Latest

Wednesday, February 23, 2022

Life Science GK Bengali PDF Part - 23 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ২৩

 Life Science GK Bengali PDF Part - 23

Life Science GK Bengali PDF Part - 23
Life Science GK Bengali

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 23 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ২৩ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম । 

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Life Science GK Bengali

357. হিমোসায়ানিনের খনিজ উপাদানটি কি ?

উঃ- তামা।

358. অমেরুদন্ডী প্রাণীদের রক্তের কোন অংশে হিমোগ্লোবিন থাকে ?

উঃ- রক্তরসে।

359. সঙ্গীকোষ কোথায় থাকে ?

উঃ- ফ্লোয়েম কলার অন্তর্গত সিভনলের সঙ্গে।

360. সিভপ্লেট কোথায় থাকে ?

উঃ- সিভনলের সঙ্গে।

361. জাইলেমের অন্তর্গত কোন্ উপাদান মূলত জল সংবহন করে ?

উঃ- ট্রাকিয়া এবং ট্রাকিড।

362. ফ্লোয়েমের অন্তর্গত কোন্ উপাদানটি মূলত খাদ্যরস সংবহন করে ?

উঃ- সিভনল।

363. পাতায় প্রস্তুত খাদ্য কোন কলার মাধ্যমে উদ্ভিদদেহে সঞ্চারিত হয় ?

উঃ- ফ্লোয়েম কলা।

364. যে কলার মাধ্যমে উদ্ভিদের 'রসের উৎস্রোত' হয় তার নাম কী ?

উঃ- জাইলেম কলা।

365. কোন জৈবিক প্রক্রিয়ার ফলে প্রয়োজনের অতিরিক্ত জল উদ্ভিদদেহ থেকে বের হয়ে যায় ?

উঃ- বাষ্পমোচন।

366. মেরুদন্ডী প্রাণীর দেহে ধমনী ও শিরার মধ্যবর্তী সংযোগবাহকে কি বলে ?

উঃ- রক্তজালক।

367. মানব হৃৎপিন্ডের কোন প্রকোষ্ঠ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অংশে প্রেরিত হয় ?

উঃ- বাম নিলয়।

368. হিমোগ্লোবিনে উপস্থিত ধাতব মৌলটির নাম কি ?

উঃ- লৌহ।

369. মানবদেহে রক্ত তঞ্চন কোন খনিজ পদার্থের প্রভাবে ঘটে ?

উঃ- ক্যালসিয়াম।

370. রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় ?

উঃ-O+ গ্রুপকে।

371. রক্তের রং লাল হয় কেন ?

উঃ- রক্তের লোহিত কণিকায় লাল শ্বাসরঞ্জক হিমোগ্লোবিন থাকায় রক্তের রং লাল হয়।

372. ত্রিপত্র কপাটিকা কি ?

উঃ- মানুষের হৃৎপিন্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে অবস্থিত তিন পাল্লাযুক্ত কপাটিকা, যারা কেবলমাত্র নিচের দিকে খোলে।

373. রক্ত কি ধরনের কলা ?

উঃ- রক্ত হল তরল যোগকলা বিশেষ।

374. মানুষের হৃৎপিন্ডে কয়টি প্রকোষ্ঠ আছে ?

উঃ- চারটি।

375. ভেনাস হৃৎপিণ্ড কোথায় দেখা যায় ?

উঃ- মাছের দেহে।

376. থ্রম্বোসাইট কি ?

উঃ- এক রকমের রক্তকণিকা, যা রক্ততঞ্চনে সাহায্য করে।

377. হিমোগ্লোবিন ও হিমোসায়ানিনের এর কাজ কি ?

উঃ- রক্তে O2 এবং CO2 পরিবহন করা।

378. একটি প্রাণীর নাম কর যার ‘মুক্ত সংবহন’ হয় ।

উঃ- চিংড়ি।

379. একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত ?

উঃ- প্রায় পাঁচ লিটার।

380. রক্তবাহকের মধ্যে রক্ত আবদ্ধ না থেকে দেহ গহব্বরে মুক্ত হয় এমন একটি নিশাচর পতঙ্গের নাম কী ?

উঃ- আরশোলা।

381. পতঙ্গদের রক্ত বর্ণহীন ‍হওয়ার কারণ কী ?

উঃ- পতঙ্গদের রক্তে কোনো রঞ্জক না থাকায় এদের রক্ত বর্ণহীন।


Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here