Latest

Saturday, February 26, 2022

Life Science GK Bengali PDF Part - 26 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ২৬

 Life Science GK Bengali PDF Part - 26

Life Science GK Bengali PDF Part - 26
Life Science GK Bengali

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 26 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ২৬ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের রেচন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম । 

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Life Science GK Bengali rechon

422. স্ফীরাফ্যাইড কোথায় পাওয়া যায় ?

উঃ- কচুরিপানার পত্রবৃন্তে (দেখতে তারকার মত)।

423. কফি গাছের বীজে কোন্ রেচন পদার্থ থাকে ?

উঃ- ক্যাফিন।

424. উদ্বায়ী তেল বা বানতেল কোথায় পাওয়া যায় ?

উঃ- লেবু গাছের পাতায় ও ফলে, ইউক্যালিপটাস গাছের পাতায় ও ত্বকে, লবঙ্গের ফুল ও ফলে এবং দারুচিনি গাছের বাকলে পাওয়া যায়।

425. সংকোচী গহ্বর কোন্ প্রাণীর রেচন অঙ্গরূপে কাজ করে ?

উঃ- অ্যামিবা, প্যারামিসিয়াম ইত্যাদি এককোষী প্রাণীদের।

426. একটি বহুকোষী প্রাণীর নাম কর যার নির্দিষ্ট কোন রেচন অঙ্গ নেই ।

উঃ- হাইড্রা।

427. ম্যালপিজিয়ান নালিকা কোন্ প্রকার প্রাণীদের রেচন অঙ্গ ?

উঃ- পতঙ্গদের (ফড়িং, আরশোলা প্রভৃতি প্রাণী)।

428. উদ্ভিদের নির্দিষ্ট কোন রেচন অঙ্গ থাকে কি ?

উঃ- না উদ্ভিদের কোন নির্দিষ্ট রেচন অঙ্গ নেই।

429. নেফ্রিডিয়া কোন্ প্রাণীর রেচন অঙ্গ ?

উঃ- কেঁচো, জোঁক ইত্যাদি প্রাণীদের রেচন অঙ্গ।

430. ফ্লেম কোষ কোন প্রাণীর রেচন অঙ্গ ?

উঃ‌- ফিতাকৃমি, যকৃৎকৃমি ইত্যাদি প্রাণীদের।

431. সবুজ গ্রন্থি কোন্ প্রাণীর রেচন অঙ্গ ?

উঃ- চিংড়ি।

432. মূত্রের সঙ্গে শর্করা নির্গত হওয়াকে কি বলে ?

উঃ- গ্লাইকোসুরিয়া।

433. মূত্রাশয় ও মূত্রনালীর সংযোগস্থলে কোন পেশি থাকে ?

উঃ- স্ফিংটার পেশি।

434. বৃক্ক দ্বারা ক্ষরিত হরমোনটির নাম কি ?

উঃ- এরিথ্রোপয়োটিন।

435. বৃক্ক দ্বারা ক্ষরিত উৎসেচকটির নাম কি ?

উঃ- রেনিন।

436. হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে কোন্ রেচন পদার্থ সৃষ্টি হয় ?

উঃ- বিলিরুবিন ও বিলিভার্ডিন।

437. স্বাভাবিক মূত্র হলুদ হয় কেন ?

উঃ- মূত্রে ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ থাকায়।

438. মূত্র আম্লিক না ক্ষারীয় ?

উঃ- আম্লিক।

439. কোন মেরুদন্ডী প্রাণীর মূত্রথলি থাকে না ?

উঃ- পাখির মূত্রথলি থাকেনা।

440. মানুষের কোন অঙ্গের সাহায্যে ইউরিয়ার রেচন ঘটে ?

উঃ- বৃক্ক।

441. ADH - এর অভাবে কোন রোগ হয় ?

উঃ- ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র।


Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here