Latest

Sunday, February 20, 2022

Life Science GK Bengali PDF Part - 20 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ২০

 Life Science GK Bengali PDF Part - 20

Life Science GK Bengali PDF Part - 20
Life Science GK Bengali

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 20 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ২০ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম । 

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Life Science GK Bengali

283. বিদেশের একটি বিলুপ্ত প্রাণীর নাম বল ।

উঃ- মরিশাসের ডোডো পাখি।

284. অনুখাদক কাদের বলে ?

উঃ- বিয়োজকদের।

285. কোন জাতীয় উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি হয় ?

উঃ- শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে ।

286. শিম্বগোত্রীয় নয় এমন  উদ্ভিদের নাম করো যারা বায়ুর নাইট্রোজেন সংবন্ধন করতে পারে ।

উঃ- ঝাউ, পাইন।

287. দুটি রাসায়নিক সারের নাম বল যারা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে ।

উঃ- অ্যামোনিয়া সালফেট এবং ইউরিয়া।

288. বায়ুমন্ডলের কার্বন ডাই-অক্সাইড প্রধানত কিভাবে অপসারিত হয় ?

উঃ- উদ্ভিদের সালোকসংশ্লেষের মাধ্যমে।

289. বায়ুর অক্সিজেনের প্রধান উৎস কি ?

উঃ- উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন।

290. পরিবেশের কোন দুটি চক্র একে অপরের পরিপূরক ?

উঃ- অক্সিজেন চক্র এবং কার্বন চক্র।

291. ইকোলজি শব্দটির প্রবক্তা কে ?

উঃ- আর্নেস্ট হেকেল।

292. ইকোসিস্টেম শব্দটির প্রবক্তা কে ?

উঃ- ট্যান্সলে।

293.  ইকোলজির কার্যকরী একক কী ?

উঃ- ইকোসিস্টেম।

294. জীবের মৃত্যুতে যে পরিমাণ শক্তির অপচয় ঘটে তাকে কি বলে ?

উঃ- বিনষ্ট শক্তি।

295. মানুষ কোন শ্রেণির ভক্ষক ?

উঃ- দ্বিতীয় শ্রেণির।

296. তৃণভোজী কোন শ্রেণির ভক্ষক ?

উঃ- প্রথম শ্রেণির।

297. তৃণভূমির বাস্তুতন্ত্রে প্রথম সারির ভক্ষক কারা ?

উঃ- খরগোশ গরু মহিষ ছাগল ভেড়া প্রভৃতি প্রাণী (যারা ঘাস খায়)।

298. তৃণভূমির বাস্তুতন্ত্রে সর্বোচ্চ সারির ভক্ষক কারা ?

উঃ- ঈগল, চিল, নেকড়ে প্রভৃতি শিকারি প্রাণী।

299. পুকুরের বাস্তুতন্ত্রের প্রথম সারির ভক্ষক কারা ?

উঃ- জুপ্ল্যাঙ্কটন, কীটপতঙ্গ, লার্ভা ইত্যাদি।

300. পুকুরের ইকোসিস্টেমে সর্বোচ্চ শ্রেণীর ভক্ষক করা ?

উঃ- বড় বড় মাংসাশী মাছ, মাছরাঙ্গা প্রভৃতি প্রাণী।

301. বনভূমির সর্বোচ্চ সারির খাদক কারা ?

উঃ- বাঘ, সিংহ।

302. ফড়িং কোন শ্রেণীর খাদক ?

উঃ- প্রথম শ্রেণির।

303. একটি অনুখাদকের নাম বল ।

উঃ- ব্যাক্টেরিয়া।

304. ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ দাও ।

উঃ- সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য।

305. খাদ্য পিরামিড সম্পর্কে প্রথম কে ধারণা ব্যক্ত করেন ?

উঃ- বিজ্ঞানী এলটন (Elton)

306. বাস্তুতন্ত্রের একটি এককোষী বিয়োজকের নাম কী ?

উঃ- নাইট্রোসোমোনাস।

307. পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা কি ?

উঃ‌- প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা।


Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here