Latest

Saturday, March 19, 2022

Life Science GK Bengali PDF Part - 44 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৪৪

 Life Science GK Bengali PDF Part - 44

Life Science GK Bengali PDF Part - 44


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 44 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৪৪ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের স্নায়ুতন্ত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম । 

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।

Life Science GK Bengali Snayutontro

১) কোন্ তন্ত্র প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজের মধ্যে সমন্বয় সাধন করে ?

উঃ- স্নায়ুতন্ত্র ।

২) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রধানত কোন্ কোন্ অংশ নিয়ে গঠিত ?

উঃ- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রধানত মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড নিয়ে গঠিত ।

৩) স্নায়ুকোশের কোন্ অংশ পূর্ববর্তী স্নায়ুকোশ থেকে স্নায়ুস্পন্দন গ্রহণ করে কোশ দেহে পাঠায় ?

উঃ- ডেনড্রন ।

৪) স্নায়ুকোষের কোন্ অংশ কোষদেহ থেকে স্নায়ু স্পন্দন পরবর্তী স্নায়ুকোষে পাঠাতে সাহায্য করে

উঃ- অ্যাক্সন ।

৫) স্নায়ুসন্ধি বা প্রান্তসন্নিকর্ষ বা সাইন্যাপস্ কাকে বলে ?

উঃ- দুটি নিউরোনের মিলনস্থলকে স্নায়ু - সন্ধি বা প্রান্তসন্নিকর্ষ বা সাইন্যাপস্ বলে ।

৬) স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন ?

উঃ- স্নায়ুকোষের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় হওয়ায় স্নায়ুকোষ বিভাজিত হয় না ।

৭)  জীবের উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে কী বলে ?

উঃ- উত্তেজিতা ।

৮) স্নায়ুতন্ত্রবিহীন একটি বহুকোষী জীবের উদাহরণ দাও ।

উঃ- স্পঞ্জ।

৯) কোন্ প্রাণীর দেহে প্রথম স্নায়বিক পদ্ধতি দেখা গেছে ?

উঃ- হাইড্রা ।

১০) কোন্ প্রাণীর দেহের স্নায়ুতন্ত্র মই - এর মতো ?

উঃ- ফিতাকৃমি ।

১১) মানুষের সুষুম্নাকাণ্ডের দৈঘ্য কত ?

উঃ- ১৮ ইঞ্চি বা ৪৫ সেন্টিমিটার ।

১২) মানুষের মস্তিষ্কের ওজন কত ?

উঃ- ১.৩৬ কেজি ।

১৩) মানুষের মস্তিষ্কের আয়তন কত ?

উঃ- ১৫০০ বর্গসেমি ।

১৪) মানুষের মস্তিষ্কের ক্ষেত্রফল কত ?

উঃ- ২২০০ বর্গসেমি ।

১৫) একজন পরিণত মানুষের দেহে কী পরিমাণ CSF থাকে ?

উঃ- ১৫০ সি.সি .।


Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here