Latest

Sunday, March 13, 2022

ভারতীয় সংবিধানের ভাগ ।। Part of the Indian Constitution ।। Free PDF Download

 ভারতীয় সংবিধানের ভাগ 

ভারতীয় সংবিধানের ভাগ


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভারতীয় সংবিধানের ভাগ ।। Part of the Indian Constitution ।। Free PDF Download

সংবিধানের ভাগ

ভাগ - ১ (অনুচ্ছেদ ১-৪)

ভারতের রাজ্যক্ষেত্র, নতুন রাজ্য গঠন, রাজ্যের নাম পরিবর্তন ইত্যাদি

ভাগ - ২ (অনুচ্ছেদ ৫-১১)

নাগরিকদের বিভিন্ন অধিকার

ভাগ - ৩ (অনুচ্ছেদ ১২-৩৫)

ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার (অনুচ্ছেদ ৩১ - সম্পত্তির অধিকার - ৪৪তম সংশোধনী ধারা বাতিল )

ভাগ – ৪ (অনুচ্ছেদ ৩৬-৫১)

রাষ্ট্রপরিচালনায় নির্দেশমূলক নীতি

ভাগ – ৪ ক (অনুচ্ছেদ ৫১ক)

নাগরিকদের কর্তব্য ১৯৭৬ সালের ৪২তম সংশোধনীর মাধ্যমে যুক্ত

ভাগ – ৫(অনুচ্ছেদ ৫২-১৫১)

কেন্দ্রীয় সহকারী নির্বাহিকবর্গ (কাজ ও কর্তব্য –প্রধানমন্ত্রী, মন্ত্রী, রাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল, পার্লামেন্ট - লোকসভা ও রাজ্যসভা, কন্ট্রোলার ও অডিটর জেনারেল )

ভাগ – ৬ (অনুচ্ছেদ ১৫২-২৩৭)

রাজ্যভিত্তিক সরকার (অনুচ্ছেদ ১৫২ জম্মু-কাশ্মীর কে সাধারণ রাজ্যের শ্রেণী থেকে মুক্ত করেছে ) কর্তব্য ও ক্ষমতা-  মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী মন্ডলী, রাজ্যপাল, রাজ্য বিধানসভা, হাই কোর্ট, অ্যাডভোকেট জেনারেল

ভাগ - ৭ (অনুচ্ছেদ ২৩৮)

রাজ্য শাসন ব্যবস্থা- ১৯৫৬ সালের ৭ নম্বর সংশোধনের মাধ্যমে সংযোজিত

ভাগ - ৮ (অনুচ্ছেদ ২৩৯-২৪১)

কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন

ভাগ – ৯

দুটি ভাগে বিভক্ত-

(১) ১৯৯২ সালের ৭৩তম সংশোধনীর মাধ্যমে যুক্ত তপশীল ৭ নামে একটি নতুন তফশিল যাতে পঞ্চায়েতিরাজ সম্পর্কে ২৯ টি বিষয় আছে (এদের প্রশাসনিক ক্ষমতা দেওয়াহয়েছে)

(২) ১৯৯২ সালের ৭৪তম সংশোধনীর মাধ্যমে যুক্ত তপশিল ১২ নামে একটি নতুন তফশিল যাতে মিউনিসিপালিটি সম্পর্কে ১৮ টি বিষয় আছে (এদের প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে ) ।

ভাগ – ১০ (অনুচ্ছেদ ২৪৪, ২৪৪ ক)

তপশীল অঞ্চল ও উপজাতি অঞ্চলের প্রশাসন

ভাগ – ১১ (অনুচ্ছেদ ২৪৫-২৬৩)

কেন্দ্র ও রাজ্য গুলির মধ্যে সম্পর্ক

ভাগ – ১২ (অনুচ্ছেদ ২৪৬-৩০০ এ)

কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে রাজস্ব বন্টন নীতি, অর্থ কমিশনের নিয়োগ(অনুচ্ছেদ ২৮০), চুক্তি, দায়-দায়িত্ব ইত্যাদি

ভাগ – ১৩ (অনুচ্ছেদ ৩০১-৩০৭)

ভারতের রাজ্যের সর্বত্র ব্যবসা-বাণিজ্য ও আদানপ্রদান

ভাগ – ১৪ (অনুচ্ছেদ ৩০৮-৩২৩)

ইউ. পি. এস. সি এবং পাবলিক সার্ভিস কমিশন

ভাগ – ১৪ এ (অনুচ্ছেদ ৩২৩ এ-৩২৩ বি)

১৯৭৬ সালের ৪২তম সংশোধনীর মাধ্যমে সংযোজিত কেন্দ্রীয়, রাজ্য ও স্থানীয় সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত কোন অভিযোগ বা বিতর্কের শুনানির জন্য একটি প্রশাসনিক ন্যায়পীঠ ভারতের সংসদ গঠন করবে

ভাগ – ১৫ (অনুচ্ছেদ ৩২৪-৩২৯)

নির্বাচন সংক্রান্ত (এছাড়া নির্বাচন কমিশন )

ভাগ – ১৬ (অনুচ্ছেদ ৩৩০-৩৪২)

তপশীল জাতি ও উপজাতি এবং অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য বিশেষ ব্যবস্থা

ভাগ – ১৭ (অনুচ্ছেদ ৩৪৩-৩৫১)

সরকারি ভাষা

ভাগ – ১৮ (অনুচ্ছেদ ৩৫২-৩৬০)

জরুরি অবস্থার বিধান

ভাগ – ১৯ (অনুচ্ছেদ ৩৬১-৩৬৭)

সরকারি কাজের জন্য ফৌজদারি মামলা থেকে রাষ্ট্রপতি ও রাজ্যপালের রেহাই লাভ ।

ভাগ – ২০ (অনুচ্ছেদ ৩৬৮)

সংবিধান সংশোধন সংক্রান্ত

ভাগ – ২১ (অনুচ্ছেদ ৩৬৯-৩৯২)

(অনুচ্ছেদ ৩৬৯ পার্লামেন্টকে সাময়িকভাবে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা দিয়েছে) ।

(অনুচ্ছেদ ৩৭০ জম্মু ও কাশ্মীরের জন্য অস্থায়ী বিশেষ বিধান আছে - উক্ত রাজ্যের জন্য পার্লামেন্ট সাধারণত আইন প্রণয়ন করতে পারে না) ।

( অনুচ্ছেদ ৩৭০ – ৩৭১ এ, ৩৭১বি, ৩৭১সি, ৩৭১ডি, ৩৭১ই, ৩৭১এফ, ৩৭১জি, ৩৭১এইচ, ৩৭১আই – মহারাষ্ট্র, নাগাল্যান্ড, আসাম, মনিপুর, অন্ধ্রপ্রদেশ, সিকিম, মিজোরাম, অরুণাচল, প্রদেশ ও গোয়ার জন্য বিশেষ বিধান) ।

ভাগ – ২২ (অনুচ্ছেদ ৩৯৩-৩৯৫)

অনু শিরোনাম(শর্ট টাইটেল), সংবিধানের প্রবর্তন ও অনুচ্ছেদ বাতিলকরণের তালিকা ।


আজকের PDF টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন - Download PDF Click Here 

ভারতীয় সংবিধানের ভাগ সম্পর্কে জানুন