Geography GK in Bengali PDF Part - 11
হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 11 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১১ ।
বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -
দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -
বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -
101. নদীর নির্দিষ্ট
স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন আয়তন জল প্রবাহিত হয় তাকে কী বলে ?
উত্তরঃ- নদীর জলক্ষরণ ।
102. নদীর ষষ্ঠঘাত সুত্রের
প্রবর্তক কে ?
উত্তরঃ- W. Hopkins .
103. শুষ্ক অঞ্চলে গঠিত গিরিখাতকে
কী বলা হয় ।
উত্তরঃ- ক্যানিয়ন ।
104. অসংখ্য পটহোল একসঙ্গে
গড়ে উঠলে তাকে কী বলে ?
উত্তরঃ- পটহোল কলোনি ।
105. ভারতের কোন্ ভূপ্রাকৃতিক
অংশের নদীগুলিতে গিরিখাত দেখা যায় ?
উত্তরঃ- হিমালয় ।
106. কোন্ গতিতে নদী তার
সৃষ্ট পদার্থের সবটাই বহন করে ?
উত্তরঃ- উচ্চগতিতে ।
107. অসংখ্য ছোটো ছোটো র্যাপিড্স
পাশাপাশি অবস্থান করলে তা কী নামে পরিচিত ?
উত্তরঃ- ক্যাসকেড ।
108. পর্বতের পাদদেশে নদীসঞ্জয়কার্যে
সৃষ্ট হাতপাখার মতো ভূমিরূপটির নাম কী ?
উত্তরঃ- পলল ব্যজনী বা পলল
পাখা ।
109. পশ্চিমবঙ্গের কোন্ অঞ্চলের
নদীতে খাঁড়ি দেখা যায়?
উত্তরঃ- সুন্দরবন বা সক্রিয়
বদ্বীপ ।
110. পৃথিবীর বৃহত্তম কোন্
নদীটির মোহানায় বদ্বীপ গড়ে ওঠেনি ?
উত্তরঃ- আমাজন ।
111. হোমোস্ফিয়ার স্তরের
বিস্তার কতটা ?
উত্তরঃ- সমুদ্রপৃষ্ঠ থেকে
ঊর্ধ্বে প্রায় ৯০ কিমি উচ্চতা পর্যন্ত ।
112. হোটেরোস্ফিয়ার স্তরের
বিস্তার কতটা ?
উত্তরঃ- ৯০ কিমি থেকে ২০,০০০ কিমি পর্যন্ত ।
113. বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠসংলগ্ন স্তৱ কোন্টি ?
উত্তরঃ- ট্রপোস্ফিয়ার ।
114. ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের
সীমারেখাকে কী বলে ।
উত্তরঃ- ট্রপোপোজ ।
115. স্ট্র্যাটোস্ফিয়ার
স্তরের অপর নাম কী ?
উত্তরঃ- শান্তমণ্ডল ।
116. ‘মৌক্তিক মেঘ ’ কোন্
বায়ুমণ্ডলীয় স্তরে দেখতে পাওয়া যায়
উত্তরঃ- স্ট্র্যাটোস্ফিয়ার
।
117.বায়ুমণ্ডলের কোন্ স্তরে
উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়?
উত্তরঃ- মেসোস্ফিয়ার স্তরে
।
118. স্ট্র্যাটোস্ফিয়ারের
সর্বশেষ সীমাকে কী বলা হয় ?
উত্তরঃ- মেসোপজ ।
119. মেরুজ্যোতি বা মেরুপ্রভা
কোন্ বায়ুমণ্ডলীয় স্তরে দেখা যায় ।
উত্তরঃ- আয়নোস্ফিয়ার ।
120. কোন্ স্তর সূর্য থেকে
আগত রঞ্জন রশ্মি ও গামা রশ্মি শোষ করে ?
উত্তর আয়নোস্ফিয়ার ।
121. বায়ুমণ্ডলের ঊর্দ্ধতম
স্তর কোন্টি ?
উত্তরঃ- ম্যাগনেটোস্ফিয়ার
।
122. হোমোস্ফিয়ারের অন্তর্গত
বায়ুমণ্ডলীয় স্তর কোন্গুলি ?
উত্তরঃ- ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার
ও মেসোস্ফিয়ার ।
123. হেটেরোস্ফিয়ারের অন্তর্গত
বায়ুমণ্ডলীয় স্তর কী কী ?
উত্তরঃ- আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার
ও ম্যাগনেটোস্ফিয়ার।
124. বায়ুমণ্ডলের কোন্ কোন্
স্তরের উচ্চতা বৃদ্ধিতে উন্নতা কমে যায় ?
উত্তরঃ- বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার
ও মেসোস্ফিয়ার স্তরের উচ্চতা বৃদ্ধিতে উন্নতা কমে যায় ।
125. ট্রপোস্ফিয়ারের সীমানা
নির্দেশ করো ।
উত্তরঃ- ভূপৃষ্ঠ থেকে ঊর্দ্ধে
নিরক্ষীয় অঞ্চলে ১৮ কিমি ও মেরুতে ৮ কিমি ।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।
ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১০ দেখতে ক্লিক করুন ।