গুরুত্বপূর্ণ আঞ্চলিক নৃত্যসমূহের সময় বাংলা জিকে পর্ব - ২৪
নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, Bengali Mixed GK Part - 24 ।। গুরুত্বপূর্ণ আঞ্চলিক নৃত্যসমূহের সময় বাংলা জিকে পর্ব - ২৪ ।। Free PDF Download ।আজকের জেনারেল নলেজ গুলি দেখে নাও আশা করি তোমাদের কাজে লাগবে । প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করে নিতে পারো ।
Bengali Mixed GK গুরুত্বপূর্ণ আঞ্চলিক নৃত্যসমূহের সময়
আসাম
বিহুঃ ফসল কাটার পর এর লোকনৃত্য ।
ওজাপলিঃ নৃত্য এবং গানের মধ্য দিয়ে পৌরাণিক কাহিনীর উপস্থাপন ।
অঙ্কিয়া নটঃ পুরুষদের দ্বারা শাস্ত্রীয় সংগীত নৃত্য ।
অন্ধ্রপ্রদেশ
ভিথী ভগবতম্ঃ কুচিপুড়ি নৃত্যের একটি শাখা ।
বিহার
যাতা যতিনঃ মহিলাদের দ্বারা বৃষ্টির আহ্বান সূচক নৃত্য ।
ফাগুন বা ভাগঃ ফল পাকবার সময়
পরিবেশিত নৃত্য ।
পূরবীঃ একটি নাচের ধরণ, যেখানে স্বামীরা দূরে কোথাও কাজের খোঁজে স্ত্রীদের থেকে
আলাদা হয়ে চলে যায় এবং স্ত্রীরা তীব্র মনোকষ্টে গান গেয়ে সেটি ব্যক্ত করে ।
গুজরাট
ডান্ডিয়া রাশঃ গালা দিয়ে
পালিশ করা ছোট লাঠি বা ডান্ডা নিয়ে স্ত্রী ও পুরুষ উভয়েই নৃত্যটি পরিবেশন করে ।
গর্বালাস্য নৃত্যঃ নবরাত্রির এবং হোলির
সময় মাটির হাড়িতে বসানো আলোর চারিধারে হলুদ এবং লাল পোশাকে সজ্জিত মহিলারা
পরিবেশন করেন ।
হরিয়ানা
সোয়াঙগঃ গান ও নাচের মধ্য দিয়ে মুক্ত আকাশের নিচে গল্পের মাধ্যমে নাটক হিসাবে
উপস্থাপনা করা হয়।
গিদ্ধা পরহাউনঃ বিবাহ উৎসবের সময়
মহিলাদের দ্বারা পরিবেশিত ।
লুড্ডি নৃত্যঃ মান্ডি জেলায় জনপ্রিয় এবং শরীরের সঞ্চালনের উপর জোর দেয় এবং গাছের শাখা প্রশাখা যেমন করে দোলে তেমনি দ্রুত পা দুলিয়ে নাচে ।
মুঁজরাঃ ঘরের অভ্যন্তরে পরিবেশিত একক অথবা দ্বৈত্য নৃত্য, বিশেষত শীতের সময় যখন জীবন
অচল হয়ে আসে সে সময়কার নৃত্যরীতি এটি ।
জম্মু ও কাশ্মীর
হিকটঃ এটি একটি লোক নৃত্য ।
রৌউফ্ঃ ফসল কাটার সময় এবং উৎসবের সময়
মহিলাদের দ্বারা পরিবেশিত হয় ।
মহারাষ্ট্র
তামাশাঃ এটি একটি লোকনৃত্য এবং চলতি সামাজিক অবস্থার সমালোচনা করে ছেলেমেয়েরা
নৃত্যের মাধ্যমে সেটি প্রকাশ করে ।
মধ্যপ্রদেশ
মাচাঃ সংগীত সহযোগে নৃত্যনাট্য । আগে ফসল
কাটার সময় এবং হোলি উৎসবের সময় অভিনীত হত যা ভৈরব মন্দিরের সামনে প্রদর্শন করা
হয় ।
পাঞ্জাব
ভাঙ্গারাঃ উত্তর ভারতের মৃত্যু এবং বিশেষ করে
পাঞ্জাবে জনপ্রিয় । ফসল কাটার সময় এবং একইসঙ্গে গ্রামে জনপ্রিয় বৈশাখী উৎসবের
সময় এই লোকনৃত্য হয় । কাঁধ ঝাঁকিয়ে দেহ সঞ্চালন করে এবং লাফিয়ে পা ফেলে নাচা,
এর বিশেষত্ব ।
রাজস্থান
খেয়ালঃ প্রায় চারশত বছরের পুরনো একটি
নৃত্যনাট্যের ধরণ । কিছু আঞ্চলিক বিভিন্নতা আছে, যেমন - চিতোর অঞ্চলে, যেখানে শিব
ও শক্তির উপর মানুষের প্রবল বিশ্বাস এবং মূল প্রচার মাধ্যম ছিল কবিতার প্রতিযোগিতা
(কবি গানের ন্যায়) যাকে বলা হয় দঙ্গল() । ক্রমে দঙ্গল পরিবর্তিত হয়ে তুরাকারাঙ্গী
নামে মঞ্চস্থ হয় ।
তামিলনাড়ু
কোলাট্টামঃ যুবতীদের দ্বারা পরিবেশিত কাঠি নাচ ।
কাম্মিঃ মহিলা এবং ছোট মেয়েদের দ্বারা
পরিবেশিত, যেখানে হাতে তালি দিয়ে বৃত্তাকারে ঘুরে নাচে ।
উত্তরপ্রদেশ
নৌটাঙ্কিঃ সামাজিক বিষয়বস্তু নিয়ে লোকনৃত্য ।
এর দুটি ধারা – হাথরস ধারা এবং কানপুর ধারা ।
পশ্চিমবঙ্গ
যাত্রাঃ গ্রামে জনপ্রিয় লোক নৃত্যনাট্য ।
আগে মহিলাদের ভূমিকায় পুরুষেরা কৃষ্ণ প্রেমিকদের অভিনয় করত । বর্তমানে এটি জাতি-ধর্ম
নিরপেক্ষ হয়ে গেছে এবং মেয়েদের ভূমিকায় ছেলেদের অভিনয় বর্জন করে আবেগ ও
উত্তেজনাপূর্ণ নাটকের ঢঙে বিকাশ লাভ করেছে ।