Life Science GK Bengali PDF Part - 29
![]() |
Life Science GK Bengali |
১) কোন
প্রাণীর চক্ষু বিন্দু দেখা যায় ?
উঃ-
ইউগ্লিনা, প্ল্যানেরিয়া
ইত্যাদি প্রাণীর।
২) কর্ষিকা
কোন প্রাণীর জ্ঞানেন্দ্রিয় রূপে কাজ করে ?
উঃ- শামুক, জেলিফিস।
৩)
ট্যাক্টাইল রোম কোন্ প্রাণীদেহে অবস্থিত ?
উঃ-
পতঙ্গদের দেহে।
৪)
দর্শনেন্দ্রিয় কোনটি ?
উঃ- চক্ষু।
৫) চোখের
স্নায়ুস্তর কোনটি ?
উঃ- রেটিনা।
৬) চোখের
কোন স্তরে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় ?
উঃ-
রেটিনায়।
৭) স্ক্লেরা
কোন অঙ্গে পাওয়া যায় ?
উঃ- চোখে।
৮) রড ও কোন
কোষ কোথায় অবস্থিত ?
উঃ- চোখের
রেটিনায়।
৯) রেটিনায়
রড কোষের সংখ্যা কত ?
উঃ-
আনুমানিক সাড়ে এগারো কোটি।
১০) রেটিনার
সঙ্গে কোন স্নায়ু যুক্ত থাকে ?
উঃ- অপটিক
স্নায়ু।
১১) চক্ষুর
কোন অংশ তারারন্ধ্রকে ছোট ও বড় হতে সাহায্য করে ?
উঃ- আইরিশ।
১২) কত
তরঙ্গদৈর্ঘ্যের আলোক চোখ গ্রহণ করতে পারে ?
উঃ- ৪০০-৭০০ nm তরঙ্গদৈর্ঘ্যের আলোক চোখ গ্রহণ করতে পারে।
১৩) চোখের
মণির রং কিসের রং-এর উপর নির্ভর করে ?
উঃ- আইরিশের
রং এর উপর।
১৪) যে
ছিদ্রের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে তাকে কি বলে ?
উঃ- পিউপিল
বা তারারন্ধ্র।
১৫) রেটিনার
কোন কোষের সংখ্যা কত ?
উঃ- আনুমানিক
৬৫ লক্ষ।
১৬) রড কোষে
কি ধরনের রঞ্জক থাকে ?
উঃ-
রোডপসিন।
১৭) কোন
কোষে কি ধরনের রঞ্জক থাকে ?
উঃ-
আয়োডপসিন (বেগুনি) ও সায়ানপসিন (নীল)।
১৮) কোন
প্রাণীর একনেত্র দৃষ্টি দেখা যায় ?
উঃ- ব্যাঙ, গরু প্রভৃতি
প্রাণীর।
১৯) কোন
প্রাণীর দ্বিনেত্র দৃষ্টি দেখা যায় ?
উঃ- মানুষ, বাজপাখি
প্রভৃতি প্রাণীর।
২০) কয়েটি
প্রাণীর নাম করো যাদের পুঞ্জাক্ষি আছে।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।