Latest

Monday, March 21, 2022

ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা ।। Emergency powers of the President in the Indian Constitution ।। Free PDF Download

 ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির  জরুরি ক্ষমতা

ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির  জরুরি ক্ষমতা

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির  জরুরি ক্ষমতা ।। Emergency powers of the President in the Indian Constitution ।। Free PDF Download

রাষ্ট্রপতির ক্ষমতা(Power of President) part-2

জরুরি ক্ষমতা(Emergency Power) :

১। জাতীয় জরুরি অবস্থা (অনুচ্ছেদ ৩৫২)

v যুদ্ধ বহিরাক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের কারণে ভারতের কোন অংশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ।

v এই জরুরি অবস্থা রাষ্ট্রপতি ক্যাবিনেটের লিখিত সুপারিশক্রমে ঘোষণা করে থাকেন ।

v জরুরি অবস্থার ঘোষণা এক মাসের মধ্যে পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হতে হবে । অনুমোদন পাওয়ার পর এই ঘোষণা ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে ।

v প্রতি ছয় মাস অন্তর পার্লামেন্টের অনুমোদনক্রমে এই জরুরি অবস্থা অনির্দিষ্টকাল চালু রাখা যেতে পারে ।

v এখনো পর্যন্ত তিনবার এই ধরনের জরুরি অবস্থা ঘোষিত হয়েছে – ১৯৬২, ১৯৭১ এবং ১৯৭৫ সালে ।

v এই সময়ে রাষ্ট্রপতি অনুচ্ছেদ ২০ এবং ২১ ছাড়া অন্যান্য মৌলিক অধিকার গুলি খর্ব করতে পারেন ।

v অভ্যন্তরীণ জরুরি অবস্থার সময় না হলেও বহিরাগত কারণে জরুরি অবস্থার সময়ই একমাত্র অনুচ্ছেদ ১৯-তে বর্ণিত মৌলিক অধিকার খর্ব করা যায় ।

v জাতীয় জরুরি অবস্থার সময় রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রবর্তন করতে পারেন ।

২। রাজ্যে জরুরি অবস্থা (অনুচ্ছেদ ৩৫৬) :

v রাজ্যে যখন তখন পরিস্থিতির উদ্ভব হয় যে সেখানে সংবিধান অনুযায়ী শাসন চালানো যায় না । যখন উক্ত রাজ্যের রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে রাষ্ট্রপতি এই মর্মে নিশ্চিত হন সে সংবিধানের বিধান অনুযায়ী উক্ত রাজ্যে সরকার চালানো সম্ভব নয় তাহলে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে ।

v এই ধরনের জরুরি অবস্থা ঘোষণা দুই মাসের মধ্যে পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হতে হবে এবং অনুমোদন পাওয়ার পর এই ঘোষণা ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে ।

v প্রতি ছয় মাস অন্তর পার্লামেন্টের অনুমোদনক্রমে এই বাবস্থা সর্বাধিক তিন বছর পর্যন্ত কার্যকর করা যায় ।

v রাষ্ট্রপতির পক্ষে রাজ্যপাল রাষ্ট্রপতি বা রাজ্যের মুখ্যসচিব এর দ্বারা নিযুক্ত পরামর্শদাতাদের সাহায্যে উক্ত রাজ্যের শাসন ব্যবস্থা চালাবেন ।

v রাজ্যে রাষ্ট্রপতি শাসন এ পর্যন্ত একশত বারেরও বেশি বার প্রযোজ্য হয়েছে ।

 

৩। অর্থনৈতিক জরুরি অবস্থা (অনুচ্ছেদ ৩৬০) :

v রাষ্ট্রপতি এই ঘোষণা করতে পারেন যখন তিনি এই মর্মে সন্তুষ্ট হন যে এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে যাতে ভারতের বা তার কোন অংশের আর্থিক স্থায়িত্ব বা আস্থা বিপন্ন হয়ে পড়েছে ।

v এই ঘোষণার দুই মাসের মধ্যে পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হতে হবে ।

v এই ধরনের জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি যে কোন পদমর্যাদার রাজ্য সরকারি কর্মীদের ভাতা ও বেতন হ্রাস করার জন্য নির্দেশ দিতে পারেন ।

v এখনো পর্যন্ত এই ধরনের অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষিত হয়নি ।


আজকের PDF টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন - Download PDF Click Here 


ভারতীয় সংবিধানের রাস্ত্রপতির  জরুরি ক্ষমতা  সম্পর্কে জানুন