Latest

Thursday, February 24, 2022

Life Science GK Bengali PDF Part - 24 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ২৪

 Life Science GK Bengali PDF Part - 24

Life Science GK Bengali PDF Part - 24
Life Science GK Bengali

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 24 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ২৪ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের রেচন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম । 

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Life Science GK Bengali rechon

382. উদ্ভিদের একটি কার্বন ঘটিত রেচন পদার্থের উদাহরণ দাও ।

উঃ- ট্যানিন।

383. প্রাণীর একটি কার্বন ঘটিত রেচন পদার্থের উদাহরণ দাও ।

উঃ- কার্বন ডাই-অক্সাইড।

384. উদ্ভিদের একটি উপক্ষারের উদাহরণ দাও যার অর্থকরী গুরুত্ব আছে।

উঃ- কুইনাইন (ম্যালেরিয়ার ঔষধ তৈরির জন্য ভেষজ শিল্পে ব্যবহৃত হয়)।

385. কোন গাছ পত্র মোচন করে রেচন পদার্থ ত্যাগ করে ?

উঃ- শিমুল, শিরীষ ইত্যাদি গাছ।

386. সিস্টোলিথ কোথায় পাওয়া যায় ?

উঃ- বট, রবার প্রভৃতি গাছের পাতার ত্বকে।

387. কোন গাছ ফল মোচন করে রেচন পদার্থ ত্যাগ করে ?

উঃ- লেবু, আপেল ইত্যাদি গাছ।

388. সাইট্রিক অ্যাসিড কোন ফলে পাওয়া যায় ?

উঃ- লেবু।

389. টারটারিক অ্যাসিড কোন ফলে পাওয়া যায় ?

উঃ- তেঁতুল।

390. ম্যালিক অ্যাসিড কোন ফলে পাওয়া যায় ?

উঃ- আপেলে।

391. কোন গাছ বাকল মোচন করে রেচন পদার্থ ত্যাগ করে ?

উঃ- অর্জুন, পেয়ারা ইত্যাদি গাছ।

392. কোন গাছের তরুক্ষীর থেকে বাণিজ্যিক রবার প্রস্তুত হয় ?

উঃ- ফাইকাস ইলাস্টিকা নামক রবার গাছ থেকে।

393. প্যাপাইন কোথায় পাওয়া যায় ?

উঃ- পেঁপে গাছের তরুক্ষীরে।

394. রাফাইড কোথায় পাওয়া যায় ?

উঃ- ওল, কচু ইত্যাদি গাছের কান্ড, বোঁটা ও পাতার ‌‌কলা-কোষে।

395. সিস্টোলিথযুক্ত কোষকে কি বলে ?

উঃ- লিথোসিস্ট।

396. সিস্টোলিথ কি জাতীয় কেলাস ?

উঃ- ক্যালসিয়াম কার্বনেট জাতীয়।

397. কোন গাছের তরুক্ষীর থেকে প্যারারবার পাওয়া যায় ?

উঃ- হিভিয়া ব্রাসিলিয়েনসিস গাছের তরুক্ষীর থেকে।

398. উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের উদাহরণ দাও যার অর্থকরী গুরুত্ব আছে ।

উঃ- ট্যানিন ( চর্ম শিল্পে চামড়া টান করার জন্য ব্যবহৃত হয়)।

399. রজন কোন গাছে পাওয়া যায় ?

উঃ- পাইন গাছের রজন নালিতে।

400. বীজে পাওয়া যায় এমন একটি রেচন পদার্থের নাম কি ?

উঃ- নাক্সভোমিকা গাছের বীজে স্ট্রিকনিন নামক রেচন পদার্থ থাকে।

401. গাছের মূলে পাওয়া যায় এমন একটি রেচন পদার্থ কি ?

উঃ- সর্পগন্ধা গাছের মূলে রেসারপিন নামক রেচন পদার্থ পাওয়া যায়।


Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here