ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা
রাষ্ট্রপতির
ক্ষমতা(Power of President) part-2
জরুরি ক্ষমতা(Emergency Power) :
১। জাতীয় জরুরি অবস্থা (অনুচ্ছেদ ৩৫২)
v যুদ্ধ বহিরাক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের কারণে ভারতের কোন
অংশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা
করতে পারেন ।
v এই জরুরি অবস্থা রাষ্ট্রপতি ক্যাবিনেটের লিখিত সুপারিশক্রমে
ঘোষণা করে থাকেন ।
v জরুরি অবস্থার ঘোষণা এক মাসের মধ্যে পার্লামেন্ট কর্তৃক
অনুমোদিত হতে হবে । অনুমোদন পাওয়ার পর এই ঘোষণা ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে ।
v প্রতি ছয় মাস অন্তর পার্লামেন্টের অনুমোদনক্রমে এই জরুরি
অবস্থা অনির্দিষ্টকাল চালু রাখা যেতে পারে ।
v এখনো পর্যন্ত তিনবার এই ধরনের জরুরি অবস্থা ঘোষিত হয়েছে –
১৯৬২, ১৯৭১ এবং ১৯৭৫ সালে ।
v এই সময়ে রাষ্ট্রপতি অনুচ্ছেদ ২০ এবং ২১ ছাড়া অন্যান্য
মৌলিক অধিকার গুলি খর্ব করতে পারেন ।
v অভ্যন্তরীণ জরুরি অবস্থার সময় না হলেও বহিরাগত কারণে জরুরি
অবস্থার সময়ই একমাত্র অনুচ্ছেদ ১৯-তে বর্ণিত মৌলিক অধিকার খর্ব করা যায় ।
v জাতীয় জরুরি অবস্থার সময় রাজ্য তালিকাভুক্ত বিষয়ে
পার্লামেন্ট আইন প্রবর্তন করতে পারেন ।
২। রাজ্যে জরুরি অবস্থা (অনুচ্ছেদ
৩৫৬) :
v রাজ্যে যখন তখন পরিস্থিতির উদ্ভব হয় যে সেখানে সংবিধান
অনুযায়ী শাসন চালানো যায় না । যখন উক্ত রাজ্যের রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে
রাষ্ট্রপতি এই মর্মে নিশ্চিত হন সে সংবিধানের বিধান অনুযায়ী উক্ত রাজ্যে সরকার
চালানো সম্ভব নয় তাহলে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে ।
v এই ধরনের জরুরি অবস্থা ঘোষণা দুই মাসের মধ্যে পার্লামেন্ট
কর্তৃক অনুমোদিত হতে হবে এবং অনুমোদন পাওয়ার পর এই ঘোষণা ছয় মাস পর্যন্ত কার্যকর
থাকবে ।
v প্রতি ছয় মাস অন্তর পার্লামেন্টের অনুমোদনক্রমে এই বাবস্থা
সর্বাধিক তিন বছর পর্যন্ত কার্যকর করা যায় ।
v রাষ্ট্রপতির পক্ষে রাজ্যপাল রাষ্ট্রপতি বা রাজ্যের
মুখ্যসচিব এর দ্বারা নিযুক্ত পরামর্শদাতাদের সাহায্যে উক্ত রাজ্যের শাসন ব্যবস্থা
চালাবেন ।
v রাজ্যে রাষ্ট্রপতি শাসন এ পর্যন্ত একশত বারেরও বেশি বার প্রযোজ্য
হয়েছে ।
৩। অর্থনৈতিক জরুরি অবস্থা (অনুচ্ছেদ
৩৬০) :
v রাষ্ট্রপতি এই ঘোষণা করতে পারেন যখন তিনি এই মর্মে সন্তুষ্ট
হন যে এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে যাতে ভারতের বা তার কোন অংশের আর্থিক
স্থায়িত্ব বা আস্থা বিপন্ন হয়ে পড়েছে ।
v এই ঘোষণার দুই মাসের মধ্যে পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হতে
হবে ।
v এই ধরনের জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি যে কোন পদমর্যাদার
রাজ্য সরকারি কর্মীদের ভাতা ও বেতন হ্রাস করার জন্য নির্দেশ দিতে পারেন ।
v এখনো পর্যন্ত এই ধরনের অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষিত হয়নি
।
আজকের PDF টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন - Download PDF Click Here ।