Latest

Tuesday, February 15, 2022

Life Science GK Bengali PDF Part - 15 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ১৫

 Life Science GK Bengali PDF Part - 15

Life Science GK Bengali PDF Part - 15
Life Science GK Bengali PDF

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 15 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ১৫ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম । 

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।

157. পেনিসিলিন কে আবিষ্কার করেন ?

উঃ- বিজ্ঞানী স্যার আলেকজান্ডার ফ্লেমিং।

158. ঈস্ট থেকে কোন ভিটামিন সংশ্লেষিত হয় ?

উঃ- ভিটামিন বি-কমপ্লেক্স।

159. অ্যাসপারজিলাস ছত্রাক দ্বারা মানব দেহে সৃষ্ট রোগগুলিকে একত্রে কি বলে ?

উঃ- অ্যাসপারজিলোসেস।

160. বহুকোষী ছত্রাকের সমগ্র অঙ্গজ দেহকে কি বলে ?

উঃ- মাইসেলিয়াম।

161. কোন ছত্রাক গমের মরিচা রোগ সৃষ্টি করে ?

উঃ- পাকসিনিয়া গ্রামিনিস ট্রিটিকি।

162. মানবদেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী পরজীবীটির নাম কি ?

উঃ- প্লাজমোডিয়াম।

163. এককোষী প্রাণীদের এককথায় কি বলে ?

উঃ- প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী।

164. ম্যালেরিয়ার জীবাণুর বাহক কে ?

উঃ- স্ত্রী অ্যানোফিলিস মশা।

165. একটি অপকারী প্রোটোজোয়ার নাম কি ?

উঃ- প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স।

166. ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে যে ওষুধটি ব্যবহৃত হয় তার নাম কি ?

উঃ- কুইনাইন , ক্লোরোকুইন ইত্যাদি।

167. আমাশয় রোগ সৃষ্টিকারী জীবাণুটির নাম কি ?

উঃ- এন্টামিবা হিস্টোলাইটিকা।

168. স্ত্রী কিউলেক্স মশা দ্বারা মানবদেহে কোন রোগ সংক্রমিত হয় ?

উঃ- ফাইলেরিয়া।

169. স্ত্রী এডিস মশা দ্বারা মানবদেহে কোন রোগ সংক্রমিত হয় ?

উঃ- ডেঙ্গু।

170. হেপাটাইটিস রোগ হয় কোন ভাইরাসের কারণে ?

উঃ- হেপাটাইটিস ভাইরাসের কারণে।

171. হেপাটাইটিস রোগটি কিভাবে সংক্রমিত হয় ?

উঃ- রক্তের মাধ্যমে ( রক্ত সঞ্চারণ, আক্রান্ত রোগীর সূচ, সিরিঞ্চি ইত্যাদি ব্যবহারে ) ।

172. BHC - র পুরো নাম কি ?

উঃ- বেঞ্জিন হেক্সাক্লোরাইড।

173. পানীয় জল পরিশোধনের জন্য কোন কোন জীবাণু নাশক ব্যবহার করা হয় ?

উঃ- ক্লোরিন, ফটকিরি, জিওলিন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইত্যাদি।

174. প্রথম কে ভ্যাকসিন বা টিকা আবিষ্কার করেন ?

উঃ- ড. জেনার প্রথম গুটিবসন্তের (small pox) ভ্যাকসিন আবিষ্কার করেন।

175. মৃত ভাইরাস দ্বারা গঠিত একটি ভ্যাকসিনের নাম বল ?

উঃ- ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন।

176. একটি টক্সয়েডের ভ্যাকসিনের নাম বল ?

উঃ- টিটেনাস ভ্যাকসিন।

177. বিজ্ঞানের যে শাখায় ভাইরাস নিয়ে আলোচিত হয় তাকে কি বলে ?

উঃ- ভাইরোলজি ‌।

178. সবচেয়ে ছোট ভাইরাসের নাম কি ?

উঃ- রাইনো ভাইরাস।

179. সবচেয়ে বড় ভাইরাসের নাম কি ?

উঃ- ভ্যাকসিনিয়া ও ভ্যারিওলা।

180. ভাইরাস পর্যবেক্ষণ করতে কোন যন্ত্রের সাহায্যে প্রয়োজন ?

উঃ- ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র।

181. কোন ভাইরাসকে সায়ানোফাজ বলা হয় ?

উঃ- নীলাভ-সবুজ শৈবাল আক্রমণকারী ভাইরাসদের।



আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here