Latest

Thursday, February 24, 2022

Bengali Mixed GK Part - 23 ।। ভারতের প্রধান ভাষা সমূহ বাংলা জিকে পর্ব - ২৩ ।। Free PDF Download

 ভারতের প্রধান ভাষা সমূহ বাংলা জিকে পর্ব - ২৩


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, Bengali Mixed GK Part - 23 ।। ভারতের প্রধান ভাষা সমূহ বাংলা জিকে পর্ব - ২৩ ।। Free PDF Download ।

আজকের জেনারেল নলেজ গুলি দেখে নাও আশা করি তোমাদের কাজে লাগবে । প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করে নিতে পারো ।

Bengali Mixed GK  ভারতের প্রধান ভাষা সমূহ

*    ভারতের ২২টি ভাষাকে ‘জাতীয় ভাষার’ মর্যাদা দেয়া হয়েছে ।

অসমীয়াঃ-  

*    এটি একটি ইন্দো-আর্য ভাষা এবং আসামের সরকারি ভাষা ।

বাংলাঃ-

*    এটি একটি প্রধান ইন্দো-আর্য ভাষা এবং সরকারিভাবে পশ্চিমবঙ্গের ভাষা ।

গুজরাটিঃ-

*    এটি একটি ইন্দো-আর্য ভাষা এবং গুজরাট রাজ্যের সরকারি ভাষা ।

হিন্দিঃ-

*    প্রধান ইন্দো-আর্য কথ্য ভাষা ।

*    ভারত সরকারের সরকারি ভাষা ।

*    হিন্দির বিভিন্ন রকম উপভাষা গুলি হল – খরিবলি, ব্রজভাষা, মাড়োয়ারি, মৈথিলী এবং ভোজপুরি ।

*    ছয়টি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল গুলোতে সরকারি ভাষা হল হিন্দি ।

কানাড়াঃ-

v এটি দ্রাবিড় পরিবারের অন্তর্ভুক্ত এবং কর্নাটকের সরকারি ভাষা ।

কাশ্মীরিঃ-

v এটি একটি ইন্দো-আর্য ভাষা ।

v খুব সাধারণ ভুল যে এটি জম্মু-কাশ্মীরের সরকারি ভাষা ।

কোঙ্কনিঃ-

v এটি গোয়ার সরকারি ভাষা এবং মহারাষ্ট্র, কর্ণাটক ও কেরালার হাজার হাজার কোঙ্কিনি এই ভাষায় কথা বলে । এটি ১৯৯২ সালে ৭১ তম সংশোধনে অন্তর্ভুক্ত হয় ।

মালয়ালমঃ-

v দ্রাবিড় পরিবারের অন্তর্ভুক্ত এবং কেরালার সরকারি ভাষা ।

মনিপুরীঃ-

v এটি মনিপুরের সরকারি ভাষা এবং ১৯৯২ সালে ৭১ তম সংশোধনে অন্তর্ভুক্ত হয় ।

মারাঠিঃ-

v এটি একটি ইন্দো-আর্য ভাষা এবং মহারাষ্ট্রের সরকারি ভাষা ।

নেপালিঃ-

v এটি উত্তর প্রদেশ, বিহা্‌ ওয়েস্ট বেঙ্গল অসম প্রভৃতির অংশবিশেষে কথ্য ভাষা হিসেবে প্রচলিত এবং ১৯৯২ সালে ৭১তম সংশোধনে অন্তর্ভুক্ত হয় ।

ওড়িয়াঃ-

v এটি একটি ইন্দো-আর্য ভাষা এবং ওড়িশার সরকারি ভাষা ।

পাঞ্জাবিঃ-

v এটি একটি ইন্দো-আর্য ভাষা এবং পাঞ্জাবের সরকারি ভাষা ।

সংস্কৃতঃ-

v এটি বিশ্বের প্রাচীনতম ভাষার মধ্যে একটি ।

v প্রাচীন সংস্কৃত কে বলা হয় বৈদিক সংস্কৃত এবং পরিব্যাপ্ত ছিল ২০০০ থেকে ৫০০ খ্রিঃ পূঃ মধ্যে ।

সিন্ধিঃ-

v এটি ইন্দো-আর্য ভাষা এবং ১৯৬৭ সালের ২১তম সংশোধনে অন্তর্ভুক্ত হয় ।

তামিলঃ-

v এটি প্রাচীনতম দ্রাবিড় ভাষা এবং তামিলনাড়ুর সরকারি ভাষা ।

তেলুগুঃ-

v এটি সংখ্যার দিক দিয়ে বৃহত্তম দ্রাবিড় ভাষা এবং অন্ধপ্রদেশের সরকারি ভাষা ।

উর্দুঃ-

v এটি জম্মু-কাশ্মীরের সরকারি ভাষা ।

v আধুনিক উর্দুর উন্নতি হয়েছিল স্যার সৈয়দ আহমেদ খানের চেষ্টায় ।

ডোগরিঃ-  

v এটি হিমাচল প্রদেশ এবং জম্মুর কথ্য ভাষা । এটি প্রাচীন সংস্কৃত এবং পাহাড়ি ডোগ্‌রি মিশ্রিত ভাষা ।

v  এটি ২০০৩ সালে ৯২তম সংশোধনে অন্তর্ভুক্ত হয় ।

মৈথিলীঃ-

v এটি বিহারের মৈথিলি অঞ্চলের প্রধান কথ্যভাষা । এটি বিহার রাজ্যের দ্বিতীয় রাজ্য ভাষা ।

v এটি ২০০৩ সালে ৯২তম সংবিধান সংশোধনে অন্তর্ভুক্ত হয়।

সাঁওতালিঃ-

v এটি ঝাড়খন্ড এবং বিহার রাজ্যের ছোটনাগপুর মালভূমি অঞ্চলের প্রধান কথ্য ভাষা ।

v এটিই ২০০৩ সালে ৯২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত হয়েছে ।

বোড়োঃ-

v এটি অসম এবং এর সংলগ্ন উত্তর-পূর্ব রাজ্যগুলিতে প্রধান কথ্যভাষা ।

v এটি ২০০৩ সালে ৯১ তম সংবিধান সংশোধনে অন্তর্ভুক্ত হয়েছে ।



আজকের Bengali Mixed GK Part - 23 টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করো -

PDF Details:

PDF Name : ভারতের প্রধান ভাষা সমূহ
Language : বাংলা
PDF Size : 0.36 MB
No. of Pages : 02
Download Link : Click Here To Download