Latest

Monday, March 21, 2022

Life Science GK Bengali PDF Part - 46 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৪৬

 Life Science GK Bengali PDF Part - 46

Life Science GK Bengali PDF Part - 46
Life Science GK Bengali

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 46 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৪৬

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের স্নায়ুতন্ত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।

Life Science GK Bengali Snayutontro



৩১) একটা সংজ্ঞাবহ স্নায়ুর উদাহরণ দাও ।

উঃ- অপটিক স্নায়ু ।

৩২) একটা চেষ্টীয় স্নায়ুর উদাহরণ দাও ।

উঃ- অকিউলোমোটর ।

৩৩) একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও ।

উঃ- ভেগাস ।

৩৪) মায়েলিন আবরণী কোথায় থাকে ?

উঃ- অ্যাক্সনে ।

৩৫) দুটি নিউরোনের মিলনস্থলে যে তরল পদার্থ থাকে তাকে কী বলে ?

উঃ- নিউরোহিউমর ।

৩৬) অ্যাসিটাইল কোলিন কোথায় তৈরি হয় ?

উঃ- প্রাকসিন্নিধি ঝিল্লি বা প্রি - সাইন্যাপ্‌টিক নবের সাইন্যাপটিক ভেসিকলে ।

৩৭) বিজ্ঞানী প্যাভলভ প্রতিবর্ত ক্রিয়াকে কী কী নামে ভাগ করেছেন ?

উঃ- সহজাত প্রতিবর্ত এবং অভ্যাসমূলক প্রতিবর্ত । ৩৮) চোখে হঠাৎ উজ্জ্বল আলো পড়লে চোখ দুটি তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় — এটা কী ধরনের প্রতিবর্ত ?

উঃ- সহজাত এবং সরল প্রতিবর্ত ।

৩৯) জন্মের সঙ্গে সঙ্গে শিশুর স্তন্যপানের ইচ্ছা — এটা কী ধরনের প্রতিবর্ত ?

উঃ- সহজাত বা শর্তবিহীন প্রতিবর্ত ।

৪০) শিশুদের হাঁটতে শেখা — কী ধরনের প্রতিবর্ত ?

উঃ- অভ্যাসমূলক প্রতিবর্ত ।

৪১) ব্যাঙের শিকার ধরা — কী ধরনের প্রতিবর্ত ?

উঃ- জটিল প্রতিবর্ত ।

৪২) C N S - এর পুরো নাম কী ?

উঃ‌- সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ( Central Nervous System ) ।

৪৩) C S F - এর পুরো নাম কী ?

উঃ- সেরিব্রো স্পাইনাল ফ্লুইড ( Cerebro Spinal Fluid ) ।

৪৪) দুটি উদ্দীপকধর্মী নিউরোট্রান্সমিটারের নাম করো ।

উঃ- অ্যাসিটাইল কোলিন , নর - অ্যাড্রিনালিন ।

৪৫) দুটি প্রতিরোধকধর্মী নিউরোট্রান্সমিটারের নাম করো ।

উঃ- গ্লাইসিন , গামা - অ্যামিনো বিউটারিক অ্যাসিড ( GABA )।

Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here