Life Science GK Bengali PDF Part - 45
![]() |
Life Science GK Bengali |
বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের স্নায়ুতন্ত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।
প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Life Science GK Bengali Snayutontro
১৬) কোন্ খাঁজ দিয়ে লঘুমস্তিষ্কের দুটি অর্ধগোলকে বিভক্ত ?
উঃ- ফ্ল্যাক্স সেরিবেলি নামক গভীর খাঁজ ।
১৭) মানুষের মস্তিষ্কে মোট কটি প্রকোষ্ঠ আছে ?
উঃ- চারটি ।
১৮) মানুষের বিচারবুদ্ধি ও চিন্তাশক্তির জন্য মস্তিষ্কের কোন্ অংশ দায়ী ?
উঃ- সেরিব্রাল কর্টেক্স ।
১৯) নিউরোনের কোন্ অংশ নিয়ে স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন গঠিত ?
উঃ- কোষদেহ ।
২০) শ্বসন , ক্ষরণ , বমন , হৃৎস্পন্দন প্রভৃতি মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
উঃ- সুষুম্নাশীৰ্ষক বা মেডালা অবলংগাটা ।
২১) মানব মস্তিষ্কের সবচেয়ে শেষ অংশটির নাম কী ?
উঃ- সুষুম্নাশীৰ্ষক বা মেডালা অবলংগাটা ।
২২) পূর্ণবয়স্ক মানুষের লঘুমস্তিষ্কের ওজন কত ?
উঃ- ১৫০ গ্রাম ।
২৩) মস্তিস্কের কোন্ অংশ আমাদের বাকশক্তি ও ভাষা নৈপুণ্যের জন্য দায়ী ?
উঃ- গুরুমস্তিষ্কের ফ্রন্টাল লোব ।
২৪) পশ্চাদ - মস্তিষ্কের সবচেয়ে বড়ো অংশটির নাম কী ?
উঃ- লঘু মস্তিষ্ক ।
২৫) মানুষের ক্ষেত্রে গুরুমস্তিষ্ক ও লঘুমস্তিষ্কের মধ্যে কোন্টি বেশি বিকাশলাভ করেছে ?
উঃ- গুরুমস্তিষ্ক ।
২৬) প্রতিবর্তক্রিয়া বা Reflex Action কথাটি কে প্রথম প্রবর্তন করেন ?
উঃ- বিজ্ঞানী শেরিংটন ।
২৭) কোন্ বিজ্ঞানী অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া নিয়ে নানারকম পরীক্ষা করেন ?
উঃ- রুশ বিজ্ঞানী ইভান প্যাভলভ ।
২৮) ফুটবল , ক্রিকেট প্রভৃতি খেলায় খেলোয়াড়দের কুশলতা কোন্ ক্রিয়ার উপর নির্ভরশীল ?
উঃ- অভ্যাসগত প্রতিবর্তক্রিয়ার উপর নির্ভরশীল ।
২৯) প্রান্তীয় স্নায়ুতন্ত্র কোন্ স্নায়ুতন্ত্রের অধীন ?
উঃ- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ।
৩০) নিউরোন কীসের সাহায্যে পেশিতে যুক্ত হয় ?
উঃ- প্রান্তবুরুশের সাহায্যে ।
Life Science GK Bengali
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।