Latest

Sunday, February 20, 2022

Bengali Mixed GK Part - 19 ।। বিভিন্ন পুরস্কার পরিচয় বাংলা জিকে পর্ব - ১৯ ।। Free PDF Download

 বিভিন্ন পুরস্কার পরিচয় বাংলা জিকে পর্ব - ১৯


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, Bengali Mixed GK Part - 19 ।। বিভিন্ন পুরস্কার পরিচয় বাংলা জিকে পর্ব - ১৯ ।। Free PDF Download ।

আজকের জেনারেল নলেজ গুলি দেখে নাও আশা করি তোমাদের কাজে লাগবে । প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করে নিতে পারো ।

Bengali Mixed GK

বিভিন্ন পুরস্কার পরিচয়


১। নোবেল পুরস্কার কি ?

উঃ ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল নামে সুইডেনের একজন ইঞ্জিনিয়ার তার সমস্ত সম্পত্তি মৃত্যুর পূর্বে বিশ্ববাসীর নামে উইল করে রেখে যান । এই সম্পত্তির আয় থেকে প্রতিবছর পৃথিবীর ৬ জন শ্রেষ্ঠ মনিষীকে ৬ টি বিষয়ে পুরস্কার দেয়া হয় । দাতার নাম অনুসারে এই পুরস্কারের নাম রাখা হয়েছে নোবেল পুরস্কার । ভারতীয় মুদ্রায় প্রত্যেকটির মূল্য ১৬ লক্ষ টাকার অধিক । ১৯০১ খিস্টাব্দ থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে ।

২। ভারতরত্ন পুরস্কার কি ?

উঃ ১৯৫৪ সাল থেকে প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি ভারতের শ্রেষ্ঠ জ্ঞানী ও গুণী ব্যক্তিদের ভারতের সর্বশ্রেষ্ঠ সম্মান – ‘ভারতরত্ন’ পুরস্কার প্রদান করে আসছেন ।

৩। লেনিন শান্তি পুরস্কার কি ?

উঃ মহামতি লেনিনের জন্মদিনে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট আন্তর্জাতিক শান্তিকামী বিশিষ্ট ব্যক্তিগণকে যে পুরস্কার প্রদান করেন তাকে লেনিন শান্তি পুরস্কার বলে ।

৪। জ্ঞানপীঠ পুরস্কার কি ?

উঃ ভারতীয় ভাষায় সৃজনশীল সাহিত্য রচনায় উৎসাহ প্রদানের জন্য বিশিষ্ট শিল্পপতি শান্তিপ্রসাদ জৈন এই পুরস্কার দিয়ে থাকেন । এর অর্থমূল্য দেড় লক্ষ টাকা । 1965 সাল থেকে ভারত সরকারের সাহিত্য একাদেমীর মাধ্যমে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

৫। পদ্মবিভূষণ পুরস্কার কি ?

উঃ যেকোন ক্ষেত্রে বিশিষ্ট ও অসাধারণ অবদানের জন্য ভারত সরকার কর্তৃক এই সম্মান দেওয়া হয় । সরকারি কর্মচারীরা এই সম্মান পেয়ে থাকেন । মর্যাদার বিচারে এটি দ্বিতীয় ।

৬। পদ্মভূষণ পুরস্কার কি ?

উঃ যে কোন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে থাকে । সরকারি কর্মচারীরা এই সম্মান অর্জন করতে পারেন । মর্যাদার দিক থেকে এটি তৃতীয়।

৭। পদ্মশ্রী পুরস্কার কি ?


উঃ যে কোন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে । সরকারি ও বেসরকারি পর্যায়ের সকলেই এই পুরস্কার পাওয়ার যোগ্য । মর্যাদার দিক থেকে এটি চতুর্থ ।

৮। রবীন্দ্র পুরস্কার কি ?

উঃ পশ্চিমবঙ্গ সরকার প্রতিবছর বিশিষ্ট বাঙালি লেখকদের সাহিত্য সৃষ্টির জন্য রবীন্দ্র পুরস্কার প্রদান করে থাকেন । এই পুরস্কারের অর্থমূল্য ৫০০০ টাকা ।

৯। সাহিত্য একাদেমী পুরস্কার কি ?

উঃ ভারত সরকারের সাহিত্য একাদেমী বিভাগ ভারতের বিভিন্ন ভাষায় শ্রেষ্ঠ লেখকগণকে প্রতিবছর ২৫০০০ টাকা মূল্যের একটি পুরস্কার দিয়ে সম্মানিত করেন । এই পুরস্কার কে সাহিত্য একাদেমী পুরস্কার বলা হয় ।

১০। কলিঙ্গ পুরস্কার কি ?

উঃ উড়িষ্যার বিশিষ্ট শিল্পপতি ও পরলোকগত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়ক রাষ্ট্রসঙ্ঘের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লেখক কে এক হাজার পাউন্ড মূল্যের একটি পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছেন, একেই কলিঙ্গ পুরস্কার বলা হয়।

১১। নেহেরু শান্তি পুরস্কার কি ?

উঃ ভারত সরকার পরলোকগত প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরুর জন্মদিন ১৪ ই নভেম্বর প্রতিবছর আন্তর্জাতিক বোঝাপড়ার জন্য বিশেষ শান্তিকামী বিশিষ্ট ব্যক্তিকে একটি পুরস্কার দিয়ে থাকেন । এর অর্থ মূল্য ১ লক্ষ টাকা । এই পুরস্কার কে নেহেরু শান্তি পুরস্কার বলা হয় ।

১২। অর্জুন পুরস্কার কি ?

উঃ সব রকম খেলাধুলা পারদর্শিতার জন্য প্রতিবছর শ্রেষ্ঠ খেলোয়াড়দের এই পুরস্কার দেয়া হয় । ১৯৬১ সাল থেকে এই পুরস্কার প্রথা চালু আছে ।

১৩। ভারতীয় প্রতিরক্ষা বিভাগের পুরস্কার গুলি কি কি ?

উঃ (ক) পরমবীর চক্র (খ) মহাবীর চক্র (গ) বীর চক্র (ঘ) অশোক চক্র ।

১৪। অশোক চক্র কি ?

উঃ জল-স্থল-অন্তরীক্ষ সর্বত্র শৌর্য-বীর্যের অনন্য সাধারণ সাহসিকতার পরিচয় কাজের জন্য ভারত সরকার সৈন্যদের সোনার তৈরি এই চক্রটি প্রদান করে থাকেন ।

১৫। মহাবীর চক্র কি ?

উঃ জল-স্থল-অন্তরীক্ষে যেকোনো যুদ্ধক্ষেত্রে সাহস ও বীরত্বের জন্য ভারতীয় সৈন্যদের এই পুরস্কার দেওয়া হয় । মর্যাদার দিক থেকে সেনাবাহিনীতে এটি দ্বিতীয় শ্রেষ্ঠ পুরস্কার ।

১৬। কীর্তিচক্র পদক কি ?

উঃ অসীম সাহসিকতার জন্য এই পদক দেয়া হয় । এই পদক রূপার তৈরি ।

১৭। জীবন রক্ষা পদক কি ?

উঃ নিজের জীবন বিপন্ন করে অন্যের জীবন রক্ষা করার মত মহৎ অসীম সাহসিকতার জন্য এই পদক প্রদান করা হয় ।

১৮। পরম বীর চক্র কি ?

উঃ যুদ্ধক্ষেত্রে অসীম সাহসিকতা বা আত্মোৎসর্গের জন্য প্রদত্ত সর্বোচ্চ মর্যাদার পদক । ভারত সরকার প্রদত্ত এই পদকে একদিকে দেবরাজ ইন্দ্রের বজ্র আঁকা আছে , অপরদিকে ‘পরম বীরচক্র’ খোদাই করা আছে ।

১৯। বীর চক্র কি ?

উঃ যুদ্ধক্ষেত্রে অসীম সাহসিকতার জন্য রুপার তৈরি এই পদক প্রদান করা হয় । এটি সৈন্যবাহিনীতে মর্যাদার দিক থেকে তৃতীয় স্থান অধিকারী ।

২০। বিশিষ্ট সেবা পদক কি ?

উঃ স্থল, নৌ এবং বিমান বাহিনীর সৈন্যদের বীরত্ব ও সাহসের নিদর্শন হিসাবে এই পদক দেওয়া হয় । ১৯৬৫ সাল থেকে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর স্মৃতি রক্ষার্থে এই পুরস্কার দেয়া হয়েছে । এর অর্থ মূল্য ১ লক্ষ টাকা ।

২১। ডাঃ বিধানচন্দ্র রায় পুরস্কার কি ?

উঃ সাহিত্য, ভেষজ, দর্শন প্রভৃতি বিষয়ে বিশেষ পারদর্শিতা জন্য ডাঃ বিধান চন্দ্র রায় ট্রাস্ট এই পুরস্কার দিয়ে থাকেন । এই পুরস্কারের অর্থমূল্য ৫০০০০ টাকা ।

২২। শিক্ষকদের জাতীয় পুরস্কার কি ?

উঃ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্ম দিনে ৫ই সেপ্টম্বর শ্রেষ্ঠ শিক্ষকদের শিক্ষাদানের কাজের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর এই পুরস্কার ভারত সরকার দিয়ে থাকেন । এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় । একটি মানপত্র ও নগদ ৫০০০ টাকা প্রত্যেক শিক্ষক পান । এই পুরস্কার প্রাপ্ত শিক্ষককে জাতীয় শিক্ষক বলা হয় ।


আজকের Bengali Mixed GK Part - 19 টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করো -

PDF Details:

PDF Name : বিভিন্ন পুরস্কার পরিচয়
Language : বাংলা
PDF Size : 0.16 MB
No. of Pages : 03
Download Link : Click Here To Download