকে কোন্ স্নায়ু ,
শব্দ-অনুভূতি মস্তিষ্কে বহন করে ?
উঃ- অডিটরি
স্নায়ু ।
৩১) নাসিকা
থেকে কোন্ স্নায়ু ঘ্রাণ অনুভূতি বহন করে ?
উঃ- অলফ্যাক্টরি স্নায়ু ।
৩২)
স্বাদেন্দ্রিয় কোনটি ?
উঃ- জিহ্বা
।
৩৩) কোন্
স্বাদ জিহ্বার সর্বাংশে গৃহীত হয় ?
উঃ- নোন্তা
এবং ঝাল ।
৩৪)
মেরুদণ্ডী প্রাণীর স্পর্শেন্দ্রিয় কোন্টি ?
উঃ- ত্বক বা
চর্ম ।
৩৫)আমাদের
ত্বকে কী কী গ্রন্থি থাকে ?
উঃ- ঘর্ম
গ্রন্থি এবং স্বেদ গ্রন্থি ।
৩৬) রেটিনা
কোথায় থাকে ?
উঃ- অক্ষিগোলকে ।
৩৭)
স্বাদ-কোরক কোথায় থাকে ?
উঃ- জিহ্বার
উপরিভাগে ।
৩৮) মানুষের
চোখে তারারন্ধ্রের কাজ কী ?
উঃ- চোখে
আলো প্রবেশ নিয়ন্ত্রণ করা হল তারারন্ধ্রের প্রধান কাজ ।
৩৯)
অচ্ছোদপটল বা কর্ণিয়া কোন্ অঙ্গে পাওয়া যায় ?
উঃ- চোখে
পাওয়া যায় ।
৪০) মানব
চক্ষুতে অচ্ছোদপটল বা কর্ণিয়ার কাজ কী ?
উঃ-
প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করা ।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।