Latest

Sunday, March 27, 2022

Geography GK in Bengali PDF Part - 17।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৭

 Geography GK in Bengali PDF Part - 17

Geography GK in Bengali PDF Part - 17


হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 17 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৭ ।

বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -

দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -


221. ঘূর্ণবাতের প্রভাবে যে বৃষ্টি হয়, তাকে কী বলে ?

উত্তরঃ- ঘূর্ণবৃষ্টি ।

222. দিনের কোন সময়ে আপেক্ষিক আর্দ্রতা বেশি হয় ?

উত্তরঃ- ভোরবেলায় ।

223. কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তাকে কী বলে ?

উত্তরঃ- নিরপেক্ষ বা চরম আর্দ্রতা ।

224. 2012 কোন্ এককের দ্বারা চরম আর্দ্রতা প্রকাশ করা হয় ?

উত্তরঃ- গ্রাম / ঘনসেমি ।

225. নির্দিষ্ট চাপে যে উন্নতায় জল বরফে পরিণত হয়, তাকে কী বলে ?

উত্তরঃ- হিমাঙ্ক ।

226. সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড় - এর নাম লেখো ।

উত্তরঃ- জাপান ও চিনসাগরে টাইফুন ।

227. কোন্ স্থানীয় বায়ুকে ‘স্নো - ইটার’ বা ‘তুমার ভক্ষক’ বলে ?

উত্তরঃ- চিনুক ।

228. ‘ঘূর্ণিবাতের চক্ষু’ কোন্ ধরনের ঘূর্ণবাতে সৃষ্টি হয় ?

উত্তরঃ- ক্রান্তীয় ঘূর্ণিবাত ।

229. TOWN কোন্ দুই মাসে বায়ুচাপের সর্বাধিক পার্থক্য পরিলক্ষিত হয় ?

উত্তরঃ- জানুয়ারি ও জুলাই মাসে ।

230. ক্রান্তীয় উচ্চচাপ বলয়ের অবস্থান উল্লেখ করো ।

উত্তরঃ- উভয় গোলার্ধে ২৫ ° –৩৫ ° অক্ষাংশের মধ্যে ।

231. পৃথিবীর আবর্তনের প্রভাবে প্রবাহিত বায়ুর ওপর যে শক্তি কাজ করে তাকে কী বলে ?

উত্তরঃ- কোরিওলিস বল ।

232. কার নামানুসারে ফেরেলের সূত্রের নামকরণ করা হয় ?

উত্তরঃ- বিজ্ঞানী উইলিয়াম ফেরেল ।

233. সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ কত ?

উত্তরঃ- ১০১৩.২৫ মিলিবার ।

234. দুটি ক্রান্তীয় মরুভূমির নাম লেখো ।

উত্তরঃ- আফ্রিকার সাহারা ও উত্তর আমেরিকার সোনেরান ।

235. দুটি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ দাও ।

উত্তরঃ- বোরা ও মিস্ট্রাল ।

236. সিরোক্কো বায়ু কোথায় প্রবাহিত হয় ?

উত্তরঃ- সাহারা মরুভূমিতে ।

237. সিরোক্কো মিশরে কী নামে পরিচিত ?

উত্তরঃ- খামসিন ।

238. উত্তর - পূর্ব ভারতে উষ্ণ গরম বাতাস কী নামে পরিচিত ?

উত্তরঃ- লু ।

239. পম্পাস তৃণভূমির উপর দিয়ে বাহিত শীতল বাতাসটির নাম কী ?

উত্তরঃ- পম্পেরো ।

240. বায়ুর দিক নির্ণয় কোন্ যন্ত্রে নির্ধারণ করা হয় ?

উত্তরঃ- বাতপতাকা ।


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।


ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৬ দেখতে ক্লিক করুন ।