Latest

Wednesday, February 16, 2022

Bengali Mixed GK Part - 15 ।। বাংলা জিকে পর্ব - ১৫ ।। Free PDF Download

 Bengali Mixed GK Part - 15


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, Bengali Mixed GK Part - 15 ।। ভারতের প্রথম কিছু বাংলা জিকে পর্ব - ১৫ ।। Free PDF Download ।

আজকের জেনারেল নলেজ গুলি দেখে নাও আশা করি তোমাদের কাজে লাগবে । প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করে নিতে পারো ।

Bengali Mixed GK


৯১। ক্যাবিনেট মিশনের সাথে জড়িত কোন ব্রিটিশ শাসক ?

উঃ লর্ড ওয়াভেল ।

৯২। ভারতে মোট কতগুলি সুলতান বংশ রাজত্ব করে গেছে ?

উঃ পাঁচটি । (মামেলুক, খলজি, তুঘলক, সৈয়দ, লোদী)।

৯৩। কোন সুলতানের আমলে নিজস্ব সৈন্যবাহিনী গড়ে তোলার রীতি চালু হয় ?

উঃ ইলতুৎমিস ।

৯৪। সুলতানি আমলে রৌপ্যমুদ্রাকে কি বলা হত ?

উঃ তঙ্কা ।

৯৫। মোহম্মদ ঘোরীর প্রকৃত নাম কী ছিল ?

উঃ মুইজউদ্দীন মহম্মদ ।

৯৬। সুলতানী আমলে তাম্র মুদ্রাকে কি বলা হত ?

উঃ জিতল ।

৯৭। শেরশাহের আমলে একটি বিশেষ মুদ্রার প্রচলন ছিল তার নাম কী ?

উঃ দাম ।

৯৮। বাংলায় ইংরেজদের জন্য কোন কুঠিটি সংরক্ষন করে রাখা হয়েছিল ?

উঃ ফোর্ট উইলিয়াম ।

৯৯। কোন বড়লাট ভারতীয় আদালতে ফরাসী ভাষার পরিবর্তে দেশী ভাষার প্রছলন করেন ?

উঃ লর্ড বেন্টিঙ্ক ।

১০০। মার্কপোলো কার আমলে ভারতে আসেন ?

উঃ দ্বিতীয় পুলকেশী ।

১০১। সুইস গার্ড কি ?

উঃ ভ্যাটিক্যান সিটিতে পোপের দেহরক্ষী বাহিনীকে বলা হয় সুইস গার্ড ।

১০২। প্রাচীন রোমানরা ফ্রান্সকে কী বলত ?

উঃ গালিয়া বা গল ।

১০৩। ভারতের দাক্ষিনাত্যে সর্বপ্রথম নিজেদের আধিপত্য বিস্তার করে কোন সাম্রাজ্য ?

উঃ চোল ।

১০৪। ইউরোপের সদর দপ্তর কোথায় অবস্থিত ।

উঃ ব্রাসেলস্‌ ।

১০৫। ভারতের জাতীয় আয় কে প্রথম পরিমাপ করেছিলেন ?

উঃ দাদাভাই নৌরজি ।



আজকের Bengali Mixed GK Part - 15 টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করো -

PDF Details:

PDF Name : Bengali Mixed GK Part - 15
Language : বাংলা
PDF Size : 0.16 MB
No. of Pages : 01
Download Link : Click Here To Download