Life Science GK Bengali PDF Part - 4
![]() |
Life Science GK Bengali PDF Part - 4 |
১৫১) পেশী তন্ত্রের একটি
উল্লেখযোগ্য কাজ কি ?
উঃ- দেহের তাপ নিয়ন্ত্রণ
করা।
১৫২) মানবদেহের নির্দিষ্ট
আকৃতি গঠনে কঙ্কালতন্ত্রের সঙ্গে কার ভূমিকা অবশ্য স্বীকার্য ?
উঃ- পেশীতন্ত্রের
১৫৩) মধ্যচ্ছদার পেশী ও
স্বরযন্ত্রের পেশীর ভূমিকা কি ?
উঃ- মধ্যচ্ছদার পেশী
শ্বাসকার্য সম্পাদন করে এবং স্বরযন্ত্রের পেশী স্বর সৃষ্টি করে।
১৫৪) কি কি নিয়ে পৌষ্টিকতন্ত্র
গঠিত ?
উঃ- পৌষ্টিক গ্রন্থি ও
পৌষ্টিক নালিকা।
১৫৫) দাঁতের প্রধান অংশ কয়টি
ও কি কি ?
উঃ- তিনটি দন্তমূল, স্কন্ধ এবং
চূড়া।
১৫৬) কোন কোন বস্তু নিয়ে
মানুষের দাঁত গঠিত ?
উঃ- এনামেল, ডেন্টাইন
এবং সিমেন্ট্রাম নিয়ে।
১৫৭) পূর্ণবয়স্ক মানুষের
স্থায়ী দাঁত কয়টি ?
উঃ- ৩২ টি।
১৫৮) মোলার বা পেষণ দন্তের
সংখ্যা কয়টি ?
উঃ- ৩ টি।
১৫৯) কোন যন্ত্রের মাধ্যমে
ভিটামিন, লবণ
জাতীয় পদার্থ, জল
পরিপাকের ফলে সার পদার্থ শোষণ কার্য সম্পন্ন হয় ?
উঃ- পৌষ্টিকতন্ত্র।
১৬০) বিষাক্ত পদার্থ কোন তন্ত্রের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে আসে ?
উঃ- পৌষ্টিকতন্ত্রের মাধ্যমে।
১৬১) পৌষ্টিকতন্ত্রের
গুরুত্বপূর্ণ কাজ কোনটি ?
উঃ- মানুষের শরীরের জলের
পরিমাণ নিয়ন্ত্রণ করা।
১৬২) কোথায় ভিটামিন 'K' এবং 'B' সংশ্লেষিত
হয় ?
উঃ- বৃহদান্ত্রে।
১৬৩) সংবহন তন্ত্রের প্রধান
অঙ্গ কোনটি ?
উঃ- হৃদপিণ্ড।
১৬৪) হৃদপিন্ডে কয়টি
প্রকোষ্ঠ ?
উঃ- চারটি।
১৬৫) কত প্রকার রক্ত বাহকের
মাধ্যমে দেহের সর্বত্র রক্ত চলাচল অব্যাহত থাকে ?
উঃ- তিন প্রকার (শিরা, ধমনী এবং
কৌশিক জালিকা)।
১৬৬) মানুষের শিরাতন্ত্রে কত
প্রকার শিরা বর্তমান থাকে ?
উঃ- তিন প্রকার।
১৬৭) কোন তন্ত্র মানুষের
দেহের পুষ্টি সাধন করে ?
উঃ- সংবহনতন্ত্র।
১৬৮) রক্তসংবহনতন্ত্রে কার
সাহায্যে দেহের বিভিন্ন কোষে অক্সিজেন পরিবেশন করে ?
উঃ- হিমোগ্লোবিনের।
১৬৯) সংবহন তন্ত্রের
গুরুত্বপূর্ণ কাজ কোনটি ?
উঃ- দেহস্থিত জলের ভারসাম্য
বজায় রাখা।
১৭০) লসিকা কি? তার বর্ণ কি
?
উঃ- একপ্রকার যোগকলা।
বর্ণহীন।
১৭১) কার মাধ্যমে প্রতিটি কোষ
অক্সিজেন এবং খাদ্য রাস পায় ?
উঃ- লসিকা।
১৭২) টিস্যু ফ্লুইড কি ?
উঃ- লসিকা এবং রক্তের মধ্যে
সংযোগকারী তরল পদার্থ।
১৭৩) মাথায় কয়টি ভেন্ট্রিকল
থাকে ?
উঃ- চারটি।
১৭৪) মানুষের স্পাইনাল কর্ডের
দৈর্ঘ্য কত ? সংখ্যা
কয়টি।
উঃ- প্রায় ১৮ ইঞ্চি। ৩১
জোড়া।
১৭৫) কেন্দ্রীয়
স্নায়ুতন্ত্র কি কি নিয়ে গঠিত ?
উঃ- মস্তিষ্ক ও
সুষুম্নাকাণ্ড।
১৭৬) অন্তঃক্ষরা গ্রন্থি
গুলির কাজ কি ?
উঃ- সংযোজন তন্ত্রের কাজ
সম্পন্ন করা।
১৭৭) ক্যাটারাক্ট কি ?
উঃ- বৃদ্ধ বয়সে চোখের
লেন্সের ওপর এক প্রকার আবরণ দেখা যায় চোখ ঘোলাটে হয়ে যায় একেই বলে ক্যাটারাক্ট।
১৭৮) গ্লুকোমা রোগের কারণ কি ?
উঃ- কোন বিশেষ কারণে
অক্ষিগোলকের জলীয় পদার্থ বেরিয়ে আসতে না পারলে ভিতরে চাপ সৃষ্টি জনিত কারণে এক
প্রকার রোগ হয়, এটাই
গ্লুকোমা নামে পরিচিত।
১৭৯) ক্রিটিনিজম রোগ কাদের
হয় কেন ?
উঃ- শিশুদের। শিশুর দেহে
থাইরক্সিন হরমোন কমে গেলে।
১৮০) গলগন্ড রোগের কারণ কি ?
উঃ- আয়োডিনের অভাব।
১৮১) রক্তে কোন ধাতু থাকে ?
উঃ- আয়রন।
১৮২) রক্তে গ্লুকোজ কেন বেড়ে
যেতে পারে? কিভাবে
?
উঃ- গ্লুকাগনের জন্য।
গ্লুকাগন যকৃতের গ্লাইকোজেন কে গ্লুকোজে পরিণত করে দেয়।
১৮৩) কোন হরমোন কোষ বিভাজনকে
নিয়ন্ত্রণ করে থাকে ?
উঃ- কাইনিন নামক হরমোন।
১৮৪) পূর্ণবয়স্ক মানবদেহে
কয়টি ক্রোমোজোম থাকে ?
উঃ- ৪৬ টি।
১৮৫) এমন কোন প্রাণীর
অস্তিত্ব আছে কি যাদের যৌন জনন হয়না ?কাদের ?
উঃ- হ্যাঁ । অ্যামিবার।
১৮৬) কোন প্রাণীর অযৌন ও যৌন
উভয় কার্যই ঘটে থাকে ?
উঃ- হাইড্রার।
১৮৭) মানুষের বৃদ্ধি কি তার
মৃত্যুকাল পর্যন্ত হয়ে থাকে ?
উঃ- না সীমিতকাল পর্যন্ত হয়।
১৮৮) মানুষের পেশী কোষ ও
নার্ভ কোষগুলি কি জন্মের পর ক্রমেই বিভাজিত হয়ে আয়তনে বৃদ্ধি পায় ?
উঃ- না।
১৮৯) এপেন্ডিক্স কি ?
উঃ- মানুষের একটি লুপ্তপ্রায়
অঙ্গ।
১৯০) ডারউইন ব্যতিত তার
সমসাময়িক আর কোন বৈজ্ঞানিক, যিনি জীবের বিবর্তনের প্রকৃত রহস্য কে প্রাকৃতিক নির্বাচন
বাদের পরিপ্রেক্ষিতে বর্ণনা দেন ?
উঃ- বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস।
১৯১) মানুষ, ব্যাঙ, পায়রা এদের
মধ্যে কার চোখের কোনে লুপ্তপ্রায় অঙ্গ হিসাবে সাদা ঝিল্লির অবস্থান লক্ষিত হয় ?
উঃ- মানুষ।
১৯২) মানুষের অত্যাবশ্যকীয়
নাইট্রোজেনের উৎস কি ?
উঃ- উদ্ভিদ।
১৯৩) মানুষের পক্ষে
অত্যাবশ্যকীয় প্রোটিন কি নাইট্রোজেন ব্যতীত গঠিত হতে পারে ?
উঃ- হ্যাঁ পারে।
১৯৪) মানুষ ও জীবজন্তু সর্বদা
ব্যবহার করার সত্ত্বেও মৌলগুলির অস্তিত্ব লোপ পায় না কেন ?
উঃ- মৌল গুলি জড়বস্তু ও
জীবের মধ্যেই ক্রমান্বয়ে চক্রবৎ আবর্তিত হচ্ছে বলে।
১৯৫) বাতাসে কত পরিমাণ
অক্সিজেন বর্তমান ?
উঃ- ২০.৬১ % ।
১৯৬) মানুষ বাতাস থেকে কোন
গ্যাস সরাসরি গ্রহণ করে থাকে ?
উঃ- N2 ।
১৯৭) কোন ভাইরাস মানুষের রোগ
প্রতিরোধকারী ক্ষমতাকে লোপ করে দেয় ?
উঃ- এডস ভাইরাস।
১৯৮) আমাদের উরুর অস্থিটি
হাড়ের সঙ্গে কার সাহায্যে যুক্ত থেকে কার্য সম্পাদন করে থাকে ?
উঃ- বল এবং সকেট সন্ধির সাহায্যে।
১৯৯) মানুষের পেশীর কর্ম
ক্ষমতা বাড়াবার উপায় কি ?
উঃ- যোগাসন এবং অন্যান্য
ব্যায়াম-এর মাধ্যমে।
২০০) হিমালয়ের পার্বত্য
অঞ্চলে আদিম মানুষের যে জীবাশ্ম পাওয়া গেছে তার নামকরণ কি করা হয়েছে ?
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।