Histrory General Knowladge Part - 29
![]() |
Histrory General Knowladge |
বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –
৬১৫। হিউয়েন
সাঙ কাকে দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ রাজা বলে উল্লেখ করেছেন ?
উঃ- দ্বিতীয় পুলকেশিকে।
৬১৬। কার সময়ে ইলোরার
কৈলাসনাথ মন্দিরটি তৈরি হয় ?
উঃ- রাষ্ট্রকূটরাজ প্রথম
কৃষ্ণের আমলে।
৬১৭। রামেশ্বর সেতুবন্ধে
কার বিজয়স্তম্ভ আছে ?
উঃ- তৃতীয় কৃষ্ণের।
৬১৮। রাষ্ট্রকূট বংশের
অবসান হয় কত খ্রিস্টাব্দে ?
উঃ- ৯৭৩ খ্রিস্টাব্দে।
৬১৯। রাষ্ট্রকূট বংশের
পতনকালে কে রাজা ছিলেন ?
উঃ- চতুর্থ অমোঘবর্ষ।
৬২০। ‘বিক্রমাঙ্কদেবচরিত'
কার রচিত ?
উঃ- বিলহনের।
৬২১। বিলহন কার সভাকবি
ছিলেন ?
উঃ- ষষ্ঠ বিক্রমাদিত্যের।
৬২২। ষষ্ঠ বিক্রমাদিত্য
কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ?
উঃ- ১০৭৬ খ্রিস্টাব্দে।
৬২৩। ষষ্ঠ বিক্রমাদিত্য
কোন বংশের রাজা ছিলেন ?
উঃ- কল্যাণের চালুক্য
বংশের।
৬২৪। চোল বংশের প্রথম
ঐতিহাসিক রাজা কে ?
উঃ- কারিকল।
৬২৫। প্রাচীন ভারতের
কোন রাজা শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে নৌ-বাহিনী পাঠান ?
উঃ- রাজেন্দ্র চোল।
৬২৬। কে দন্তীদুর্গকে
‘পৃথিবী বল্লভ’ উপাধিতে ভূষিত করেছিলেন ?
উঃ- চালুক্যরাজ দ্বিতীয় বিক্রমাদিত্য।
৬২৭। দন্তীদুর্গ কি উপাধি
ধারণ করেছিলেন ?
উঃ- মহারাজাধিরাজ।
৬২৮। ‘রত্নমালিকা’ কার
লেখা ?
উঃ- প্রথম অমোঘবর্ষের।
৬২৯। 'কবিরাজমার্গ' কার
লেখা ?
উঃ- প্রথম অমোঘবর্ষের।
৬৩০। 'বিচিত্র চিত্ত'
নামে কে পরিচিত ?
উঃ- প্রথম মহেন্দ্রবর্মন।
৬৩১। মনুসংহিতায় কয়
প্রকার বিবাহের উল্লেখ আছে?
উঃ- আট প্রকার।
৬৩২। ‘জ্যেষ্ঠিক’ বা
‘শ্রেষ্ঠীন’ কী ?
উঃ- প্রাচীনকালে শহরের
ধনী বণিকদের বলা হত শ্রেষ্ঠীন।
৬৩৩। ‘পতিত ক্ষত্রিয়’
বলতে কী বোঝ?
উঃ- মৌর্যোত্তর যুগে
নবাগত বিদেশিদের 'পতিত ক্ষত্রিয়' বলা হয়।
৬৩৪। জাতকে কত ধরনের
শিল্পের উল্লেখ আছে?
উঃ- মোট 18 রকমের।
৬৩৫। 'বৃহৎসংহিতা' কার
রচনা?
উঃ- বরাহমিহিরের।
৬৩৬। অমরকোষ কার রচনা?
উঃ- অমরসিংহের।
৬৩৭। ‘পরম ভাগবত’ উপাধি
কে গ্রহণ করেন?
উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
৬৩৮। শক্তির উপাসকদের
কি বলা হত?
উঃ- শাক্ত।
৬৩৯। কুষাণ যুগের শ্রেষ্ঠ
নাট্যকার কে?
উঃ- ভাস।
আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।
To Know More About Indian History Click Here