Latest

Wednesday, February 23, 2022

Bengali Mixed GK Part - 22 ।। বিভিন্ন উপনাম বাংলা জিকে পর্ব - ২২ ।। Free PDF Download

 বিভিন্ন উপনাম বাংলা জিকে পর্ব - ২১


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, Bengali Mixed GK Part - 22 ।। বিভিন্ন উপনাম বাংলা জিকে পর্ব - ২২ ।। Free PDF Download ।

আজকের জেনারেল নলেজ গুলি দেখে নাও আশা করি তোমাদের কাজে লাগবে । প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করে নিতে পারো ।

Bengali Mixed GK বিভিন্ন উপনাম

১) সাত পাহাড়ের শহর কোন দেশকে বলে ?

উঃ- রোম দেশকে।

২) কিউবাকে আমরা কি নামে জানি ?

উঃ- মুক্তার দেশ।

৩) বাংলাদেশকে আমরা কি নামে জানি ?

উঃ- সোনালি আঁশের দেশ।

৪) ঢাকা শহরকে আমরা কি নামে জানি ?

উঃ- মসজিদের শহর।

৫) দক্ষিণের রানী বলতে কোন দেশকে বোঝায় ?

উঃ- সিডনি ।

৬) আফ্রিকাকে আমরা কি নামে জানি ?

উঃ- মরুভূমির দেশ ।

৭) নিষিদ্ধ দেশ বলতে কোন দেশকে বোঝায় ?

উঃ- তিব্বতকে।

৮) হাজার দ্বীপের দেশ কাকে বলে ?

উঃ- ফিনল্যান্ডকে ।

৯) তাঞ্জোর কি নামে বিখ্যাত ?

উঃ- দক্ষিণ ভারতের কপাল।

১০) সকাল বেলার শান্তি বলতে কোন দেশকে বোঝায় ?

উঃ- কোরিয়া।

১১) নিউজিল্যান্ড বলতে আমরা কোন দেশকে বুঝি ?

উঃ- দক্ষিণের গ্রেট ব্রিটেন।

১২) সুইজারল্যান্ড কি নামে পরিচিত ?

উঃ- ইউরোপের খেলার মাঠ।

১৩) মন্দিরের শহর বললে আমরা কোন জায়গাকে বুঝি ?

উঃ- বেনারস।

১৪) প্রাচ্যের দেশ কোনটি ?

উঃ- জাপান।

১৫) রাজার শহর কোন জায়গাকে বলে ?

উঃ- কায়রো।

১৬) পোপের শহর বলতে কোন জায়গাকে বুঝি ?

উঃ- ভ্যাটিকান।

১৭) নাই নাই অঞ্চল কোনটি ?

উঃ- প্রেইরি অঞ্চল।

১৮) রোম কি নামে পরিচিত ?

উঃ- নীরব শহর।

১৯) জিব্রাল্টার মালভূমি কি নামে খ্যাত ?

উঃ- হারকিউলিসের থাম।

২০) এড়িয়াটিকের রানী নামে কে পরিচিত ?

উঃ- ভেনিস।

২১) সমুদ্রের নদী নামে পরিচিত প্রাচীন জায়গাটির নাম কি ?

উঃ- গানক স্ট্রিক।

২২) নিউইয়র্ক কি নামে পরিচিত ?

উঃ- স্কাই স্ক্র্যাপারের শহর।

২৪) পৃথিবীর সুন্দর দেশ কোনটি ?

উঃ- হিস্ট্রিয়ান-ডি-কানা ।

২৪) ভূমিকম্পের দেশ কোনটি ?

উঃ- জাপান।

২৫) জোহানেসবার্গ কি নামে পরিচিত ?

উঃ- স্বর্ণ শহর।

২৬) হোয়াং-হো নদী কি নামে পরিচিত ?

উঃ- চীনের দুঃখ।

২৭) জাপান কি নামে পরিচিত?

উঃ- সূর্যোদয়ের দেশ।

২৮) পিরামিডের দেশ বলতে কোন দেশকে বোঝায় ?

উঃ- মিশর।

২৯) শিকাগো শহর কি নামে পরিচিত ?

উঃ- বাদামের শহর।

৩০) নিশীথ সূর্যের দেশ কাকে বলে ?

উঃ- নরওয়েকে।

৩১) বাঁশ ও কাগজের জাদু নামে কোন জায়গা পরিচিত ?

উঃ- টোকিও।

৩২) টিপু সুলতান কি নামে পরিচিত ?

উঃ- মহীশুরের বাঘ।

৩৩) সমুদ্রের বধু নামে কোন দেশ পরিচিত ?

উঃ- গ্রেট ব্রিটেন।

৩৪) আফ্রিকা কি নামে পরিচিত ?

উঃ- অন্ধকারাচ্ছন্ন মহাদেশ।

৩৫) চির শান্তির শহর নামে পরিচিত কোন জায়গা ?

উঃ- রোম।

৩৬) দামোদর নদী কি নামে পরিচিত ?

উঃ- বাংলার দুঃখ।

৩৭) হলদে নদী নামে পরিচিত কোন নদী ?

উঃ- হোয়াং-হো নদী।

৩৮) ভারতের রোম কোন শহরকে বলে ?

উঃ-  দিল্লি।

৩৯) পৃথিবীর ছাদ নামে পরিচিত কোন মালভূমি ?

উঃ- পামির মালভূমি।

৪০) ভূ-স্বর্গ নামে পরিচিত কোন জায়গা ?

উঃ- কাশ্মীর।

৪১) ইস্তানবুল কি নামে পরিচিত ?

উঃ- সোনার অন্তঃপুর।

৪২) তুর্কিস্তান কি নামে পরিচিত ?

উঃ- পশুপালনের দেশ।

৪৩) বাংলাদেশে কি নামে পরিচিত ?

উঃ- ভাটির দেশ।

৪৪) গ্রানাইট শহর নামে পরিচিত কোন জায়গা ?

উঃ-  স্কটল্যান্ড।

৪৫) বাংলাদেশের প্রবেশদ্বার কাকে বলে ?

উঃ- চট্টগ্রামকে।

৪৬) বজ্রপাতের দেশ কাকে বলে ?

উঃ- ভুটান।

৪৭) প্রাচীরের দেশ কোনটি ?

উঃ- চীন।

৪৮) পবিত্র দেশ কোন দেশকে বলে ?

উঃ- ফিলিস্তিন।

৪৯) তাজের শহর কাকে বলা হয় ?

উঃ- আগ্রা ।

৫০) সিল্ক রুটের দেশ বলা হয় কোন দেশকে ?

উঃ- ইরান।

৫১)  শ্বেতহস্তীর দেশ বলা হয় কাকে ?

উঃ-থাইল্যান্ড।

৫২) সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে ?

উঃ- জাপান।

৫৩) পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী কাকে বলে ?

উঃ- প্যারিস।

৫৫) চির সবুজের দেশ বলা হয় কোন দেশকে ?

উঃ- নাটাল ।

৫৬) ধীবরের দেশ বলা হয় কোন দেশকে ?

উঃ- নরওয়ে।

৫৭) পঞ্চনদের দেশ বলা হয় কোন দেশকে ?

উঃ- পাকিস্তান।

৫৮) লিলি ফুলের দেশ কাকে বলে ?

উঃ- কানাডা।

৫৯) দ্বীপের মহাদেশ কাকে বলে ?

উঃ- অস্ট্রেলিয়া।

৬০) ভুমধ্যসাগরের প্রবেশদ্বার কাকে বলে ?

উঃ- জিব্রাল্টার প্রণালীকে।

৬১) বৃহদাকার চিড়িয়াখানা কোন দেশকে বলে ?

উঃ- আফ্রিকা।

৬২) ম্যাপল পাতার দেশ কাকে বলে ?

উঃ- কানাডা।

৬৩) হাজার হ্রদের দেশ কোন দেশকে বলে ?

উঃ- ফিনল্যান্ড।

৬৪) হাজার দ্বীপের দেশ কোন দেশকে বলে ?

উঃ- ইন্দোনেশিয়া।

৬৫) দুর্গের শহর কাকে বলে ?

উঃ- এডিনবার্গ।

৬৬) লবঙ্গের দ্বীপ কাকে বলে ?

উঃ- জাঞ্জিবার।

৬৭) চির বসন্তের নগরী কোনটি ?

উঃ- কিটো।

৬৮) নিমজ্জমান নগরী কোন শহরকে বলে ?

উঃ- হেগ শহরকে।

৬৯) মুক্তার দ্বীপ কাকে বলে ?

উঃ- বাহারিন।

৭০) মোটরগাড়ির শহর কাকে বলে ?

উঃ- ডেট্রয়েট।

৭১) গোলাপি শহর কাকে বলে ?

উঃ- রাজস্থান ।

৭২) সোনালী প্যাগোডার দেশ কাকে বলে ?

উঃ- মায়ানমার।

৭৩) প্রাচ্যের ভেনিস কাকে বলে ?

উঃ- ব্যাংকক।

৭৪) রৌপের শহর কাকে বলে ?

উঃ- আলজিয়ার্স।

৭৫) কানাডার প্রবেশদ্বার কাকে বলে ?

উঃ- সেন্ট লরেন্স।

৭৬) সম্মেলনের শহর কোন শহরকে বলে ?

উঃ- জেনেভা।

৭৭) বাজারের শহর কাকে বলে ?

উঃ- কায়রো।

৭৮) রাজপ্রাসাদের শহর কাকে বলে ?

উঃ- কলকাতা।

৭৯) নিষিদ্ধ নগরী কাকে বলে ?

উঃ- লাসাকে ।

৮০) সাদা শহর কাকে বলে ?

উঃ- বেলগ্রেড।

৮১) ভারতের প্রবেশদ্বার কাকে বলে ?

উঃ- মুম্বাই।

৮২) বাতাসের শহর কাকে বলে ?

উঃ- শিকাগো।

৮৩) ইউরোপের প্রবেশদ্বার কাকে বলে?

উঃ- ভিয়েনা।

৮৪) শ্বেতাঙ্গদের করবস্থান কাকে বলে?

উঃ- গিনিকোস্ট।

৮৫) পান্নার দ্বীপ কাকে বলে?

উঃ- আয়ারল্যান্ড।

৮৬) ইউরোপের বুট কাকে বলে? 

উঃ- ইতালি।

৮৭) ইউরোপের ককপিট কাকে বলে ?

উঃ- বেলজিয়াম।

৮৮) পৃথিবীর কসাইখানা কাকে বলে ?

উঃ-  শিকাগো।

৮৯) ঝর্ণার শহর কাকে বলে ?

উঃ- তাসখন্দ।

৯০) শান্ত সকালের দেশ বলা হয় কোন শহরকে ?

উঃ- দক্ষিণ কোরিয়া।

৯১) দারুচিনির দ্বীপ বলা হয় কোন দেশকে ?

উঃ- শ্রীলংকা।

৯২) রামধনুর দেশ বলা হয় কোন দেশকে ?

উঃ- হাওয়াই।

৯৩) সমুদ্রের বধু কাকে বলে ?

উঃ-  গ্রেট ব্রিটেন।

৯৪) চীনের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে ?

উঃ- সাংহাই।

৯৫) কেকের দেশ বলা হয় কোন দেশকে ?

উঃ- স্কটল্যান্ড।

৯৬) পঞ্চ হ্রদের বন্দর বলা হয় কাকে?

উঃ- মস্কো (রাশিয়া) দেশকে।

৯৭) গগনচুম্বী অট্টালিকার শহর বলা হয় কোন শহরকে ?

উঃ- নিউইয়র্ক।

৯৮) আরব সাগরের রানী বলা হয় কোন শহরকে ?

উঃ- কোচিন বন্দরকে।

৯৯) অর্কিডের শহর বলা হয় কোন শহরকে ?

উঃ- কার্শিয়াং।

১০০) দাক্ষিণাত্যের রানী বলা হয় কোন শহরকে ?

উঃ- পুনে (ভারত) ।

১০১) 'ভারতের শেফিল্ড' বলা হয় কাকে ?

উঃ- হাওড়া।

১০২) 'ভারতের পূর্বের রত্ন' বলা হয় কোন শহরকে ?

উঃ- মনিপুর।

১০৩) 'ভারতের মশলার বাগান' বলা হয় কোন রাজ্যকে ?

উঃ- কেরালা।

১০৪) বাংলার অক্সফোর্ড বলা হয় কাকে ?

উঃ- নবদ্বীপ।

১০৫) ভারতের তথ্যপ্রযুক্তির শহর বলা হয় কোন শহরকে ?

উঃ- বেঙ্গালুরু।

১০৬) নীল পর্বত বলা হয় কোন পর্বতকে ?

উঃ- নীলগিরি পর্বতকে।

১০৭) ভারতের পর্বতের রানী বলা হয় কোন শহরকে ?

উঃ- নেতারহাট।

১০৮) ভারতের পিটসবার্গ বলা হয় কোন শহরকে ?

উঃ- জামসেদপুর।

১০৯) উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে ?

উঃ- শিলিগুড়ি।

১১০) ভারতের ধানের ভান্ডার বলা হয় কোন শহরকে ?

উঃ- পূর্ব বর্ধমান।

১১১) সবুজ নগরী বলা হয় কোন শহরকে ?

উঃ- চেন্নাই (তামিলনাড়ু) ।

১১২) গঙ্গার প্রবেশদ্বার বলা হয় কাকে ?

উঃ- হরিদ্বার।

১১৩) শাশ্বত শহর বলা হয় কাকে ?

উঃ- রোম।

১১৪) হামিং বার্ডের দেশ বলা হয় কোন দেশকে ?

উঃ- ত্রিনিদাদ।

১১৫) চীনের ধানের ভান্ডার বলা হয় কোন প্রদেশকে ?

 উঃ- হুনান প্রদেশকে ।

১১৬) ভগবানের নিজের দেশ বলা হয় কোন রাজ্যকে ?

উঃ- কেরালা ।

১১৭) ভারতের মক্কা শহর বলা হয় কোন শহরকে ?

উঃ- সুরাট।

১১৮) ভারতের ইস্পাত নগরী বলা হয় কাকে ?

উঃ- টাটানগর।

১১৯) পঞ্চ নদের দেশ বলা হয় কাকে ?

উঃ- পাঞ্জাব।

১২০) ভারতের কমলালেবুর শহর বলা হয় কাকে ?

উঃ- নাগপুর।

১২১) চন্দন বৃক্ষের মন্দির বলা হয় কাকে ?

উঃ- মাদুরাই।

১২২) ভারতের গ্লাসগো বলা হয় কোন জেলাকে ?

উঃ- হাওড়া।

১২৩) ভারতের রূঢ় বলা হয় কাকে ?

উঃ- দুর্গাপুর।

১২৪) ভারতের সঙ্গীতের শহর বলা হয় কাকে ?

উঃ- লক্ষ্নৌ।

১২৫) ভারতের দুধের বালতি বলা হয় কাকে ?

উঃ-  হরিয়ানা ।

১২৬) গুহার দেশ কাকে বলে ?

উঃ- সিকিম।

১২৭) পঞ্চ পাহাড়ের দেশ কাকে বলে ?

উঃ- ত্রিপুরা।

১২৮) ভারতের পোস্টকার্ডের শহর কাকে বলে ?

উঃ- মানালি (হিমাচল প্রদেশ)।

১২৯) এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলে ?

উঃ- অন্ধ্রপ্রদেশ।

 ১৩০) ধানক্ষেতের শহর কাকে বলে ?

উঃ- তিরুনেলভ্যালি ( তামিলনাড়ু )।

১৩১) ভারতের শ্বেত শহর বলা হয় কাকে ?

উঃ- উদয়পুর।

১৩২) ভারতের আঙ্গুরের শহর বলা হয় কাকে ?

উঃ- নাসিক ( মহারাষ্ট্র ) ।

১৩৩) লংকার শহর বলা হয় কাকে ?

উঃ- গুন্টুর ( অন্ধ্রপ্রদেশ )।

১৩৪) আরব শহরের রাজা কাকে বলে ?

উঃ- কোলান (কেরালা) ।

১৩৫)  আমের শহর কাকে বলে ?

উঃ- মালদা।

১৩৬) বিশ্বের চামড়ার শহর কাকে বলে ?

উঃ- কানপুর।

১৩৭) সিটি অফ হ্যান্ডলুম কাকে বলে ?

উঃ- পানিপথ (হরিয়ানা)।

১৩৮) নীল শহর কাকে বলে ?

উঃ- যোধপুর।

১৩৯) দক্ষিণ ভারতের প্রবেশদ্বার কাকে বলে ?

উঃ- চেন্নাই।

১৪০) সিটি অফ জয় কাকে বলে ?

উঃ- কলকাতা।

১৪১) ভারতের যমজ শহর কোন কোন শহরকে বলে ?

উঃ- হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ এবং কলকাতা ও হাওড়াকে।

১৪২) ভারতের মশলার বাগান কাকে বলে ?

উঃ- কেরালা ।

১৪৩) ইউরোপের শস্য ভান্ডার কাকে বলে ?

উঃ- ইউক্রেন।

১৪৪) তামার দেশ কাকে বলে ?

উঃ- জাম্বিয়া ।

১৪৫) ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলে ?

উঃ- তুরস্ক।

১৪৬) পৃথিবীর গুদাম ঘর কাকে বলে ?

উঃ- মেক্সিকো।

১৪৭) ক্ষুদ্র ভেনিস কাকে বলে ?

উঃ- ভেনেজুয়েলা।

১৪৮) উড়ন্ত মাছের দেশ কাকে বলে ?

উঃ- বার্বাডোজ ।

১৪৯) সোনালী পশমের দেশ কাকে বলে ?

উঃ- অস্ট্রেলিয়া।

১৫০) ইউরোপের ককপিট কাকে বলে ?

উঃ- বেলজিয়াম।

১৫১) ইউরোপের যুদ্ধক্ষেত্রে কাকে বলে ?

উঃ- বেলজিয়াম।

১৫২) দ্বীপপুঞ্জের মহাদেশ কাকে বলে ?

উঃ- অস্ট্রেলিয়া।

১৫৩) সোনালী প্যাগোডার দেশ কোনটি ?

উঃ- মায়ানমার।

১৫৪) উত্তর ইউরোপের দুগ্ধ কেন্দ্র কাকে বলে ?

উঃ- ডেনমার্ক।

১৫৫) ইউরোপের শাশুড়ি কাকে বলে ?

উঃ- ডেনমার্ক।

১৫৬) প্রাচ্যের ম্যানচেস্টার কাকে বলে ?

উঃ- ওসাকা

১৫৭) বিহারের দুঃখ কাকে বলে ?

উঃ- কোশী নদী ।

১৫৮) প্রাচ্যের ভেনিস কাকে বলে ?

উঃ- আলেপ্পি (কেরালা) ।

১৫৯) উৎসব নগরী কাকে বলে ?

উঃ- মাদুরাই (তামিলনাডু) ।

১৬০) চন্দন বৃক্ষের মন্দির কাকে বলে ?

উঃ- মাদুরাই (তামিলনাডু) ।

১৬১) ভারতের বস্টন কাকে বলে ?

উঃ- আমেদাবাদ (গুজরাট)।

১৬২) হ্রদের নগরী কাকে বলে?

উঃ- হায়দ্রাবাদ (তেলেঙ্গানা)।

১৬৩) ভারতের কমলালেবুর শহর কাকে বলে ?

উঃ- নাগপুর।

১৬৪) ভারতের দুধের বালতি কাকে বলে ?

উঃ- হরিয়ানা।

১৬৫) পঞ্চ পাহাড়ের দেশ কাকে বলে ?

উঃ- ত্রিপুরা।

১৬৭) কুইন অফ গাড়োয়াল কাকে বলে ?

উঃ- নীলকন্ঠ পাহাড়।

১৬৮) তালা-চাবির শহর কাকে বলে ?

উঃ- আলিগড় (উত্তর প্রদেশ)।

১৬৯) কালো হিরের স্থান কাকে বলে ?

উঃ- আসানসোল (পশ্চিমবঙ্গ)।

১৭০) মহাকাশ শহর কাকে বলে ?

উঃ- ব্যাঙ্গালুরু(কর্ণাটক)।

১৭১) এশিয়ার ডেট্রয়েট কাকে বলে ?

উঃ- চেন্নাই।

১৭২) সৌন্দর্যের শহর কাকে বলে ?

উঃ- চন্ডীগড়।

১৭৩) পাহাড়ের রানী কাকে বলে ?

উঃ- দার্জিলিং (পশ্চিমবঙ্গ)।

১৭৪) চায়ের শহর কাকে বলে ?

উঃ- ডিববুগড় (আসাম)।

১৭৫) সবুজ শহর কাকে বলে ?

উঃ- গান্ধীনগর।

১৭৬) পাওয়ার হাব সিটি কাকে বলে ?

উঃ- মুণ্ডি (মধ্যপ্রদেশ)।

১৭৭) হেরিটেজ সিটি কাকে বলে ?

উঃ- মাইশোর (কর্ণাটক)।

১৭৮) সপ্ত দ্বীপের শহর কাকে বলে ?

উঃ- মুম্বাই (মহারাষ্ট্র)।

১৭৯) নবাবের শহর কাকে বলে ?

উঃ- লখনৌ।

১৮০) আরব সাগরের রাজা কাকে বলে ?

উঃ- কোলান (কেরালা)।

১৮১) উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে ?

উঃ-  কানপুর (উত্তরপ্রদেশ)।

১৮২) বিশ্বের চামড়ার শহর কাকে বলে ?

উঃ- কানপুর  (উত্তরপ্রদেশ)।

১৮৩) ভারতের ইস্পাত শহর কাকে বলে ?

উঃ- জামসেদপুর (ঝাড়খন্ড)।

১৮৪) সিটি অফ প্যালেস কাকে বলে ?

উঃ- জয়পুর (রাজস্থান)।

১৮৫) ভারতের সোনালী শহর কাকে বলে ?

উঃ- জয়সলমীর (রাজস্থান)।

১৮৬) সিটি অফ ডেস্টিনি কাকে বলে ?

উঃ- বিশাখাপত্তনম (উত্তরপ্রদেশ)।

১৮৭) হিরের শহর কাকে বলে ?

উঃ- সুরাট (গুজরাট)।

১৮৮) ভারতের ক্যালিফোর্নিয়া কাকে বলে ?

উঃ- নাসিক/রত্নগিরি (মহারাষ্ট্র)।

১৮৯) বিরিয়ানির বিশ্ব রাজধানী কাকে বলে ?

উঃ- হায়দ্রাবাদ।

১৯০) সূর্য শহর কাকে বলে ?

উঃ- যোধপুর(রাজস্থান)।

২০০) ভারতের আধ্যাত্মিক রাজধানী কাকে বলে ?

উঃ- বারাণসী (উত্তরপ্রদেশ)।

২০১) রক্তের শহর কাকে বলে ?

উঃ- তেজপুর(আসাম)।

২০২) যোগের শহর কাকে বলে ?

উঃ- হৃষিকেশ (উত্তরাখণ্ড)।

২০৩) ডুয়ার্সের প্রবেশদ্বার কাকে বলে ?

উঃ- শিলিগুড়ি (পশ্চিমবঙ্গ)।

২০৪) ভারতের প্যারিস কাকে বলে ?

উঃ- জয়পুর (রাজস্থান)।

২০৫) দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে ?

উঃ- কোয়েম্বাটুর।

২০৬) ভারতের সুইজারল্যান্ড কাকে বলে?

উঃ- কাশ্মীর।

২০৭) হিমালয়ের রানী কাকে বলে ?

উঃ- মুসৌরী (উত্তরাখণ্ড)।

২০৮) ভারতের পিটসবার্গ কাকে বলে ?

উঃ- জামসেদপুর (ঝাড়খন্ড)।

২০৯) হাইটেক শহর কাকে বলে ?

উঃ- ব্যাঙ্গালোর।

২১০) গঙ্গার প্রবেশদ্বার কাকে বলে ?

উঃ- হরিদ্বার।

২১১) ভারতের পোস্টকার্ড শহর কাকে বলে ?

উঃ- মানালি (হিমাচল প্রদেশ)।

২১২) ভারতের সামরিক শহর কাকে বলে ?

উঃ- মিরাট।

২১৩) মেঘদূতের দেশ কাকে বলে ?

উঃ- রামটেক (মহারাষ্ট্র)।

২১৪) উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে ?

উঃ- শিলিগুড়ি (পশ্চিমবঙ্গ)।

২১৫) পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে ?

উঃ- কলকাতা (পশ্চিমবঙ্গ)।

২১৬) উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে ?

উঃ- গুয়াহাটি (আসাম) ।

২১৭) ভারতের কয়লা রাজধানী কাকে বলে ?

উঃ- ধানবাদ (ঝাড়খন্ড)।

২১৮) ভারতের মূলধনের রাজধানী কাকে বলে ?

উঃ- মুম্বাই।

২১৯) ভারতের রেশম শহর কাকে বলে ?

উঃ- ভাগলপুর (বিহার)।

২২০) মিনি মুম্বাই কাকে বলে ?

উঃ- ইন্দোর (মধ্যপ্রদেশ)।



আজকের Bengali Mixed GK Part - 22 টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করো -

PDF Details:

PDF Name : বিভিন্ন উপনাম
Language : বাংলা
PDF Size : 0.37 MB
No. of Pages : 08
Download Link : Click Here To Download