Latest

Friday, February 25, 2022

Life Science GK Bengali PDF Part - 25 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ২৫

 Life Science GK Bengali PDF Part - 25

Life Science GK Bengali PDF Part - 25
Life Science GK Bengali

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 25 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ২৫ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের রেচন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম । 

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Life Science GK Bengali rechon

402. তারপিন তেল কোথায় পাওয়া যায় ?

উঃ- পাইন গাছের কর্টেক্সের রজন নালীতে ‌।

403. তরুক্ষীর কোথায় পাওয়া যায় ?

উঃ- বট, রবার, আকন্দ ইত্যাদি উদ্ভিদের ক্ষীরকোষ ও ক্ষীর নালীতে।

404. দুটি মিশ্র রজনের উদাহরণ কী ?

উঃ- হিং ও ধুনো।

405. খয়ের কি ?

উঃ- ট্যানিন জাতীয় একপ্রকার রেচন পদার্থ।

406. গঁদ কোন প্রক্রিয়ার ফলে উৎপন্ন হয় ?

উঃ- শর্করা বিপাকের ফলে।

407. চা গাছের পাতায় কোন উপক্ষার পাওয়া যায় ?

উঃ- থেইন।

408. সিলিকা কেলাস কোথায় পাওয়া যায় ?

উঃ- ইকুইজিটাম উদ্ভিদের ত্বকে ও ঘাসজাতীয় উদ্ভিদের পাতার কিনারায়।

409. রবার প্রধানত কোন প্রক্রিয়ার ফলে উৎপন্ন হয় ?

উঃ- শর্করা বিপাকের ফলে।

410. ব্যাপন প্রক্রিয়ায় রেচন পদার্থ ত্যাগ করে কোন প্রাণী ?

উঃ-  অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা ইত্যাদি।

411. প্যাপেইন কি জাতীয় উৎসেচক ?

উঃ- প্রোটিওলাইটিক অর্থাৎ প্রোটিন বিশ্লিষ্টকারী উৎসেচক।

412. রাবার কি ?

উঃ- ইহা এক প্রকার তরুক্ষীর জাতীয় রেচন পদার্থ।

413. এফিড্রিন নামক উপক্ষার কোন গাছ থেকে পাওয়া যায়?

উঃ- এফিড্রা (Ephedra Sp) নামক ব্যক্তবীজী উদ্ভিদের কান্ড থেকে।

414. কুইনাইন, মরফিন, নিকোটিন কি জাতীয় পদার্থ বিপাকের ফলে উৎপন্ন হয় ?

উঃ- প্রোটিন বিপাকের ফলে।

415. রাফাইড কীসে দ্রবণীয় ?

উঃ- জৈব অ্যাসিডে।

416. বাকলে বা ছালে পাওয়া যায় কোন্ রেচন পদার্থ ?

উঃ- কুইনাইন (সিঙ্কোনা গাছের ছালে পাওয়া যায়)।

417. রাফাইড যুক্ত কোষকে কি বলে ?

উঃ- ইডিওব্লাস্ট।

418. ধুতুরা গাছের পাতায় কি উপকার পাওয়া যায় ?

উঃ- ডাটুরিন।

419. উদ্ভিদজ রেচন পদার্থ হিসেবে নিকোটিনের উৎস কি ?

উঃ- তামাক গাছের পাতা ও কান্ড।

420. সাদা রঙের তরুক্ষীর কোথায় থাকে ?

উঃ- বট, আকন্দ, ফণীমনসা রবার ইত্যাদি গাছের তরুক্ষীর কোষ ও তরুক্ষীর নালীতে।

421. জলীয় তরুক্ষীর (বর্ণহীন বা হালকা হলুদ) কোথায় পাওয়া যায় ?

উঃ- শিয়ালকাঁটা, তামাক ইত্যাদি গাছে।


Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here